Categories: How To

বিপদজনক ShadowVault ম্যালওয়্যার চুরি করছে পাসওয়ার্ড ও ব্যাঙ্কের তথ্য, কীভাবে সুরক্ষিত থাকবেন

macOS চালিত ডিভাইসগুলিকে ম্যালওয়্যার (Malware) আক্রমণ থেকে তুলনামূলকভাবে নিরাপদ বলে মনে করা হয়, কারণ উইন্ডোজ এবং লিনাক্স এর চেয়ে Apple এর এই অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীর সংখ্যা কম। তাই অধিকাংশ ম্যালওয়্যার আক্রমণকারীরা Apple-এর গ্যাজেটগুলির তুলনায় উইন্ডোজ এবং লিনাক্স প্ল্যাটফর্মগুলিতে বেশি ফোকাস করে। তবে সময়ের সাথে সাথে macOS ডিভাইসগুলি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে, আর তাই এই ডিভাইসগুলিকে এবার সাইবার হ্যাকারদের লক্ষ্য হয়ে উঠছে ।

সম্প্রতি গার্ডজ সাইবার ইন্টেলিজেন্স রিসার্চ (Guardz Cyber Intelligence Research বা CIR) -এর গবেষকরা macOS সিস্টেমে শ্যাডোভল্ট নামে একটি নতুন সিকিউরিটি থ্রেট খুঁজে পেয়েছেন। রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই ম্যালওয়্যারটি ম্যাকওএস চালিত ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে কাজ করে এবং হ্যাকাররা এর মাধ্যমে ব্যবহারকারীদের লগইন, ব্যাঙ্কিং খুঁটিনাটি এবং আরও ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস করতে এবং ব্যবহার করতে পারে।

ShadowVault ম্যালওয়্যার কি?

ওই রিপোর্টে বলা হয়েছে যে, ShadowVault ম্যালওয়্যার হলো একটি অত্যাধুনিক সফ্টওয়্যার, যা সাইবার ডেটা চুরি করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আর এটিকে বর্তমান সময়ে একটি সাইবার থ্রেট হিসাবে চিহ্নিত করা হয়েছে।গার্ডজ সাইবার ইন্টেলিজেন্স রিসার্চ (সিআইআর) টিম ডার্ক ওয়েবে XSS ফোরাম নামের একটি প্রোফাইলে প্রথম এটি শনাক্ত করে।

রিপোর্টে জানানো হয়েছে, ‘শ্যাডোভল্ট’ হল একটি অত্যন্ত ভয়ঙ্কর প্রোগ্রাম, যা গোপনে macOS ডিভাইসগুলির ব্যাকগ্রাউন্ডে চলে এবং এটি ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে।

‘শ্যাডোভল্ট’ ম্যালওয়্যারটিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে চিহ্নিত করার আর একটি কারণ হলো, এটি গোপনে কোনো ব্যবসায়ী বা ডিভাইসের ব্যবহারকারীর মারাত্মক ক্ষতি করতে পারে। ম্যালওয়্যারটি ডেটা পরিবর্তন করে ব্যবসায়ীর গুরুতর আর্থিক ক্ষতি করতে পারে। এমনকি এটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর এবং সোশ্যাল সিকিউরিটি নম্বরও ব্যবহার করতে পারে। এছাড়াও, macOS এর এই ম্যালওয়্যারটি Google Chrome, Microsoft Edge, Brave, Vivaldi, Opera এবং অন্যান্য Chromium-ভিত্তিক ব্রাউজার থেকে পাসওয়ার্ড, কুকিজ, ক্রেডিট কার্ডের তথ্য, ক্রিপ্টো ওয়ালেট ডেটা এবং আরও অনেক তথ্যও চুরি করতে পারে।

কিভাবে এই ম্যালওয়্যার থেকে আপনার Mac ডিভাইস নিরাপদে রাখবেন?

যদিও অ্যাপল প্রতি নিয়ত সিস্টেম আপডেট এবং ম্যাকওএস গ্যাজেট সহ তার ডিভাইসগুলির জন্য সিকিউরিটি আপডেট দিয়ে থাকে, তবুও ডিভাইসগুলিকে অনলাইন থ্রেটস থেকে সুরক্ষিত রাখতে আপনি কয়েকটি বিষয় মেনে চলতে পারেন।

১. ভাইরাস স্ক্যান অন করুন

এমন অনেক অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি-ম্যালওয়্যার প্রোগ্রাম আছে যেগুলি শ্যাডোভল্টের মতো ম্যালওয়্যার শনাক্ত করতে এবং অপসারণ করতে পারে ৷ আর এইধরনের প্রোগ্রাম গুলির মাধ্যমে আপনি মাঝে মাঝে আপনার সিস্টেমটিকে স্ক্যান করে সাইবার থ্রেটস থেকে নিরাপদে রাখতে পারবেন।

২. পাসওয়ার্ড পরিবর্তন করুন

সন্দেহজনক ম্যালওয়্যার রিমুভ করার পর, সমস্ত পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। বিশেষ করে সংবেদনশীল তথ্য বিশিষ্ট অনলাইন অ্যাকাউন্টগুলির পাসওয়ার্ড সকলের আগে পাল্টে ফেলা দরকার। এইফলে হ্যাকাররা আর অর্থ বা সংবেদনশীল ডেটা চুরি করতে পারে না।

৩. অজানা লিঙ্কে ক্লিক করবেন না

ShadowVault-এর মতো ক্ষতিকারক ম্যালওয়্যার বিভিন্ন লিঙ্কের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, তাই ইমেল, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে অজানা লিঙ্কগুলিতে ক্লিক করার সময় সতর্ক থাকুন৷ নিরাপদ থাকার জন্য, সন্দেহজনক লিঙ্কগুলিতে ক্লিক করবেন না এবং এই জাতীয় কোনও ইমেল ডিলিট করবেন না।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

30 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

37 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

46 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

57 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago