HP Omen 17 (2023): ইন্টেলের লেটেস্ট প্রসেসর সহ‌ এইচপি ভারতে লঞ্চ করল গেমিং ল্যাপটপ

HP Omen 17 (2023) গেমিং ল্যাপটপের প্রারম্ভিক মূল্য ২,৬৯,৯০০ টাকা রাখা হয়েছে

HP আজ অর্থাৎ ২২শে ফেব্রুয়ারি HP Omen 17 নামের একটি নতুন প্রিমিয়াম গেমিং ল্যাপটপ ভারতে লঞ্চ করলো। এটি সর্বশেষ প্রজন্মের Nvidia GeForce RTX4080 মোবাইল জিপিইউ এবং ১৩তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর সহ এসেছে। আবার এই ল্যাপটপটিতে ওমেন গেমিং হাব সাপোর্ট করে, যার সাহায্যে ইউজাররা কয়েকটি নির্দিষ্ট টাইটেল বা গেম খেলার ক্ষেত্রে সেরা গেমিং পারফরম্যান্স পেতে সেটিংস পরিবর্তন করার বিকল্প পাবেন। আবার এতে DLSS 3 নামের গ্রাফিক্স উন্নত করার জন্য একটি AI প্রযুক্তি সাপোর্ট করে, যা আরো উন্নত গেমিং অভিজ্ঞতা প্রদান করবে বলে দাবি করা হয়েছে। এছাড়া এটি – IPS LCD ডিসপ্লে প্যানেল, ব্যাকলিট কী-বোর্ড, ডুয়েল স্পিকার সিস্টেম, একাধিক পোর্ট অপশন এবং ওয়াই-ফাই ৬ই কানেকশন সাপোর্ট করে। চলুন HP Omen 17 2023 সংস্করণের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে HP Omen 17 (2023) ল্যাপটপের দাম এবং লভ্যতা

ভারতীয় বাজারে এইচপি ওমেন ১৭ গেমিং ল্যাপটপের প্রারম্ভিক মূল্য ২,৬৯,৯০০ টাকা রাখা হয়েছে। যেহেতু এটি হাই-এন্ড ইন্টেল কোর প্রসেসর, আরও ভাল ডিসপ্লে প্যানেল এবং লেটেস্ট তথা শক্তিশালী এনভিডিয়া জিপিইউ সহ এসেছে, সেহেতু স্বাভাবিকভাবেই এই ল্যাপটপের দাম খানিকটা বেশি থাকছে।

আর প্রাপ্যতার কথা বললে, HP জানিয়েছে যে – HP Omen 17 গেমিং ল্যাপটপকে ভারতে ওমেন প্লেগ্রাউন্ড স্টোর, এইচপি ওয়ার্ল্ড স্টোর এবং এইচপি অনলাইন স্টোরের মাধ্যমে কেনা যাবে। এটি ব্ল্যাক কালারের একক ভ্যারিয়েন্টে এসেছে।

HP Omen 17 (2023) ল্যাপটপের স্পেসিফিকেশন

নতুন এইচপি ওমেন ১৭ গেমিং ল্যাপটপে রয়েছে ১৭.৩-ইঞ্চির ডিসপ্লে প্যানেল। এক্ষেত্রে ক্রেতারা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ফুল এইচডি রেজোলিউশন (১৯২০x১০৮০ পিক্সেল) অথবা ২৪০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত কোয়াড এইচডি রেজোলিউশন (২৫৬০x১৪৪০ পিক্সেল) ডিসপ্লে বিকল্পের মধ্যে একটিকে বেছে নিতে পারেন। উভয় মডেলই IPS LCD প্রযুক্তি সমর্থন করে। তদুপরি পারফরম্যান্সের জন্য এতে ১৩তম প্রজন্মের ইন্টেল i9-13900HX প্রসেসর এবং সর্বশেষ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ল্যাপটপ জিপিইউ (RTX4080) আছে।

ওয়াই-ফাই ৬ই রাউটার ব্যবহারকারীরা HP Omen 17 গেমিং ল্যাপটপে ফাস্ট ইন্টারনেট কানেকশন আনলক করতে পারবেন। আর আপনি যদি একজন লাইভ গেমিং ভিডিও স্ট্রিমার হন, তাহলে টেম্পোরাল নয়েজ রিডাকশন এবং ইন্টিগ্রেটেড ডুয়েল অ্যারে ডিজিটাল মাইক্রোফোন সহ একটি এইচপি ওয়াইড ভিশন এইচডি (৭২০ পিক্সেল) ফ্রন্ট ক্যামেরা ডিভাইসে পেয়ে যাবেন। আবার অডিও ফ্রন্টের ক্ষেত্রে এতে, ব্যাং এবং ওলুফসেন সমর্থিত ডুয়েল স্পিকার সিস্টেম বর্তমান। এছাড়া এই ডিভাইসে ফুল-সাইজ ৪-জোন আরজিবি (RGB) ব্যাকলিট কী-বোর্ডও রয়েছে।

কানেক্টিভিটির জন্য এই ল্যাপটপে – ইউএসবি টাইপ-সি সহ ১টি থান্ডারবোল্ট ৪ পোর্ট (৪০Gbps), ১টি থান্ডারবোল্ট ৩ পোর্ট, ৩টি ইউএসবি টাইপ-এ পোর্ট, ১টি RJ-45 স্লট, ১টি হেডফোন/ মাইক্রোফোন কম্বো জ্যাক, ১টি AC স্মার্ট পিন, ১টি মিনি ডিসপ্লে পোর্ট এবং ১টি এইচডিএমআই ২.১ পোর্ট অন্তর্ভুক্ত। পরিশেষে প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম বডি সহ আসা HP Omen 17 ল্যাপটপে ৩৩০ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৮৩Whr ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।