Kawasaki Ninja 700 আসছে জনপ্রিয় Yamaha MT-07 সুপারবাইককে টেক্কা দিতে

kawasaki-ninja-700-rumoured-under-development-to-take-on-yamaha-mt-07

Kawasaki এর Ninja সিরিজের সুপারবাইকের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ডিজাইন ও পারফরম্যান্সের দৌলতে Ninja সিরিজের প্রত্যেকটি মডেলই বাইকারদের মন জয় করে নিয়েছে। এখন লেটেস্ট খবর হিসাবে উঠে আসছে Ninja সিরিজের নতুন আপকামিং মোটরসাইকেল Ninja 700 এর নাম। খবরের কেন্দ্রস্থল ‘সূর্যোদয়ের দেশ’ অর্থাৎ সুদূর জাপান।

রিপোর্ট অনুসারে কাওয়াসাকি, ব্র্যান্ড নিউ নিনজা ৭০০ সুপারবাইকের ওপর কাজ শুরু করেছে। নতুন বাইকটি নিনজা ৬৫০ এর জায়গা নেবে। সুতরাং ডিজাইনের নিরিখে দুটি মডেলের মধ্যে বেশ মিল থাকবে বলা যায়। আপতদৃষ্টিতে কাওয়াসাকি ৭০০ সিসি মোটরসাইকেল সেগমেন্টে ইয়ামাহা এমটি-০৭ এর মতো বাইকগুলিকে টেক্কা দিতেই আরও শক্তিশালী বাইক আনার প্রস্তুতি সারছে৷

এছাড়া ৬৫০ সিসি সেগমেন্টে কাওয়াসাকির দীর্ঘদিন ধরেই দাপট দেখাচ্ছে৷ সেক্ষেত্রে কোম্পানি ৭৫০ সিসি সেগমেন্টে নিশ্চয় আপগ্রেড করতে চাইবে৷

এই মুহূর্তে Ninja 700 বা Kawasaki ৭০০ সিসি-র বাইকটি যে নামেই আসুক না কেন, তার সম্পর্কে খুব একটা তথ্য আমাদের কাছে নেই। প্রোটোটাইপ রুপে হলেও নিনজা বাইকটি আগামী বছরেই আত্মপ্রকাশ করতে পারে। ভারতে নিনজা ৬৫০ এর মার্কেট রেসপন্স ভালই ছিল। তাই ভারতেও বাইকটির আগমন ঘটার কথা নিশ্চিতভাবে বলা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

টেকগাপে শুভ্রর প্রথম প্রযুক্তি বিষয়ক লেখায় হাতেখরি৷ স্নাতক স্তরের পড়াশোনার পাশাপাশি এখানেই চলতে থাকে শুভ্রর লেখালেখি৷ কলেজের অধ্যায় শেষ হওয়ার পর শুভ্র এখন টেকগাপের কনটেন্ট টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য৷