AI ফিচার সহ EliteBook ও OmniBook সিরিজের চমৎকার ল্যাপটপ আনল HP, একটানা চলবে ২৬ ঘন্টা

নতুন এইচপি ল্যাপটপ দুটিতে ১৪ ইঞ্চি ২.২কে ডিসপ্লে, ফুল সাইজের ব্যাকলিট কীবোর্ড এবং উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম আছে। বিজনেস গ্রেড এলিটবুক আল্ট্রা মডেলে এইচপি শিওর সেন্স এবং মাইক্রোসফট প্লুটোন সিকিউরিটিও উপস্থিত।

Hp Elitebook Ultra And Omnibook X Copilot Plus Ai Laptop Launched In India Price Specification Details

এইচপি আজ এআই বৈশিষ্ট্যযুক্ত দুটি নতুন কোপাইলট + পিসি লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে এইচপি এলিটবুক আল্ট্রা এবং এইচপি অমনিবুক এক্স মডেলের ল্যাপটপ। উভয় ল্যাপটপ স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর দ্বারা চালিত। আবার ল্যাপটপ দুটিতে ১৪ ইঞ্চি ২.২কে ডিসপ্লে, ফুল সাইজের ব্যাকলিট কীবোর্ড এবং উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম আছে। বিজনেস গ্রেড এলিটবুক আল্ট্রা মডেলে এইচপি শিওর সেন্স এবং মাইক্রোসফট প্লুটোন সিকিউরিটিও উপস্থিত। চলুন নতুন এইচপি ল্যাপটপগুলির দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

এইচপি এলিটবুক আল্ট্রা ল্যাপটপের দাম ও ফিচার

এইচপি এলিটবুক আল্ট্রা এর দাম শুরু হয়েছে ১,৬৯,৯৩৪ টাকা থেকে এবং এটি অ্যাটমোস্ফোরিক ব্লু কালারে লঞ্চ হয়েছে। ল্যাপটপটি এইচপি ওয়ার্ল্ড স্টোর এবং এইচপি অনলাইন স্টোরে বিক্রির জন্য উপলব্ধ।

এইচপি এলিটবুক আল্ট্রা ল্যাপটপের মডেল নম্বর জি১কিউ, এতে ১৪ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা ২২৪০x১৪০০ পিক্সেল রেজোলিউশন ও ৩০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিভাইসটিতে এইচপি ইমেজপ্যাডের সাথে একটি ফুল সাইজের ব্যাকলিট কীবোর্ড দেওয়া হয়েছে।

এইচপি এলিটবুক আল্ট্রা ল্যাপটপে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স এলিট এক্স১ই-১২ই-৭৮-১০০ প্রসেসর। এতে এমআইয়ের জন্য অ্যাড্রেনো জিপিইউ এবং একটি ডেডিকেটেড কোয়ালকম হেক্সাগন এনপিইউ দেওয়া হয়েছে। ল্যাপটপটিতে কোপাইলট+ ফিচারও উপস্থিত। এতে রয়েছে ৩২ জিবি র‌্যাম এবং ২৫৬/৫১২ জিবি ইন্টারনাল এসএসডি স্টোরেজ।

নয়া এইচপি ল্যাপটপে ৬৫ ওয়াট টাইপ সি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫৯ ওয়াট আওয়ার লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, ফুল চার্জে ২৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে এটি।

এইচপি অমনিবুক এক্স ল্যাপটপের দাম ও বিশেষত্ব

এইচপি অমনিবুক এক্স এর দাম শুরু হয়েছে ১,৩৯,৯৯৯ টাকা থেকে এবং এটি মেটিওর সিলভার রঙে পাওয়া যাবে। এটি এইচপি ওয়ার্ল্ড স্টোর এবং এইচপি অনলাইন স্টোর থেকে কেনা যাবে।

১৪০এফই১২১কিউইউ মডেল নম্বর সহ আসা এইচপি অমনিবুক এক্স ল্যাপটপে ২২৪০x১৪০০ পিক্সেল বিশিষ্ট ২.২কে রেজোলিউশনের ১৪ ইঞ্চি ডিসপ্লে আছে। এটি এজ-টু-এজ ডিজাইনের একটি টাচ আইপিএস প্যানেল। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস এনবিটি।

পারফরম্যান্সের জন্য নতুন এইচপি ল্যাপটপে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স এলিট এক্স১ই-৭৮-১০০ প্রসেসর দেওয়া হয়েছে। এতেও কোপাইলট+ ফিচার পাওয়া যাবে। এছাড়া এই ল্যাপটপে রয়েছে ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং ১ টিবি পিসিআইই এনভিএমই এম২ এসএসডি স্টোরেজ।

এইচপি অমনিবুক এক্স ৫৯ ওয়াট আওয়ার লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি সহ এসেছে, যা ৬৫ ওয়াট ইউএসবি টাইপ-সি ফাস্ট চার্জিং সমর্থন করে। উপরের মডেলের মতো এতেও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম উপস্থিত।