নতুন বছরে পুরোনো Smartphone-কে বিদায় জানাবেন? বিক্রির আগে অবশ্যই করুন এই 10টি কাজ

আপনি কি সদ্য একটি নতুন স্মার্টফোন কিনেছেন কিংবা কোনো কারণে আপনার কাছে একটি পুরোনো ফোন বেকার (পড়ুন অব্যবহৃত) অবস্থায় পড়ে আছে, আর আপনি এটি বিক্রি…

আপনি কি সদ্য একটি নতুন স্মার্টফোন কিনেছেন কিংবা কোনো কারণে আপনার কাছে একটি পুরোনো ফোন বেকার (পড়ুন অব্যবহৃত) অবস্থায় পড়ে আছে, আর আপনি এটি বিক্রি করতে চান? অথবা আপনি এখন নতুন ফোন কিনতে চাইছেন এবং তার সাথে পুরোনো মডেলটি এক্সচেঞ্জ করার প্ল্যান আছে? যাই করুন না কেন, পুরোনো ফোন হাতছাড়া করার আগে কিছু বিষয় মাথায় রাখতেই হবে, নাহলে সামান্যতম অসাবধানতার কারণে আপনাকে অনেক বড় দাম চোকাতে হতে পারে। আজকের প্রতিবেদনে আমরা এমনই ১০টি গুরুত্বপূর্ণ কাজের কথা বলব, যেগুলি পুরোনো ফোন বিক্রি করার আগে অবশ্যই করা উচিত।

পুরোনো ফোন বেচা বা এক্সচেঞ্জের আগে করুন এই কাজগুলি

১. ব্যাঙ্কিং এবং UPI অ্যাপ ডিলিট করুন: পুরোনো ফোন বেহাত করার আগে অবশ্যই ব্যাঙ্কিং বা ইউপিআই অ্যাপগুলি ডিলিট করে দিন, কারণ এই ধরণের কোনো ডেটা রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়।

২. কল রেকর্ড এবং মেসেজ ডিলিট: পুরোনো ফোনে কন্ট্যাক্ট, মেসেজ-কল ইত্যাদির ব্যাকআপ নেওয়ার পরে, সেগুলি মুছে ফেলা জরুরি।

৩. ব্যাকআপ মাল্টিমিডিয়া কন্টেন্ট: ফোনে থাকা ফটো, ভিডিও এবং মাল্টিমিডিয়া ফাইলগুলি ব্যাকআপ করার জন্য ক্লাউড স্টোরেজ (গুগল ফটো, গুগল ড্রাইভ, মাইক্রোসফ্ট ওয়ানড্রাইভ, ড্রপবক্স ইত্যাদি) ব্যবহার করুন। চাইলে আপনি এক্সটার্নাল ড্রাইভেও ব্যাকআপ রাখতে পারেন।

৫. মেমরি কার্ড রিমুভ: যদি আপনার পুরোনো ফোনে একটি মাইক্রোএসডি কার্ড রেখে থাকেন, তবে তাড়াহুড়ো করে সিম কার্ডের পাশাপাশি সেটি রিমুভ করতে ভুলবেননা।

৬. সব অ্যাকাউন্ট থেকে লগ আউট: পুরোনো ফোন বিক্রির আগে গুগল (Google) এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি আনলিঙ্ক করুন।

৭. সিম কার্ড এবং eSIM ডেটা ডিলিট করুন: পুরোনো ফোন থেকে ফিজিক্যাল সিম খুলে নেওয়া এবং ই-সিম ব্যবহার করলে সেই ডেটা ডিলিট করাটা জরুরি।

৮. WhatsApp-এর ম্যানুয়াল ব্যাকআপ: অন্যান্য অ্যাপের মতো হোয়াটসঅ্যাপের ব্যাকআপ নেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ, এতে করে নতুন ডিভাইসে মেসেজ সহজেই রিকভার করা যাবে।

৯. ফোন রিসেট: ফ্যাক্টরি রিসেট করার আগে এনক্রিপশন প্রয়োজন, তাই ডেটা রিকভার করার আগে ডিফল্টরূপে বা ম্যানুয়ালি ডেটা এনক্রিপ্ট করে রাখুন। সমস্ত জরুরি পদক্ষেপ নেওয়া হলে পরে ফোনটি ফ্যাক্টরি রিসেট করুন।

১০. ফোন ভালোভাবে রেডি করে দিন: পুরোনো ফোন বিক্রির আগে সেটি ভালোভাবে পরিষ্কার করে দিন এবং অরিজিনাল বক্স বা বিল থাকলে সেটি সাথে রাখুন।