Laptops: পাবেন তুফানি পারফরম্যান্স! এই 4 সেরা গেমিং ল্যাপটপ হবে আপনার প্রথম পছন্দ

গেমারদের জন্য সেরা ৪টি গেমিং ল্যাপটপের দেখে নিন

আপনি কি একজন গেমার? ভালো একটি গেমিং ল্যাপটপ খোঁজ করছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আজ আমরা আপনাকে এমন ৪টি ল্যাপটপের খোঁজ দেব যেগুলি গেমিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত তথা স্মুথ পারফরম্যান্স অফার করবে। সর্বোপরি, প্রতিবেদনে উল্লেখিত প্রত্যেকটি মডেলই এনভিডিয়া আরটিএক্স ৩০৫০ / ৩০৬০ জিপিইউ এবং ৫১২ জিবি স্টোরেজ সাপোর্ট করে। ফলে ল্যাগিং ইস্যু ছাড়াই যেকোনো ভারী গেম অনায়াসে খেলা যাবে। চলুন তালিকাটি দেখে নেওয়া যাক …

৪টি সেরা গেমিং ল্যাপটপের তালিকা

Acer Nitro 5 :

এসার নিট্রো ৫ ল্যাপটপে রয়েছে ১৫.৬-ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে প্যানেল, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ১২তম প্রজন্মের ইন্টেল কোর i5-12500H প্রসেসর এবং এনভিডিয়া আরটিএক্স ৩০৫০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। যদিও এই ডিভাইসকে এনভিডিয়া আরটিএক্স ৩০৫০টিআই জিপিইউ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এই ল্যাপটপে লেটেস্ট উইন্ডোজ ১১ হোম প্রি-লোডেড থাকছে। এতে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ মিলবে। আবার একটানা গেম খেললেও যাতে এটি অতিরিক্ত গরম না হয়ে যায়, তার জন্য ভালো কুলিং সিস্টেমও বিদ্যমান থাকছে। এছাড়া কোয়াড এক্সহস্ট ডিজাইন সহ ব্যাকলিট আরজিবি কী-বোর্ড পাওয়া যাবে। এই ল্যাপটপটিকে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ৭৯,৯৯৯ টাকায় কেনা যাবে।

MSI Katana GF66 :

এমএসআই কাটানা জিএফ৬৬ ল্যাপটপটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ১৫.৬-ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে প্যানেল সহ এসেছে। উন্নত পারফরম্যান্স ও মাল্টিটাস্কিং করার জন্য এতে এনভিডিয়া আরটিএক্স ৩০৬০ জিপিইউ সহ ১২তম প্রজন্মের ইন্টেল কোর i7-12450H প্রসেসর রয়েছে। তদুপরি, ডিভাইটি লেটেস্ট উইন্ডেজ ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে এতে ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল মেমরি মিলবে। আলোচ্য ল্যাপটপকে ৮৪,৯৯০ টাকায় লঞ্চ করা হয়েছিল।

Asus TUF Gaming A15 :

আসুস ব্র্যান্ডিংয়ের এই গেমিং ল্যাপটপটি একাধিক ভ্যারিয়েন্টে উপলব্ধ। কিন্তু আমরা আলোচনা করবো এনভিডিয়া আরটিএক্স ৩০৬০ জিপিইউ ভার্সন সহ আসা একটি মডেলটির প্রসঙ্গে। আসুস টিইউএফ গেমিং এ১৫ নামের আলোচ্য ল্যাপটপে ১৫.৬-ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে আছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে রান করে। স্টোরেজের ক্ষেত্রে এই ল্যাপটপে ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি মেমরি পাওয়া যাবে। আর প্রসেসর হিসাবে ডিভাইসটিতে এএমডি রাইজেন ৯ ৫৯০০এইচএক্স (AMD Ryzen 9 5900HX) ব্যবহার করা হয়েছে। এটিকে আরজিবি ব্যাকলিট কী-বোর্ডের সাথে লঞ্চ করা হয়েছে। দামের কথা বললে, আসুসের এই গেমিং ল্যাপটপটির দাম ৯৭,৯০০ টাকা।

Dell G15-5515 :

ডেলের এই ল্যাপটপ এএমডি রাইজেন ৭ ৫৮০০এইচ (AMD Ryzen 7 5800H) প্রসেসর এবং এনভিডিয়া আরটিএক্স ৩০৬০ জিপিইউ সহ এসেছে। এই গেমিং ল্যাপটপে ১৫.৬-ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ। ডেলের অন্যান্য গেমিং ল্যাপটপের মতো এতেও ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি ইনবিল্ট স্টোরেজ উপলব্ধ। আর এটি সংস্থার একমাত্র ল্যাপটপ যা মাইক্রোসফ্ট অফিস সাপোর্ট অফার করে। ডেল জি১৫-৫৫১৫ ল্যাপটপের দাম ১ লাখ টাকার সামান্য বেশি অর্থাৎ ১,০২,৯৯০ টাকা।