i7 প্রসেসর সহ Acer Aspire 5 ল্যাপটপ ভারতে লঞ্চ হল, রয়েছে ব্যাকলিট কী বোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

ভারতের বাজারে Acer Aspire 5 ল্যাপটপের ইন্টেল কোর i5 প্রসেসর ভ্যারিয়েন্টের দাম ৭৮,৭৮৮ টাকা রাখা হয়েছে

সম্প্রতি Acer তাদের Aspire-লাইনআপের অধীনে ভারতের বাজারে একটি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে। Acer Aspire 5 নামের এই ল্যাপটপ ১৩তম প্রজন্মের ইন্টেল কোর i5 / i7 প্রসেসর এবং উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমের সাথে এসেছে। এছাড়া এতে ১৭০-ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল সহ ১৪-ইঞ্চির ডিসপ্লে প্যানেল, টাচপ্যাডে এম্বেডেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ৮ জিবি DDR4 র‌্যাম এবং ওয়াই-ফাই ৬ই সংযোগের সাপোর্ট পাওয়া যাবে। চলুন Acer Aspire 5 ল্যাপটপের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে Acer Aspire 5 -এর দাম ও লভ্যতা

ভারতের বাজারে এসার এস্পিয়ার ৫ ল্যাপটপের ইন্টেল কোর i5 প্রসেসর ভ্যারিয়েন্টের দাম ৭৮,৭৮৮ টাকা রাখা হয়েছে। আর ইন্টেল কোর i7 প্রসেসর বিকল্পের দাম থাকছে ৮৯,৯৯৫ টাকা। লভ্যতার কথা বললে, এটি এসার এক্সক্লুসিভ স্টোর (Acer Exclusive Stores), এসার ই-স্টোর (Acer E-store), ক্রোমা (Croma), বিজয় সেলস (Vijay Sales) এবং ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) থেকে কেনা যাবে।

Acer Aspire 5 -এর স্পেসিফিকেশন ও ফিচার

এসার এস্পিয়ার ৫ ল্যাপটপটি পারদ-মুক্ত ডিসপ্লে এবং মেটাল চ্যাসিস সহ অত্যন্ত পরিবেশ-বান্ধব ডিজাইনের সাথে এসেছে। এর সামনে ১৪-ইঞ্চির WUXGA ডিসপ্লে আছে, যা ১৭০-ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ব্যাকলিট কী-বোর্ড এবং টাচপ্যাড রয়েছে, যাতে নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

উন্নত পারফরম্যান্সের জন্য নয়া Acer Aspire 5 ল্যাপটপে লেটেস্ট ১৩তম প্রজন্মের ইন্টেল কোর i5/i7 প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ২০৫০ জিপিউইউ ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি এনভিডিয়া অপ্টিমাস প্রযুক্তির সমর্থন সহ এসেছে, যা ব্যাটারি লাইফ বজায় রেখে পারফরম্যান্সকে অপ্টিমাইজ করে। এছাড়া এতে ৮ জিবি DDR4 র‌্যাম এবং ৫১২ জিবি NVMe SSD স্টোরেজ পাওয়া যাবে। উক্ত ল্যাপটপটি উইন্ডোজ ১১ হোম ওএস দ্বারা চালিত।

কানেক্টিভিটির জন্য আলোচ্য এসার ব্র্যান্ডিংয়ের এই ল্যাপটপে – ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ, তিনটি ইউএসবি টাইপ-এ পোর্ট, ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। এটি এমইউ-মিমো (MU-MIMO) প্রযুক্তির সমর্থন অফার করে। Acer Aspire 5 ল্যাপটপে ৬৫ ওয়াট চার্জিং সমর্থিত ৫০Whr ক্যাপাসিটির ব্যাটারি আছে। এর ওজন ১.৫৭ কেজি।