90 হাজারের Dell ল্যাপটপ এখন মিলছে 17 হাজার টাকায়, ধামাকা অফার, মিস করলে লস

ল্যাপটপের জগতে Dell একটি জনপ্রিয় বা বলা ভালো সুপ্রসিদ্ধ নাম। এই পিসি (PC) নির্মাতা সংস্থাটি বাজারে বিভিন্ন রেঞ্জের এবং ফিচারের ল্যাপটপ অফার করে থাকে। তবে আপনি যদি এখন একটি নতুন (পড়ুন প্রিমিয়াম) ল্যাপটপ কিনতে চান, তাহলে Dell-এর একটি মডেল কেনা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে, এই মুহূর্তে প্রায় ১ লাখ টাকা দামের Dell Latitude E5450 ল্যাপটপ ২০,০০০ টাকারও কমে মানে একটি বাজেট ফোনের দামে কেনা যাবে। আর এটি কিনলে আপনি বেশি স্টোরেজের সাথে অনেক সুবিধাজনক ফিচারও পাবেন। আসুন দেখে নিই, এই Dell ল্যাপটপে ঠিক কী অফার পাওয়া যাচ্ছে।

এই Dell ল্যাপটপে ৭০,০০০ টাকার বেশি ছাড় দিচ্ছে Amazon

ডেল ল্যাটিটিউড ই৫৪৫০ ল্যাপটপের দাম এমনিতে ৯০,০০০ টাকা। তবে এই মুহূর্তে অ্যামাজন ইন্ডিয়া এটিকে ১৮,৫৯৯ টাকায় বিক্রি করছে। অর্থাৎ এই ল্যাপটপ কিনলে মোট ৭১,৪০১ টাকা সাশ্রয় করা যাবে।

শুধু তাই নয়, এই ডেল ল্যাপটপ কেনার ক্ষেত্রে এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ১,৫০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলত, সব মিলিয়ে ল্যাপটপটির দাম পড়বে ১৭,০৯০ টাকা। উল্লেখ্য, ল্যাপটপটিতে ৬ মাসের ওয়ারেন্টি এবং ৭ দিনের রিপ্লেসমেন্টের সুবিধা পাওয়া যাবে। আর যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হল, এটি একটি রিনিউড্ (renewed) প্রোডাক্ট, মানে ল্যাপটপটি একেবারে আনকোরা বা নতুন নয়।

Dell Latitude E5450 ল্যাপটপের স্পেসিফিকেশন

ডেল ল্যাটিটিউড ই৫৪৫০ ল্যাপটপে ১৪ ইঞ্চি স্ক্রিন রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোর আই৫ ৫৩০০ইউ (Core i5 5300U)। আবার এরই সাথে আছে ২৫৬ জিবি স্টোরেজ, ইন্টেল এইচডি গ্রাফিক্স, অ্যান্টি গ্লেয়ার কোটিং ইত্যাদি বিকল্প।