Snapdragon প্রসেসরসহ লঞ্চ হল Dell Inspiron 14 ল্যাপটপ, এক চার্জে চলবে ১৬ ঘন্টা অবধি

মাসের মধ্যভাগে পৌঁছে নিজের Inspiron 14 ল্যাপটপের একটি আপডেটেড ভার্সন লঞ্চ করল জনপ্রিয় কম্পিউটার নির্মাতা সংস্থা Dell। এই নতুন ল্যাপটপের দাম আর পাঁচটা সাধারণ মডেলের সমতুল্যই, মানে এটি কিনতে বেশি খরচ করতে হবেনা। তবে উল্লেখযোগ্য বিষয় হল, Dell, তার এই নতুন সিস্টেমে Intel প্রসেসরের বদলে Snapdragon চিপসেট ব্যবহার করেছে, যা ARM আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি। অর্থাৎ নতুন Dell Inspiron 14, ARM ভিত্তিক প্রথম Windows ল্যাপটপ যাতে স্মার্টফোন এবং ট্যাবলেট ডিভাইসে ব্যবহৃত প্রসেসর রয়েছে। কিন্তু শুধু এটিই নয়, ল্যাপটপটিতে ১৬ ঘন্টার ব্যাটারি লাইফ, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং, ডুয়াল ডিজিটাল মাইক্রোফোনের মত আরও অনেক কাজের ফিচারও মিলবে। আসুন সদ্য লঞ্চ হওয়া Dell Inspiron 14-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন, দাম এবং উপলভ্যতা সংক্রান্ত তথ্য এক নজরে দেখে নিই।

Dell Inspiron 14 ল্যাপটপের স্পেসিফিকেশন

ব্র্যান্ড নিউ ডেল ইন্সপিরন ১৪ স্ন্যাপড্রাগন এডিশনে আছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ১৪ ইঞ্চি ফুল-এইচডি ডিসপ্লে। এছাড়াও এই ল্যাপটপে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮সিএক্স জেন ৩ কম্পিউট প্রসেসর। অন্যদিকে এটি ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি এসএসডি (SSD) স্টোরেজ অফার করবে। এক্ষেত্রে এটিতে কোয়ালকম এআই (AI) ইঞ্জিন থাকায়, ওয়েবক্যাম ব্যবহার করার সময় সামগ্রিক অডিও এবং ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স আরও ভাল হবে বলে জানা গিয়েছে। আবার কোম্পানি দাবি করেছে যে ইউজাররা এই ল্যাপটপে ১৬ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাবে; যদিও ব্যাটারি লাইফ নির্ভর করবে এর ইউসেজের উপর। উল্লেখ্য, এই লেটেস্ট ল্যাপটপে ফ্যান দেওয়া হয়নি, বদলে ডেল বলেছে যে নতুন স্ন্যাপড্রাগন চিপসেট থাকায় এটি কম ব্যাটারি খরচ করবে এবং বেশি তাপ উৎপন্ন করবেনা (মানে গরম হবেনা)। এক্ষেত্রে ল্যাপটপটি উইন্ডোজ ১১ (Windows 11) সফ্টওয়্যারের সাহায্যে চলবে।

অন্যান্য ফিচারের কথা বললে, নতুন ডেল ইন্সপিরন ১৪-তে ডুয়াল ডিজিটাল মাইক্রোফোনসহ ১০৮০পি ওয়েবক্যাম বিদ্যমান। এছাড়াও এই ল্যাপটপে কোয়ালকম অ্যাকোস্টিক (Qualcomm Aqstic) অডিও প্রযুক্তিসহ দুটি স্পিকার রয়েছে। সাথে কানেক্টিভিটির জন্য রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট, টাইপ-এ পোর্ট, হেডফোন জ্যাক, ট্রাই-ব্যান্ড ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং মাইক্রোএসডি কার্ড রিডার সাপোর্ট। এটি চার্জ হতে বেশি সময় নেবেনা, কারণ এর সাথে ৬৫ ওয়াট চার্জার মিলবে।

Dell Inspiron 14 ল্যাপটপের দাম, লভ্যতা

বর্তমানে নতুন ডেল ইন্সপিরন ল্যাপটপ মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০০ ডলারে (ভারতীয় মূল্যে প্রায় ৪১,৩৭০ টাকা) লঞ্চ হয়েছে। তবে ভারতে এই স্ন্যাপড্রাগন ল্যাপটপ কবে থেকে পাওয়া যাবে বা আদৌ এখানে এটি লঞ্চ হবে কিনা, সেই বিষয়ে কোনো স্পষ্ট তথ্য নেই।