- Home
- »
- টেক গাইড »
- ফোনে কীভাবে চালাবেন 5G ইন্টারনেট,...
ফোনে কীভাবে চালাবেন 5G ইন্টারনেট, Xiaomi, Realme, Vivo, Oppo, OnePlus, Samsung ইউজাররা অন করুন এই সেটিংস
বেশ কয়েকমাস আগে Airtel এবং Reliance Jio দেশের বিভিন্ন অঞ্চলে 5G পরিষেবা লঞ্চ করেছে। আর কোম্পানি দুটি এও প্রতিশ্রুতি...বেশ কয়েকমাস আগে Airtel এবং Reliance Jio দেশের বিভিন্ন অঞ্চলে 5G পরিষেবা লঞ্চ করেছে। আর কোম্পানি দুটি এও প্রতিশ্রুতি দিয়েছে যে, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে দেশের সর্বত্র তারা 5G পরিষেবা পৌঁছে দেবে। 5G নেটওয়ার্ক লঞ্চ হওয়ার পর স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিগুলিও 5G স্মার্টফোন বাজারে আনতে শুরু করেছে। ফলে একাধিক মানুষ এখন 4G স্মার্টফোনের পরিবর্তে 5G স্মার্টফোন ব্যবহার করতে শুরু করেছে। তবে অনেকে আছেন যারা এখনও কিভাবে 5G পরিষেবা উপভোগ করবেন, তা বুঝতে পারছেন না। তাই এই প্রতিবেদনে আমরা কয়েকটি উপায় জানাবো, যেগুলি অনুসরণ করলে আপনি আপনার 4G সিমকে সহজেই 5G সিমে পরিণত করতে পারবেন।
কিভাবে স্মার্টফোনে 5G এনাবেল করবেন
Google Pixel বা Stock Android Phone
প্রথমে Settings-এ যান। তারপর Network & Internet-এ গিয়ে SIMs অপশনে ক্লিক করে Preferred Network Type সিলেক্ট করুন এবং 5G নির্বাচন করুন।
Samsung
প্রথমে মোবাইল Settings-এ যান। তারপর Connections-এ গিয়ে Mobile Networks সিলেক্ট করুন। এবার Network Mode-এ গিয়ে 5G/LTE/3G/2G (autoconnect) সিলেক্ট করুন।
OnePlus
প্রথমে Settings-এ যান। তারপর Wi-Fi & Networks-এ গিয়ে SIM & Network-এ ট্যাপ করুন। এবার Preferred Tetwork Type-এ গিয়ে 2G/3G/4G/5G (automatic) সিলেক্ট করুন।
Oppo
সবার আগে Settings-এ যান। তারপর Connection & Sharing-এ গিয়ে SIM 1 বা SIM 2-এ ট্যাপ করুন। এরপর Preferred Network Type-এ গিয়ে 2G/3G/4G/5G (automatic) সিলেক্ট করুন।
Realme
সবার আগে Settings-এ যান, এবার সেখান থেকে Connection & Sharing-এ গিয়ে SIM 1 বা SIM 2-এ ট্যাপ করুন। এবার Preferred Network Type-এ সিলেক্ট 2G/3G/4G/5G (Automatic) অপশনটি বেছে নিন।
Vivo/iQOO
Settings-এ যান। এরপর SIM 1 বা SIM 2 নির্বাচন করুন। তারপর Mobile Network-এ গিয়ে Network Mode থেকে 5G Mode সিলেক্ট করুন।
Xiaomi/Poco
সবার প্রথমে ফোনের Settings অপশনে যান এবং সেখানে গিয়ে SIM card and Mobile Networks-এর উপর ক্লিক করুন। তারপর Preferred Network Type এগিয়ে 5G সিলেক্ট করুন।