HP EliteBook Ultra OmniBook X pre order starts in india with Qualcomm Snapdragon x elite processor price specifications

প্রিমিয়াম ল্যাপটপ খোঁজ করছেন? ভারতে শুরু হল HP EliteBook Ultra ও OmniBook X AI PC ল্যাপটপের প্রি-বুকিং

Microsoft সম্প্রতি CoPilot+ ইন্টিগ্রেটেড প্রথম কম্পিউটারের সেট হিসাবে HP Elitebook Ultra এবং Omnibook X AI PC মডেল প্রদর্শন করেছিল। আর এখন এই দুটি নতুন ল্যাপটপ ভারতে প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ হল৷ এগুলির দাম ১,৩৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। HP ব্র্যান্ডের পিসিগুলি নয়া স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর দ্বারা চালিত। এতে ১৪ ইঞ্চি WLED ২.২কে টাচস্ক্রিন, LPDDR5x র‍্যাম, পলিক্যামেরা প্রো ইত্যাদি ফিচার বিদ্যমান। চলুন HP EliteBook Ultra এবং OmniBook X ল্যাপটপের দাম, প্রাপ্যতা, স্পেসিফিকেশন এবং প্রি-অর্ডারের বিবরণ সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

HP EliteBook Ultra এবং OmniBook X ল্যাপটপের দাম কত এবং প্রি-অর্ডার কীভাবে করবেন

ভারতে HP EliteBook Ultra ল্যাপটপের দাম ১,৬৯,৯৩৪ টাকা রাখা হয়েছে। আবার HP OmniBook X মডেলটির দাম থাকছে ১,৩৯,৯৯৯ টাকা।

আজ থেকেই HP EliteBook Ultra মডেলটি সংস্থার ওয়েবসাইট এবং অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে আগাম বুকিং করা যাবে। অন্যদিকে HP OmniBook X HP ল্যাপটপ ক্রেতারা সংস্থার ওয়েবসাইট সহ রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা এবং বিজয় সেলস রিটেল স্টোরের মাধ্যমে প্রি-বুক করতে পারবেন।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী ৪-৬ সপ্তাহের মধ্যে ডিভাইসগুলির শিপিং শুরু হবে।

HP EliteBook Ultra এবং OmniBook X ল্যাপটপ স্পেসিফিকেশন

HP EliteBook Ultra হল এন্টারপ্রাইজ-গ্রেড ল্যাপটপ। এতে ১৪ ইঞ্চি WLED (LCD) ২.২কে রেজোলিউশন টাচ-ডিসপ্লে রয়েছে। এই মডেলে কোয়ালকমের টপ-এন্ড স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর এবং কোয়ালকম অ্যাড্রেন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। যার সাথে ১৬ জিবি LPDDR5x র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত NVMe SSD স্টোরেজ যুক্ত। অন্যদিকে, HP OmniBook X হল একটি কনজিউমার-গ্রেড ল্যাপটপ। এর প্রসেসর ভ্যারিয়েন্ট এবং ডিসপ্লে ফিচার EliteBook Ultra -এর অনুরূপ। তবে র‍্যাম ও স্টোরেজ ক্যাপাসিটি ভিন্ন। অর্থাৎ এটি ৩২ জিবি LPDDR5x র‍্যাম এবং ২ টেরাবাইট NVMe SSD স্টোরেজের সাথে পাওয়া যাবে।

এবার আসি সদৃশ্যতার প্রসঙ্গে। উভয় ল্যাপটপেই পলিক্যামেরা প্রো ফিচার বর্তমান, যা – ভার্চুয়াল ইন্টারঅ্যাকশন এবং এআই ফিল্টার (যেমন – স্পটলাইট এবং অটো ফ্রেমিং) এনাবল করে। দুটি মডেলই সর্বাধিক ৪৫ ‘ট্রিলিয়ন অপারেশন পার সেকেন্ড’ (TOPS) পরিচালনা করতে সক্ষম। এছাড়া সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, HP EliteBook Ultra এবং OmniBook X ল্যাপটপে থাকা ব্যাটারি দীর্ঘ ২৬ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সমর্থ।