12th Gen Intel প্রসেসর সহ ভারতে লঞ্চ হল Honor MagicBook X14 (2023) ও X16 (2023) ল্যাপটপ

Honor তাদের MagicBook সিরিজের অধীনে দুটি নতুন ল্যাপটপ ভারতে লঞ্চ করল। নবাগত দুটি মডেল Honor MagicBook X14 (2023) এবং Honor MagicBook X16 (2023) নামে এদেশে…

Honor তাদের MagicBook সিরিজের অধীনে দুটি নতুন ল্যাপটপ ভারতে লঞ্চ করল। নবাগত দুটি মডেল Honor MagicBook X14 (2023) এবং Honor MagicBook X16 (2023) নামে এদেশে এসেছে। উভয় ল্যাপটপই দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট অফার করে এবং এগুলির বডি অ্যালুমিনিয়াম মেটাল দ্বারা নির্মিত। নয়া ডিভাইস-দ্বয় ১২তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর দ্বারা চালিত। এক্ষেত্রে জানিয়ে রাখি, গত জানুয়ারী মাসে আগত রিফ্রেশড MagicBook X14 মডেলটিকে ১১তম প্রজন্মের ইন্টেল প্রসেসর সহ ঘোষণা করা হয়েছিল। যাইহোক, অন্যান্য ফিচারের কথা বললে, ব্র্যান্ডটি তাদের এই নয়া ল্যাপটপ গুলিকে ১৪-ইঞ্চি / ১৬-ইঞ্চির FHD ডিসপ্লে প্যানেল, ৫১২ জিবি SSD স্টোরেজ, ব্যাকলিট কী-বোর্ড, ৬০Whr ক্যাপাসিটির ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ওয়েবক্যামের সাথে নিয়ে এসেছে৷ চলুন Honor MagicBook X14 (2023) এবং X16 (2023) ল্যাপটপের দাম, লভ্যতা, সেল অফার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে Honor MagicBook X14 (2023) ও MagicBook X16 (2023) ল্যাপটপের দাম এবং লভ্যতা

ভারতীয় বাজারে অনর মাজিকবুক এক্স১৪ (২০২৩) এবং ম্যাজিকবুক এক্স১৬ (২০২৩) উভয় মডেলকেই দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ লঞ্চ করা হয়েছে। এক্ষেত্রে প্রথম মডেলটির দাম ৪৮,৯৯০ টাকা থেকে শুরু হচ্ছে। আর তুলনায় বড় স্ক্রিনের সাথে আসা দ্বিতীয় ল্যাপটপের প্রারম্ভিক মূল্য ৫০,৯৯০ টাকা রাখা হয়েছে৷ নীচের আলোচ্য ল্যাপটপ দুটির চারটি স্টোরেজ কনফিগারেশনের দাম দেওয়া হল –

Honor, Honor Magicbook X14 2023, Honor Magicbook X14 2023 Processor, Honor Magicbook X14 2023 Sale, Honor Magicbook X16 2023, Honor Magicbook X16 2023 Price

প্রাপ্যতার কথা বললে, ম্যাজিকবুক এক্স-সিরিজের নয়া ল্যাপটপ দুটি ইতিমধ্যেই ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) থেকে কেনা যাচ্ছে। আর প্রথম সেলের অংশ হিসাবে, ক্রেতারা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ফ্লাট ২,৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।

Honor MagicBook X14 (2023) ও MagicBook X16 (2023) ল্যাপটপের স্পেসিফিকেশন

অনর মাজিকবুক এক্স১৪ (২০২৩) ল্যাপটপে রয়েছে ৮৮% স্ক্রিন-টু-বডি রেশিও যুক্ত ১৪-ইঞ্চির ফুল এইচডি IPS ডিসপ্লে প্যানেল। এটি ১৬.৫ মিমি পুরু এবং ওজনে ১.৪৩ কেজি। অন্যদিকে, ম্যাজিকবুক এক্স১৬ (২০২৩) মডেলটি এসেছে ১৬-ইঞ্চির ফুল এইচডি IPS ডিসপ্লে সহ, যা ৮৯% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। এটি ১৭.৯ মিমি পুরু এবং ওজনে প্রায় ১.৭৫ কেজি। উভয় মডেলই ১৬:১০ এসপেক্ট রেশিও এবং ৩০০ নিট পিক ব্রাইটনেস অফার করে।

অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, অনরের উভয় ল্যাপটপেই ১২তম প্রজন্মের ইন্টেল কোর i5-12450H প্রসেসর থাকছে। দুটি ডিভাইসই ৮ জিবি / ১৬ জিবি LPDDR4X র‌্যাম এবং ৫১২ জিবি SSD স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য নতুন ম্যাজিকবুক সিরিজে রয়েছে ৬০Whr ক্যাপাসিটির ব্যাটারি। এই ব্যাটারি ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে এবং ডিভাইসকে ৯ ঘন্টা পর্যন্ত সক্রিয় রাখতে সক্ষম।

নবাগত Honor MagicBook X14 (2023) এবং MagicBook X16 (2023) ল্যাপটপ অ্যালুমিনিয়াম মেটাল বডি এবং ব্যাকলিট কী-বোর্ড সহ এসেছে৷ যার মধ্যে ম্যাজিকবুক এক্স১৬ মডেলে ডেডিকেটেড নামপ্যাড দেওয়া হয়েছে। অন্যান্য ফিচারের কথা বললে, উভয় মডেলেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি ওয়েবক্যাম, ২টি ইউএসবি টাইপ-এ পোর্ট, ১টি এইচডিএমআই পোর্ট এবং ১টি ইউএসবি টাইপ-সি পোর্ট মিলবে৷