WiFi ব্যবহার করার সময় মানুন সরকারের এই নির্দেশ, ভুল করলেই বিপদে পড়তে পারেন

উচ্চগতির ইন্টারনেটের জন্য অনেকেই‌ এখন‌ ওয়াই-ফাই কানেক্টিভিটি বেছে নিচ্ছেন। তবে‌ পরিবারের লোক ব্যবহার করার কারণে এই ওয়াই-ফাই বাড়ির ভিতরে যথেষ্ট নিরাপদ। কিন্তু বাইরেও দ্রুত স্পিড…

Public Wifi Cert In Shared Some Important Safety Tips For Users

উচ্চগতির ইন্টারনেটের জন্য অনেকেই‌ এখন‌ ওয়াই-ফাই কানেক্টিভিটি বেছে নিচ্ছেন। তবে‌ পরিবারের লোক ব্যবহার করার কারণে এই ওয়াই-ফাই বাড়ির ভিতরে যথেষ্ট নিরাপদ। কিন্তু বাইরেও দ্রুত স্পিড পাওয়ার জন্য অনেকে পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করেন। আপনিও যদি এই দলে‌ থাকেন‌ তাহলে এবার সতর্ক হোন। আসলে পাবলিক ওয়াই-ফাই ব্যবহারকারীদের এখন টার্গেট করছে হ্যাকাররা। পাবলিক ওয়াই-ফাইয়ে সংযুক্ত ডিভাইসে থাকা ছবি ও ব্যাংকিং ডিটেলসের মতো ডেটা হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। এই কারণে পাবলিক ওয়াই-ফাই ব্যবহার নিয়ে সতর্ক করল ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সিইআরটি-ইন অর্থাৎ কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম।

সিইআরটি-ইন তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছে, যেখানে তারা পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করার সময় কোন কোন বিষয়ে মাথায় রাখা উচিত সে বিষয়ে জানিয়েছে। এই টিপসগুলি মাথায় রাখলে স্বাচ্ছন্দ্যে পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সেই টিপসগুলি সম্পর্কে:

১ . পাবলিক ওয়াই-ফাইয়ের সঙ্গে আপনার ফোনটি কানেক্ট করার আগে সেখানকার কর্মীদের কাছ থেকে নেটওয়ার্কের নাম ও সঠিক লগইন পদ্ধতি জেনে নিন।

২ . পাবলিক ওয়াই-ফাইয়ে কাজ করার সময় কখনোই অনলাইন শপিং, ব্যাংকিং বা অন্যান্য স্পর্শকাতর কাজ করবেন না।

৩ . http:// দিয়ে শুরু হওয়া ওয়েবসাইটেই কেবল ভিজিট করুন।

৪ . প্রয়োজনেই শুধু পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করুন।

৫ . দরকার মিটে গেলে পাবলিক ওয়াই-ফাই ব্যবহার বন্ধ করুন।

৬ . ফোনের ওএস ও অ্যান্টি-ভাইরাস সবসময় আপডেটেড রাখুন।

৭ . মোবাইল হটস্পট ও হোম ওয়াই-ফাই নেটওয়ার্কের জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।

৮. অটো কানেক্ট ওয়াই-ফাই অপশন বন্ধ রাখুন।

এখানে রিপোর্ট করুন

সাইবার ক্রাইম সংক্রান্ত যেকোনো অভিযোগের জন্য [email protected]এ ইমেল করতে পারেন। এছাড়া ১৯৩০ নম্বরেও কল করতে পারেন।