Categories: How To

Aadhaar-PAN Link: পেরিয়ে গেছে সময়, এখনও আধারের সাথে প্যান লিঙ্ক না হলে করুন এই কাজ

বহু সময় আগেই ভারতীয় নাগরিকদের দুই গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড (Aadhaar Card) এবং প্যান কার্ড (PAN Card) পরস্পরের সাথে লিঙ্ক করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র সরকার। এমনকি সরকারি নির্দেশিকা অনুযায়ী, ইতিমধ্যে এই কাজ মানে আধার-প্যান লিঙ্ক (Aadhaar-PAN Link)-এর সময়সীমাও অতিক্রান্ত হয়েছে। এমতাবস্থায় আপনি যদি এখনও পর্যন্ত লিঙ্কের কাজটি না সেরে রাখেন, তাহলে কিন্তু বড় ঝামেলার মুখে পড়তে পারেন। কারন এমনটা হলে প্রথমত আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। আর এতে করে বিভিন্ন ধরণের কাজের পাশাপাশি আয়কর রিটার্নের ক্ষেত্রে মুশকিল হবে। এবার আপনি বলবেন তারিখ তো পেরিয়ে গেছে, তাহলে এখন উপায় কী? সেক্ষেত্রে বলি, আপনি এখনও সহজেই নিজের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে পারেন। এর জন্য আপনাকে একটি সহজ উপায় ধাপে ধাপে অনুসরণ করতে হবে। প্রয়োজনে দিতে হবে জরিমানা।

কীভাবে এখন Aadhaar-PAN লিঙ্ক করবেন?

১. আপনি যদি রেজিস্টার্ড ইউজার না হন, তবে প্রথমে নিজের ডেটা রেজিস্ট্রেশন করতে ইনকাম ট্যাক্সের ই-ফাইলিং পোর্টালে যান।

২. একবার রেজিস্ট্রার হয়ে গেলে আপনার ইউজার আইডি ব্যবহার করে লগইন করুন।

৩. এরপর পাসওয়ার্ড লিখুন এবং সিকিওর অ্যাক্সেস মেসেজ কনফার্ম করে ‘কন্টিনিউ’ (Continue) বাটনে ক্লিক করুন।

৪. মাই প্রোফাইল (My Profile) অপশনে গিয়ে পার্সোনাল ডিটেইলস (Personal Details) থেকে ‘লিঙ্ক আধার’ (Link Aadhaar) অপশনটি বেছে নিন।

৫. পরবর্তী ধাপে নাম, লিঙ্গ এবং জন্ম তারিখের মতো প্রয়োজনীয় বিবরণগুলি লিখুন।

৬. স্ক্রিনে প্রদত্ত বিশদ তথ্য যাচাই করুন এবং ক্লিক করুন ‘আই অ্যাগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস’ (I agree to validate my Aadhaar details) অপশনে।

৭. এক্ষেত্রে প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে আপনার প্যান এবং আধার লিঙ্ক হয়ে যাবে এবং আপনি একটি পপ-আপ মেসেজ পাবেন। তবে যদি স্ক্রিনে লেট ফি হিসেবে জরিমানার অপশন প্রদর্শিত হয়, তাহলে কিন্তু আপনি পেমেন্ট করার পরই কাজ হবে।

Aadhaar-PAN লিঙ্কের ফি কীভাবে দিতে হবে?

১. এর জন্য প্রথমে আপনাকে ই-ফাইলিং পোর্টাল থেকে কুইক লিঙ্ক সেকশনে যেতে হবে এবং নিজের আধার, প্যানের বিবরণ দিতে হবে।

২. তথ্য দেওয়া হলে ই-পে (e-Pay) ট্যাক্স অপশনে ক্লিক করতে হবে, যারপর আপনাকে আবার প্যান কার্ডের ডিটেইলস দিতে হবে।

৩. এরপর আপনার নম্বরে একটি ওটিপি (OTP) আসবে যা এন্টার করার পর ই-পে ট্যাক্স পেজ খুলবে।

৪. এখান থেকে ইনকাম ট্যাক্স অপশন সিলেক্ট করে মূল্যায়ন বছরের সিলেক্ট করতে হবে এবং বেছে নিতে হবে পেমেন্ট টাইপ (৫০০/১০০) (500/1000) অপশনটি।

৫. এক্ষেত্রে একবার চালান তৈরি হয়ে গেলে নির্দিষ্ট টাকা পেমেন্ট করে ফেলতে হবে।

৬. তবে এখানেই কাজ শেষ নয়। পরবর্তী ধাপে আপনাকে আবার ই-ফাইলিং পোর্টালের হোম পেজে যেতে হবে এবং লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে।

৭. এখানে আরও একবার আধার, প্যানের বিবরণ দিয়ে ই-পে ট্যাক্স অপশন খুললেই নিচে একটি লিঙ্ক প্রদর্শিত হবে।

৮. এটি আপনাকে এনএসিডিএল (NSDL) পোর্টালে নিয়ে যাবে, যেখানে আপনাকে চালান নম্বর আইটিএনএস ২৮০ (ITNS 280)-এ ক্লিক করতে হবে।

৯. এরপর ট্যাক্স-০০২১ (TAX-0021) অপশনে ক্লিক করে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করলেই আধারের সাথে প্যান লিঙ্কের অনুরোধ আবেদন হিসেবে জমা পড়বে।

Anwesha Nandi

Share
Published by
Anwesha Nandi

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

24 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

33 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

49 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

53 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

1 hour ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

2 hours ago