Vivo NEX 5 আন্ডার ডিসপ্লে ক্যামেরা ও ওয়াটারফল ডিজাইন সহ চলতি বছরে বাজারে আসছে

Vivo, গত বছর Apex 2020 নামের একটি কনসেপ্ট ফোনের ওপর থেকে পর্দা সরিয়েছিল। ফোনটির মূল আকর্ষণ ছিল আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ও ওয়াটারফল ডিসপ্লে। Vivo ফোনটি প্রদর্শনের এক মাস পরে ওয়াটারফল ডিসপ্লের Vivo NEX 3S 5G ফোন লঞ্চ করেছিল। যদিও সেটি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার পরিবর্তে পপ-আপ ক্যামেরা মেকানিজম সহ এসেছিল। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার সাথে নতুন NEX ফোন কি আদৌ লঞ্চ হবে? জল্পনা দূরে সরিয়ে রেখে এখন কয়েকজন টিপস্টারের দাবি, আন্ডার ডিসপ্লে ক্যামেরা সহ Vivo Nex 5 চলতি বছরের দ্বিতীয়ার্ধে আত্মপ্রকাশ করবে৷ আবার তাঁরা ফ্ল্যাগশিপ ফোনটির কয়েকটি মূল ফিচার ফাঁস করেছেন৷ জানা গিয়েছে যে, ভিভো নেক্স ৫ এর দুটি ভ্যারিয়েন্ট থাকবে৷ স্টান্ডার্ড ভ্যারিয়েন্টে থাকবে পাঞ্চ হোল ডিজাইন। অপর ভ্যারিয়েন্টে দেখা যাবে কোয়াড কার্ভড বা ওয়াটারফল ডিজাইন।

চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে একজন টিপস্টার জানিয়েছেন, ভিভো নেক্স ৫ ফোনটি ৬.৭৮ ইঞ্চি কোয়াড কার্ভড ডিসপ্লে সহ আসবে। স্টার্ন্ডার্ড মডেলে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট থাকবে এবং প্রিমিয়াম মডেলে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা দেখা যাবে। টিপস্টারের দাবি, হ্যান্ডসেটে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

ফোনটির ব্যাক প্যানেলে থাকবে স্যামসাং এর ৫০ মেগাপিক্সেল GN2 সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। সেইসঙ্গে Zeiss অপটিক্স ও OIS ফিচার দেখা যেতে পারে। Vivo NEX 5 এর প্রিমিয়াম ভ্যারিয়েন্ট গিম্বল স্ট্যাবিলাইজেশন ২.০ প্রযুক্তি সহ আসার সম্ভাবনা রয়েছে।

টিপস্টার আরও যোগ করে বলেছেন, ভিভো নেক্স ৫ ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৪৫০০ এমএইচ ব্যাটারি থাকবে। এতে ৬৬ ওয়াট ওয়্যার্ড এবং ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। তবে ভিন্ন মতামত দিয়ে অন্য একজন টিপস্টারের দাবি ফোনটি ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৬০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসতে পারে। এছাড়া জল ও ধূলিকনা প্রতিরোধের জন্য ফোনে IP68 রেটিং থাকবে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে এই আন্ডার ডিসপ্লে Vivo NEX 5 লঞ্চ হবে বলে জল্পনা চললেও, কোম্পানির তরফে সেরকম ইঙ্গিত এখনও মেলেনি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন