Categories: Laptop

অবশেষে অপেক্ষার অবসান, Asus এই মাসেই তাদের প্রথম AI ল্যাপটপ আনার ঘোষণা করল

Qualcomm Snapdragon X সিরিজের প্রসেসর যুক্ত Microsoft Surface Pro 10 এবং Surface Laptop 6 নামে দুটি নতুন ল্যাপটপ আগামী ২০ মে বাজারে লঞ্চ হতে চলেছে। কিছুদিন ধরেই এগুলির সম্পর্কে নানা তথ্য সামনে আসছে। কিন্তু দেখা যাচ্ছে যে মাইক্রোসফ্টই একমাত্র কোম্পানি নয় যারা নতুন Snapdragon X সিরিজের চিপ দ্বারা চালিত উইন্ডোজ অন আর্ম মেশিন বাজারে আনছে। আসুস (Asus) এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, তারাও ঐদিন ভার্চুয়াল লঞ্চ ইভেন্টে যোগদান করবে নতুন Qualcomm Snapdragon X সিরিজের প্রসেসর চালিত ল্যাপটপ উন্মোচনের জন্য।

Asus Snapdragon X Elite-চালিত ল্যাপটপ চালু করতে চলেছে চলতি মাসেই

আসুস ঘোষণা করেছে যে, তারা ২০ মে, সকাল ১১:০০ টায় (প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম) আয়োজিত ভার্চুয়াল লঞ্চ ইভেন্টে যোগ দেবে। এই ইভেন্টটি কোয়ালকম, মাইক্রোসফ্ট এবং আসুসের যৌথ প্রয়াসের ফসল। তবে লেনোভো (Lenovo) মতো অন্যান্য নির্মাতারাও উইন্ডোজ অন আর্ম প্ল্যাটফর্মে তাদের অবদানের সাথে ইভেন্টে অংশগ্রহণ করতে পারে।

আসন্ন লঞ্চ ইভেন্টের জন্য আসুসের ট্যাগলাইন হল “নেক্সট লেভেলে, এআই ইনক্রেডিবল।” কোম্পানিটি তাদের নতুন উইন্ডোজ অন আর্ম মেশিনের সাথে উন্নত পারফরম্যান্সের পাশাপাশি উদ্ভাবনী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-নির্ভর ফাংশনের ওপর মনোনিবেশ করেছে। কোম্পানির মতে, এটি হবে একটি ‘আল্ট্রাপোর্টেবল’ প্রিমিয়াম ল্যাপটপ।

ভার্চুয়াল লঞ্চ ইভেন্টের সময়, আসুসের সাথে কোয়ালকম এবং মাইক্রোসফ্টের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থার বিশিষ্ট বক্তারা থাকবেন, যারা সম্ভবত উইন্ডোজ অন আর্ম প্ল্যাটফর্মের সুবিধা এবং পিসিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অন্তর্ভুক্তির ওপর ফোকাস করবেন। ইভেন্টটি আর্ম-বেসড প্ল্যাটফর্মকে পুনরুজ্জীবিত করার জন্য কোম্পানিগুলির সহযোগিতামূলক প্রচেষ্টার দিকটিও তুলে ধরবে।

জানিয়ে রাখি, কোয়ালকমের দুটি নতুন আর্ম-ভিত্তিক প্রসেসর রয়েছে – Snapdragon X Elite এবং সামান্য সাশ্রয়ী Snapdragon X Plus। এলিট চিপ ১২টি Qualcomm Oryon সিপিইউ কোর দ্বারা সজ্জিত এবং X Plus এগুলির মধ্যে ১০টি অফার করে। পরেরটি সামান্য কম ক্লক স্পিডে চলে। এখন পর্যন্ত যে বেঞ্চমার্ক তালিকাগুলি সামনে এসেছে এবং কোয়ালকম থেকে যেগুলি প্রকাশ করা হয়েছে তার ওপর ভিত্তি করে বলে যায়, পারফরম্যান্স এবং পাওয়ার এফিসিয়েন্সি উভয়ই যথেষ্ট আশাব্যঞ্জক হতে চলেছে।

তবে, কীভাবে (কোন সেটআপে) পরীক্ষাগুলি সম্পাদিত হয়েছিল সে সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি এবং এমন রিপোর্টও সামনে এসেছে, যা ইঙ্গিত করে যে কোম্পানির দেখানো কিছু ক্ষমতা বিভ্রান্তিকর হতে পারে। তবে, নতুন চিপগুলি বাস্তব জীবনে কীভাবে কাজ করে তা খুব শীঘ্রই দেখতে পাওয়া যাবে, কারণ ল্যাপটপ নির্মাতারা তাদের ডিভাইসগুলিতে এটি ব্যবহার করতে চলেছে ৷

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

23 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

30 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

39 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

50 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago