123PAY: স্মার্টফোন, ইন্টারনেট ছাড়াই বাড়ি বসে মেটানো যাবে ইলেকট্রিক বিল, চালু হল নয়া পরিষেবা

সম্প্রতি একটি নতুন পরিষেবা চালু হয়েছে, যার সাহায্যে শুধুমাত্র ফোন নম্বর ডায়াল করেই বাড়ি বসে ইলেকট্রিক বিল পরিশোধ করা যাবে।

You can Pay Electricity Bill without Internet Smartphone

ইলেকট্রিক অফিসে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা নিজের বিদ্যুৎ সংযোগের বিল পরিশোধ করার দিন গেছে বললেই চলে। এখন Google Pay, PhonePe, Paytm-এর মত UPI অ্যাপের মাধ্যমে স্মার্টফোনেই কয়েক ক্লিকেই ইলেকট্রিক বিল মেটাচ্ছেন অধিকাংশই। তবে এবার বাড়ি বসে ইলেকট্রিক বিল পরিশোধের যে নতুন সুবিধা চালু হচ্ছে, তাতে ইন্টারনেট এমনকি স্মার্টফোনের প্রয়োজন পড়বেনা! আজ্ঞে হ্যাঁ, ঠিকই পড়েছেন। সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা NPCI জানিয়েছে যে গ্রাহকরা এখন ইন্টারনেট এবং স্মার্টফোন ছাড়া বাড়ি থেকে বিদ্যুৎ বিল দিতে পারবেন। এর জন্য তাদের 123PAY UPI পরিষেবার সাহায্য নিতে হবে।

123PAY কী?

১২৩পে ইউপিআই একটি ইনস্ট্যান্ট পেমেন্ট পরিষেবা যা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) কর্তৃক চালু হয়েছিল। এখন এনপিসিআই, সমস্ত ফিচার ফোন ইউজারদের জন্য এই পরিষেবা উপলব্ধ করেছে, যার মাধ্যমে আইভিআর (ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স) নম্বরে কল করা, ফিচার ফোনে অ্যাপের কম্প্যাটিবিলিটি উপভোগ করা ইত্যাদি সুবিধা পাওয়া যায়। ফলত এখন ফিচার ফোন ব্যবহারকারীরাও খুব সহজেই ১২৩পের মাধ্যমে বিল পেমেন্ট বা ইউপিআই ইনস্টলমেন্ট ম্যানেজমেন্টের সুবিধা উপভোগ করতে পারবেন।

কীভাবে স্মার্টফোন, ইন্টারনেট ছাড়া বিদ্যুৎ বিল পরিশোধ করবেন?

১২৩পে ইউপিআই পরিষেবার মাধ্যমে স্মার্টফোন, ইন্টারনেট ছাড়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে চাইলে
প্রথমে আপনাকে ইউপিআই ইনস্টলেশনে রেজিস্টার করতে হবে। এর জন্য –

১. (৮০৪) ৫১৬-৩৬৬৬, (৬৩৬) ২০০-২০০ বা (৮০৪) ৫১৬-৩৫৮১ এর মত আইভিআর লাইনে কল করতে হবে।

২. তারপর সিলেক্ট করতে হবে পছন্দসই ভাষা।

৩. পরবর্তী ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করে গ্রাহককে ডেবিট কার্ডের ডেটা এন্টার করতে হবে।

৪. এক্ষেত্রে নির্দিষ্ট ইউপিআই পিন সেট করতে হবে যারপর আপনার ইউপিআই ইনস্টলমেন্ট চালু হয়ে যাবে।

৫. এরপর যেটা করতে হবে তা হল – (০৮০) ৪৫১৬-৩৬৬৬/৬৩৬৬ ২০০ ২০০/৪৫১৬ ৩৫৮১ পেমেন্ট ইনস্টলমেন্ট নম্বরে ডায়াল করে বিদ্যুৎ বিল পরিশোধের বিকল্পটি নির্বাচন।

৬. এখানে আপনাকে পরিষেবা প্রদানকারী বিদ্যুৎ বোর্ডের নাম লিখতে হবে।

৭. তারপর আপনাকে কানেকশনের সাথে রেজিস্ট্রার্ড গ্রাহকের নাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণ দিতে হবে।

৭. এতে আপনি আপনার বকেয়া বিলের পরিমাণ জানতে পারবেন, যারপর আপনি ইউপিআই পিন লিখলেই বিল পেমেন্ট হবে।