Categories: Laptop

Acer TravelLite: সস্তায় ল্যাপটপ লঞ্চ করল এসার, মিলবে 1TB স্টোরেজ ও 64GB পর্যন্ত র‍্যাম

Acer TravelLite ল্যাপটপটি আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে লঞ্চ হয়েছে। ৩৫,০০০ টাকারও কম দামের এই নতুন সাশ্রয়ী মূল্যের এসার ল্যাপটপটি মূলত ব্যবসায়িক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে। এটি বহনযোগ্যতার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে, যা সবসময় ভ্রমণ করতে হয় এমন ইউজারদের জন্য আদর্শ। বহনযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের হওয়া সত্ত্বেও, Acer TravelLite বলিষ্ঠ এবং উৎকৃষ্ট মানের একাধিক স্পেসিফিকেশনের সাথে এসেছে। এতে মিলবে বড় ১৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, Intel Core i5 প্রসেসর, ৪৯ ওয়াট আওয়ার পর্যন্ত ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং স্পিল-রেজিস্ট্যান্ট ব্যাকলিট কীবোর্ড। চলুন এদেশে আগত নতুন এসার ল্যাপটপটির সকল স্পেসিফিকেশন এবং দাম সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Acer TravelLite দাম, স্পেসিফিকেশন এবং ফিচার

এসার ট্র্যাভেললাইট ল্যাপটপটির প্রারম্ভিক মূল্য ৩৪,৫৫০ টাকা। এটি ব্র্যান্ডের ই-স্টোরে কেনার জন্য উপলব্ধ রয়েছে। এবার আসা যাক স্পেসিফিকেশনের প্রসঙ্গে। এসার ট্র্যাভেললাইট হল একটি স্লিম এবং লাইট ওয়েট ল্যাপটপ, এটির ওজন মাত্র ১.৩৪ কেজি। এটি এর অ্যালুমিনিয়াম বডির সাথে যথেষ্ট টেকসই এবং MIL-STD 810H মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফায়েড। ল্যাপটপটিতে ১৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি রেজোলিউশন সাপোর্ট করে। প্রতিফলন কমানোর জন্য এতে একটি অ্যান্টি গ্লেয়ার কোটিং রয়েছে।

এসার ট্র্যাভেললাইট ল্যাপটপে স্পিল-রেজিস্ট্যান্ট ব্যাকলিট কীবোর্ড রয়েছে। ট্র্যাকপ্যাডে একটি অপশনাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও বিদ্যমান। ল্যাপটপটিতে একটি বিল্ট-ইন প্রাইভেসি শাটার সহ একটি ফুলএইচডি ওয়েবক্যাম রয়েছে। এটি নিরাপত্তার জন্য টিপিএম ২.০ (TPM 2.0) এবং একটি কেনসিংটন লক স্লটের সাথে এসেছে।

পারফরম্যান্সের জন্য, Acer TravelLite ১২ তম প্রজন্মের Intel Core i5 প্রসেসরে চলে, যা ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্সের সাথে যুক্ত। এই ল্যাপটপটি ৬৪ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ অফার করে। এটি দুটি ব্যাটারি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – একটিতে ৩৬ ওয়াটআওয়ারের ৩-সেল লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে এবং অপরটি অপশনাল ৪৯ ওয়াটআওয়ারের ৪-সেল লিথিয়াম-আয়ন ব্যাটারি সহ এসেছে। চার্জিংয়ের ক্ষেত্রে ক্রেতারা ৪৫ ওয়াট এবং ৬৫ ওয়াট অ্যাডাপ্টারের মধ্যে থেকে বেছে নেওয়ার বিকল্প পাবেন। Acer TravelLite উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলে। এছাড়া, এই ডিভাইসটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ওয়াই-ফাই 6, ব্লুটুথ ৫.২, ইউএসবি ৩.২ টাইপ-এ পোর্ট এবং ইউএসবি ৩.২ টাইপ-সি পোর্ট।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

22 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

28 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

37 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

48 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago