HP Chromebook 15.6: মাত্র 23999 টাকায় ভারতে নতুন ল্যাপটপ লঞ্চ করল এইচপি

HP Chromebook 15.6 ল্যাপটপকে মাত্র ২৮,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে।

HP আজ ভারতে একটি নতুন Chromebook ল্যাপটপ লঞ্চ করলো। HP Chromebook 15.6 নামের ল্যাপটপটি মূলত স্কুল এবং কলেজ পড়ুয়াদের জন্য নিয়ে আসা হয়েছে, যা হাইব্রিড কাজের চাহিদা মেটানোর জন্য আদর্শ বলে মন্তব্য করেছে সংস্থাটি। বিশেষত্বের কথা বললে, HP -এর নিয়ে আসা এই নতুন Chromebook ১৫.৬-ইঞ্চির বড় ডিসপ্লে প্যানেল, ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটি এবং সর্বোচ্চ ১১.৫ ঘন্টার ব্যাটারি লাইফ অফার করে৷ এছাড়া ডিভাইসটি Intel Celeron N4500 প্রসেসর দ্বারা চালিত এবং পুনর্ব্যবহৃত প্লাস্টিক বডি সহ এসেছে। সর্বোপরি এই ল্যাপটপের দাম ২৯,৯৯৯ টাকারও কম রাখা হয়েছে। চলুন নয়া HP Chromebook 15.6 ল্যাপটপের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক…

ভারতে HP Chromebook 15.6 ল্যাপটপের দাম ও লভ্যতা

ভারতে এইচপি ক্রোমবুক ১৫.৬ ল্যাপটপকে মাত্র ২৮,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। এটি দুটি কালার বিকল্পে উপলব্ধ, যথা – ফরেস্ট টিল এবং মিনারেল সিলভার।

HP Chromebook 15.6 এর স্পেসিফিকেশন

প্রথমেই আসি ডিজাইনের প্রসঙ্গে। এইচপি ক্রোমবুক ১৫.৬ ল্যাপটপকে ‘ক্লিন অ্যান্ড নিট’ ডিজাইনের সাথে নিয়ে আসা হয়েছে। ইউজাররা এতে পূর্বসূরির তুলনায় ২৭% বড় টাচপ্যাড পেয়ে যাবেন। আবার এই নয়া ক্রোমবুককে ওশান বাউন্ড প্লাস্টিক এবং পোস্ট-কনজিউম রিসাইকেল্ড প্লাস্টিক বডি সহ নিয়ে এসেছে।

স্পেসিফিকেশনের কথা বললে, এই নতুন এইচপি ক্রোমবুকে মাইক্রো-এজ বেজেল পরিবেষ্টিত ১৫.৬-ইঞ্চির ইমারসিভ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ২৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এই ডিসপ্লের উপরিভাগে রয়েছে একটি ওয়াইড-ভিশন এইচডি রেজোলিউশনের ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কলিংয়ের সুবিধা দেয়। আবার অডিও বিভাগের কথা বললে, ডিভাইসটি উন্নত স্পিকার এনক্লোজার ডিজাইনের সাথে বড় ডুয়েল স্পিকার সিস্টেম সহ এসেছে।

পারফরম্যান্সের জন্য HP Chromebook 15.6 ল্যাপটপে ইন্টেল সেলেরন এন৪৫০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং গুগল ক্লাসরুম অ্যাপ হ্যান্ডস-ফ্রি মোডে অ্যাক্সেস করা সম্ভব। পাশাপাশি ডিভাইসটি মাইক্রোসফ্ট অফিস ৩৬৫ সফ্টওয়্যারের সাথেও সামঞ্জস্যপূর্ণ। তদুপরি ফাইল এবং ছবি দ্রুত ট্রান্সফার করার সুবিধার্থে, এই ল্যাপটপে এইচপি কুইকড্রপ (HP QuickDrop) ফিচার অন্তর্ভুক্ত রয়েছে। যা অনেকটা অ্যান্ড্রয়েড ফোনের নেয়ারবাইশেয়ার (NearbyShare) বৈশিষ্ট্যের অনুরূপ কাজ করে। পরিশেষে ফাস্ট কানেক্টিভিটির জন্য, HP Chromebook 15.6 ল্যাপটপ ওয়াই-ফাই ৬ সমর্থন সহ এসেছে।