কম দামে Acer Aspire 3 ল্যাপটপ ভারতে লঞ্চ হল, রয়েছে এই বিশেষ Intel প্রসেসর

Acer Aspire 3 মডেলে - ভয়েস সাপোর্ট সহ স্টেরিও স্পিকার মাইক্রোসফ্ট কর্টানা এবং একটি এইচডি ওয়েবক্যাম রয়েছে

আজ অর্থাৎ ৩রা এপ্রিল টেক ব্র্যান্ড Acer ভারতের বাজারে Acer Aspire 3 নামের একটি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে। সংস্থার দাবি, এটি হল ভারতে আসা প্রথম ল্যাপটপ যাতে ইন্টেল কোর i3-N305 প্রসেসর আছে। এটি দুটি ডিসপ্লে সাইজ ভ্যারিয়েন্টের সাথে এসেছে, যথা – ১৪-ইঞ্চি এবং ১৫.৬-ইঞ্চি। উভয় বিকল্পেই সংস্থার নিজস্ব Acer BlueLightShield টেকনোলজি সমর্থন করে, যা ব্লু লাইট এক্সপোজারের মাত্রা কমাতে সক্ষম। এছাড়া এই ডিভাইসে – ৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি SSD স্টোরেজ, উন্নত থার্মাল সিস্টেম, এআই (AI) নয়েজ রিডাকশন অডিও সিস্টেম, এইচডি রেজোলিউশনের ওয়েবক্যামের মতো ফিচার বিদ্যমান থাকছে। আবার আলোচ্য মডেলটি ফুল চার্জে দীর্ঘ ১১ ঘন্টার ব্যাটারি লাইফ অফার করবে। চলুন সদ্য আগত Acer Aspire 3 ল্যাপটপের দাম, লভ্যতা এবং কনফিগারেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে এসার এস্পিয়ার ৩ ল্যাপটপের দাম ও লভ্যতা (Acer Aspire 3 laptop Price & Availability in india)

ভারতে এসার এস্পিয়ার ৩ ল্যাপটপের দাম শুরু হয়েছে ৩৯,৯৯৯ টাকা থেকে। এটিকে সিলভার কালারের একক ভ্যারিয়েন্টে – এসার এক্সক্লুসিভ স্টোর (Acer Exclusive Stores) এসার ই-স্টোর (Acer E-store), বিজয় সেলস (Vijay Sales) রিটেল স্টোর এবং ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) -এর মাধ্যমে কেনা যাবে।

এসার এস্পিয়ার ৩ ল্যাপটপের স্পেসিফিকেশন (Acer Aspire 3 laptop Specifications)

আগেই বলেছি, এসার এস্পিয়ার ৩ ল্যাপটপকে দুটি স্ক্রীন সাইজের সাথে নিয়ে আসা হয়েছে। একটি হল ১৪-ইঞ্চি এবং অন্য ভ্যারিয়েন্টটি ১৫.৬-ইঞ্চির। উভয় ডিসপ্লে ভ্যারিয়েন্টেই ফুল এইচডি রেজোলিউশন এবং সংস্থার নিজস্ব এসার ব্লুলাইট শিল্ড (Acer BlueLightShield) প্রযুক্তি সমর্থন করে, যা ব্লু লাইটের এক্সপোজারের মাত্রা কমাতে সক্ষম। ইন্টারনাল স্পেসিফিকেশনের কথা বললে, এই এসার ল্যাপটপে ইন্টেল কোর i3-N305 প্রসেসর রয়েছে। সংস্থার দাবি অনুসারে, এই প্রসেসরটি উন্নত ভিডিও কনফারেন্সিং এবং ‘ক্রিস্টাল ক্লিয়ার’ অডিও প্রদান করে। আবার ল্যাপটপটি ৮ জিবি LPDDR5 র‍্যাম এবং ২৫৬ জিবি SSD মেমরি সহ পাওয়া যাবে। আর এটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চলবে।

Aspire-সিরিজের এই নয়া ল্যাপটপটি পূর্বসূরিদের তুলনায় উন্নত থার্মাল সিস্টেমের সাথে লঞ্চ হয়েছে। এই নয়া কুলিং সিস্টেম বা ফিচার ফ্যানের পৃষ্ঠের ক্ষেত্রফল ৭৮% বৃদ্ধি করার কারণে অতিরিক্তভাবে ১৭% অধিক তাপ অপসারণ করে। যার জন্য দীর্ঘ সময় ধরে ব্যবহারের পরও ল্যাপটপটি ঠান্ডা থাকে। এছাড়া এতে এসার পিউরিফাইডভয়েস (Acer PurifiedVoice) এবং এআই (AI) নয়েজ রিডাকশন অডিও সিস্টেম সমর্থন করে, যা এনভায়রনমেন্টাল অ্যাম্বিয়েন্ট সাউন্ড কম্পোনেন্ট বিশ্লেষণ করতে এবং স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে কার্যকর নয়েজ ক্যান্সেলিং মোড নির্বাচন করতে সক্ষম।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, Acer Aspire 3 মডেলে – ভয়েস সাপোর্ট সহ স্টেরিও স্পিকার মাইক্রোসফ্ট কর্টানা এবং একটি এইচডি ওয়েবক্যাম রয়েছে। সংস্থাটি তাদের এই লেটেস্ট ল্যাপটপের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে দাবি করা হচ্ছে যে, এটি ফুল চার্জে দীর্ঘ ১১ ঘন্টার ব্যাটারি লাইফ অফার করবে। আর কানেক্টিভিটি অপশন হিসাবে ল্যাপটপে সামিল রয়েছে – দুটি ইউএসবি ৩.২ পোর্ট, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, এইচডিএমআই ২.১ পোর্ট, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এএক্স এবং ব্লুটুথ ভি৫.২৷

পরিশেষে, Acer Aspire 3 ল্যাপটপের ১৫.৫-ইঞ্চি ডিসপ্লে ভ্যারিয়েন্টের ওজন ১.৭ কেজি এবং এটি ১৮.৯ মিমি পুরু। আর ১৪-ইঞ্চি ডিসপ্লে সাইজ যুক্ত বিকল্পের ওজন ১.৫ কেজি এবং এটি ১৮.৯ মিমি পুরু।