Categories: Laptop

HP ল্যাপটপ ও প্রিন্টার কিনলে 10 হাজার টাকা ছাড় সহ বিনামূল্যে 18 হাজার টাকার স্মার্টওয়াচ, এখান থেকে অর্ডার করুন

HP তাদের বিভিন্ন লাইনআপের ল্যাপটপ, অ্যাক্সেসরিজ, প্রিন্টারের সাথে ভারী ছাড় এবং আকর্ষণীয় অফার দেওয়ার কথা ঘোষণা করেছে। এক্ষেত্রে আপনারা – Omen, Victus, Pavilion এবং Envy সিরিজের ১৩তম প্রজন্মের ইন্টেল প্রসেসর চালিত একাধিক ল্যাপটপ তুলনায় অনেকটাই সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন। একই সাথে, HyperX হেডফোন, গেমিং হেডসেট, মাইক্রোফোন এবং কী-বোর্ড -এর মতো অ্যাক্সেসরিজগুলির সাথেও বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে HP। আগ্রহীরা – HP World স্টোর, HP অনলাইন স্টোরে এবং সংস্থা দ্বারা অনুমোদিত অফলাইন পার্টনার রিটেল স্টোরের মাধ্যমে উল্লেখিত প্রত্যেকটি ডিভাইসের সাথে উপলব্ধ অফারের লাভ ওঠাতে পারবেন।

HP-র ল্যাপটপ সহ বিভিন্ন প্রোডাক্টে পাওয়া যাবে অফার

HP Omen সিরিজে (Omen 16, Omen Transcend 16 এবং Omen 17) অফার:

  • নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহারের ক্ষেত্রে পাওয়া যাবে ফ্লাট ১০,০০০ টাকার ক্যাশব্যাক।
  • Omen সিরিজের ল্যাপটপ কিনলে ৭,৫২৭ টাকা মূল্যের HyperX Solocast ইউএসবি মাইক্রোফোন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
  • পুরোনো ল্যাপটপ পরিবর্তন করে নতুন Omen সিরিজের ল্যাপটপ কিনলে ১৪,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস হস্তগত করা যাবে।

HP Victus 15 এবং Victus 16 ল্যাপটপে অফার

  • নির্বাচিত ব্যাঙ্কের কার্ডহোল্ডাররা ফ্লাট ৪,০০০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন।
  • Victus সিরিজের ল্যাপটপের সাথে বান্ডিল হিসাবে HyperX Solocast ইউএসবি মাইক্রোফোন কিনে নেওয়া যাবে মাত্র ১,৯৯৯ টাকা খরচ করে। এর আসল দাম ৭,৫২৭ টাকা।
  • পুরোনো ল্যাপটপ আপগ্রেড করে Victus সিরিজের ল্যাপটপ কিনলে এক্সচেঞ্জ ভ্যালু হিসাবে সর্বাধিক ৬,০০০ টাকা দেওয়া হবে।
  • ৯৫০ টাকা মূল্যের মাউস বিনামূল্যে অফার করা হবে।

OMEN Playground Store -এ উপলব্ধ বিশেষ গেমিং অফার:

  • যেকোন Omen অথবা Victus ডিভাইস ক্রয় করলে মাত্র ৪৯৯ টাকা ও ৯৯৯ টাকা খরচ করে একটি ব্র্যান্ড-নিউ HyperX হেডসেট বাড়ি নিয়ে আসতে পারবেন আপনারা। জানিয়ে রাখি উক্ত অডিও মডেলের আসল দাম ৪,০০০ টাকা।

HP Envy x360 15 এবং 13 ল্যাপটপে অফার

  • নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ফ্লাট ১০,০০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে।
  • Envy সিরিজের ল্যাপটপ ক্রেতারা, ৭,৫২৭ টাকা দামের HyperX Solocast ইউএসবি মাইক্রোফোন মাত্র ৯৯৯ টাকায় কিনে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
  • ১০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা দিচ্ছে এইচপি।

HP Pavilion 14, 15 এবং Pavilion Plus নোটবুকে অফার

  • নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ফ্লাট ৪,০০০ টাকার ক্যাশব্যাক মিলবে।
  • ৯৫০ টাকা মূল্যের এইচপি ওয়্যারলেস মাউস নিখরচায় পকেটস্থ করা যাবে।
  • এইচপি সুইচ অফারের অধীনে পুরোনো ল্যাপটপ বদল করে Pavilion-সিরিজের ল্যাপটপ কিনলে ৬,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে৷

HP 14/15 অফার

  • নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের সাথে ৪,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার করা হবে।
  • ৯৫০ টাকার এইচপি ওয়্যারলেস মাউস বিনামূল্যের পাওয়া যাবে।

HP Spectre 14 ও Spectre 16 অফার

  • নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ফ্লাট ১০,০০০ টাকার ক্যাশব্যাক দেওয়া হবে।
  • Specter-সিরিজের ল্যাপটপ কিনলে ৭,৫২৭ টাকা মূল্যের HyperX Solocast ইউএসবি মাইক্রোফোন বিনামূল্যে পেয়ে যাবেন আপনারা।
  • ১০,০০০ টাকা পর্যন্ত এইচপি সুইচ বা এক্সচেঞ্জ অফারের লাভ ওঠানো যাবে।

Adobe Creative Cloud অফার

  • Omen, Envy, Pavilion Aero, বা Pavilion Plus ল্যাপটপ ক্রেতারা মাত্র ১,৪৯৯ টাকা খরচ করে Adobe Creative Cloud সফ্টওয়্যারের অ্যাক্সেস পেয়ে যাবেন। সাধারণ সময়ে এই সফ্টওয়্যার কিনলে আপনাদের ২০,০০০ টাকা খসাতে হবে।

HyperX accessories অফার

  • ৪,৭৯৭ টাকা মূল্যের HyperX Cloud Stinger 2 Core headset মাত্র ২,৫৯০ টাকায় কিনুন।
  • গেমিং হেডসেটের সাথে অবিশ্বাস্য ৫৯% পর্যন্ত ছাড় মিলবে।
  • HyperX SoloCast হেডসেট এখন ৭,২৯০ টাকার পরিবর্তে কেবল ৩,৯৯০ টাকায় উপলব্ধ।
  • যাবতীয় মাইক্রোফোন ডিভাইসের সাথে ৪৫% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
  • HyperX Alloy Origins keyboards -র সাথে ৫৮% পর্যন্ত ছাড় পেয়ে যাবেন আপনারা৷

HP Smart Tank printers অফার

  • HP Smart Tank printers কিনলে সাথে ১৮,৯৯৯ টাকা মূল্যের একটি Fire-Boltt Supernova স্মার্টওয়াচ বিনামূল্যে দেওয়া হবে।
  • শীর্ষস্থানীয় ব্যাঙ্কের কার্ড ব্যবস্থার করে HP Smart Tank এবং Ink Tank printers কিনলে ১০% বা ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে।
  • শীর্ষস্থানীয় ব্যাঙ্কের কার্ডহোল্ডাররা নির্বাচিত HP Smart Tank printers -এর সাথে ১০% বা ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
  • HP Smart Tank / Ink Tank printers মডেলগুলিকে মাসিক ৮৯৯ টাকার প্রাথমিক ইএমআই বিকল্পের সাথে কেনা যাবে।
Subheccha Das Poddar

Share
Published by
Subheccha Das Poddar

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

16 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

24 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

53 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago