Categories: How To

Puri Hotel Fraud: অনলাইনে পুরীর হোটেল বুক করেছেন? ভুলেও এই কাজ করবেন না

দীর্ঘদিন ধরেই প্রতারকেরা বিভিন্নভাবে অনলাইন (Online Cyber Scam) মাধ্যমকে ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে চলেছে। বর্তমানে তারা ট্যুর প্ল্যানার বা হোটেল ব্যবসায়ী হিসেবেও মানুষের সাথে প্রতারণা করা শুরু করেছে। সম্প্রতি পুরীর বিভিন্ন হোটেলের নামে জাল ওয়েবসাইট তৈরি করে এবং ট্যুর প্যাকেজে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার করে বেশ কয়েকজন মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। প্রতারিত হওয়ার পর ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে এই ঘটনাগুলি প্রকাশ্যে আসে।

পুরীর হোটেল প্রতারনার ফাঁদে পা দিয়েছেন একাধিক মানুষ

সম্প্রতি, কলকাতা নিবাসী রাকেশ হালদার নামে এক ব্যক্তি পুরী পুলিশের কাছে অভিযোগ দায়ের করে জানিয়েছেন যে, তারা অনলাইনে ওয়েবসাইট দেখে ২ থেকে ৭ নভেম্বরের জন্য একটি রুম বুক করেন। যার জন্য প্রতিদিন ৩০০০ টাকা করে চার্জ করা হয় এবং তিনি ৮ হাজার টাকা অ্যাডভান্স পেমেন্টও করেন। কিন্তু পুরীতে পৌঁছে তিনি দেখেন তার বুকিং করা হোটেলের কোনো অস্তিত্বই নেই। তখন তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।

এছাড়াও, কলকাতার আরেক পর্যটক সুদীপ্ত দাস ওয়েবসাইট থেকে জগন্নাথ মন্দিরের কাছে ৫০০০ টাকা অ্যাডভান্স দিয়ে ৩ নভেম্বরের জন্য দুটি রুম বুক করেন। কিন্তু, তারা সপরিবারে সেই হোটেলে চেক করার চেষ্টা করলে তিনি জানতে পারেন সেখানে তার কোনো বুকিং করা নেই। এরপর, ওই ব্যক্তি হোটেলে অনলাইন ট্রানজ্যাকশনের বিবরণ দেখালে তিনি জানতে পারেন এই অ্যাকাউন্টটি সাইবার জালিয়াতির অন্তর্ভুক্ত। যদিও তিনি পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।

জালিয়াতি রোধে তৎপর প্রশাসন

ওড়িশার হোটেল এন্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জে কে মোহান্তি বলেছেন, বর্তমানে এমন অনেক ঘটনা ভুক্তভোগী অথবা বিভিন্ন হোটেল ব্যবসায়ীর কাছ থেকে জানতে পারছেন। তবে, এর মধ্যে অনেকেই আদালত বা পুলিশের ঝামেলা এড়াতে অভিযোগ দায়ের না করেই পুরী থেকে ফিরে এসেছেন।

এই বিষয়ে পুরীর এসপি কানওয়ার বিশাল সিং বলেছেন, তারা হোটেল মালিক এবং পর্যটকদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট সংবেদনশীল। আর তারা শীঘ্রই এই জালিয়াতি রোধ করবেন। পাশাপাশি, তারা পর্যটকদের নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম-এর মাধ্যমে হোটেল বুকিং করতে এবং বুকিং করার সময় পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি প্রতারণার অভিযোগে ওয়াসিম খান নামের ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যিনি নিজেকে হোটেল কর্মচারী হিসেবে পরিচয় দিয়েছেন এবং কয়েক লক্ষ টাকা পর্যটকদের কাছ থেকে নিয়েছেন। শাহাদারা থানায় একটি অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জানা যায় ওই ব্যক্তি হোটেল বুকিং কান্ডে ৩.৫ লক্ষ টাকার প্রতারণা করেছে।

অনলাইনে হোটেল খোঁজার জন্য ব্যবহার করুন গুগল ম্যাপ

বিভিন্ন প্রতারণা এড়াতে অনলাইনে হোটেল খোঁজার জন্য Google Map ব্যবহার করার কথা বলা হয়েছে।কারণ, গুগল ম্যাপ শুধুমাত্র নেভিগেশনে সাহায্য করে না বরং হোটেল এবং ফ্লাইট টিকিট বুকিং-ও সহজ করে। তাই হোটেল খোঁজার জন্য বা বুক করার জন্য গুগল ম্যাপে গন্তব্য অনুসন্ধান করে কাছাকাছি হোটেলগুলির নাম খুঁজতে পারেন। তারপর, সেই বিবরণ দেখেই নিশ্চিত হয়ে অনলাইনে হোটেল বুকিং করতে পারেন। তবে, সন্দেহ জনক কিছু দেখলে আগে থেকে কোনো রকম লেনদেন না করাই ভালো।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

22 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

29 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

38 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

49 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago