ব্যবহার করা যাচ্ছেনা ইন্টারনেট, সমস্যার কথা স্বীকার করলো উইন্ডোজ ১০

আপনি কি মাইক্রোসফট উইন্ডোজ ১০ ব্যবহারকারী? আপনার কম্পিউটার বা ল্যাপটপে ‘নো ইন্টারনেট অ্যাক্সেস’ সাইন দেখা যাচ্ছে? তাহলে আপনি ঘাবড়াবেন না। কারণ আপনার এই সমস্যা বিশ্বের অন্যান্য অনেক উইন্ডোজ ১০ ব্যবহারকারীর সাথেও হচ্ছে। আসলে Microsoft উইন্ডোজ ১০ এ নতুন একটি বাগ খুঁজে পাওয়া গেছে, যার কারণে ল্যাপটপ এবং কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছেনা। উইন্ডোজ লেটেস্ট এই বাগটি খুঁজে পেয়েছে।

দেখা যাচ্ছে ‘নো ইন্টারনেট অ্যাক্সেস’ সাইন:

উইন্ডোজ লেটেস্ট এর রিপোর্ট অনুসারে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে একটি বাগ পাওয়া গেছে। যার কারণে ব্যবহারকারীরা ল্যাপটপ এবং রাউটার পুনরায় সেট করার পরেও ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। টুল বারে ‘নো ইন্টারনেট অ্যাক্সেস’ সাইনটি দেখা যাচ্ছে। অনেকের আবার উইন্ডোজ ১০ এ Cortana, Microsoft’s Feedback hub, Microsoft Store এবং Spotify এর মত অ্যাপ কাজ করছে না।

স্বীকার করেছে Microsoft:

মাইক্রোসফ্ট নেটওয়ার্ক কানেক্টিভিটি স্ট্যাটাস ইনডিকেটর (এনসিএসআই) এই বাগটির কথা স্বীকার করে নিয়েছে। তারা জানিয়েছে নতুন একটি বাগের কারণে ব্যবহারকারীরা ল্যাপটপ এবং কম্পিউটারে ‘নো ইন্টারনেট অ্যাক্সেস’ সাইন দেখতে পারছেন। ইতিমধ্যেই কোম্পানি বাগ টি ফিক্স করার চেষ্টা করছে এবং শীঘ্রই এর জন্য নতুন আপডেট নিয়ে আসা হবে।