গরীবের ম্যাকবুক Infinix Inbook X2 Slim কম দামে প্রিমিয়াম ফিচারের সাথে ২ জুন লঞ্চ হচ্ছে

Infinix Inbook X2 Slim ভারতে আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে। উল্লিখিত তারিখে দুপুর ১২ টায় ল্যাপটপটি উন্মোচন করা হবে।

ইনফিনিক্স (Infinix) ভারতের বাজারে শীঘ্রই তাদের একটি নতুন ল্যাপটপ লঞ্চ করতে চলেছে, যা Infinix Inbook X2 Slim নামে আত্মপ্রকাশ করবে। মে মাসেই এই ডিভাইসটির লঞ্চ হওয়ায় কথা ছিল, তবে কোম্পানি এখন এর নতুন লঞ্চের তারিখ প্রকাশ করেছে। ল্যাপটপটি আগামী মাসের শুরুতেই এদেশের বাজারে পা রাখবে। ফ্লিপকার্ট (Flipkart)-এর একটি মাইক্রোসাইটের মাধ্যমে Inbook X2 Slim-এর লঞ্চের তারিখ সামনে এসেছে, পাশাপাশি কিছু মূল স্পেসিফিকেশনও জানা গেছে।

প্রকাশ পেল Infinix Inbook X2 Slim- এর লঞ্চের তারিখ ও মূল বৈশিষ্ট্য

ইনফিনিক্স ইনবুক এক্স২ স্লিম ভারতে আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে। উল্লিখিত তারিখে দুপুর ১২ টায় ল্যাপটপটি উন্মোচন করা হবে। ইনবুক এক্স২ স্লিম হবে ইনবুক এক্স১ স্লিম-এর উত্তরসূরি। এটি বেশ কয়েকটি আপগ্রেডের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। যদিও, ইনফিনিক্স এখনও এর স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি, তবে ফ্লিপকার্ট ল্যাপটপটির কয়েকটি হাইলাইট প্রদর্শন করেছে।

ইনফিনিক্স ইনবুক এক্স২ স্লিম-এর নামটিই ইঙ্গিত দিচ্ছে যে, এটি একটি স্লিম এবং স্টাইলিশ ডিজাইনের সাথে আসবে, যা ১৪.৮ মিলিমিটার স্লিম এবং ১.২৪ কেজি ওজনের হবে। ল্যাপটপটি অ্যালুমিনিয়াম অ্যালয় উপাদান দিয়ে নির্মিত হবে। উন্নত পারফরম্যান্সের জন্য, ইনবুক এক্স২ স্লিম ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পিসিআই জেন ৩.০ এসএসডি স্টোরেজের সাথে যুক্ত ইন্টেলের ১১তম প্রজন্মের কোর প্রসেসর দ্বারা চালিত হবে। ব্যাটারির ক্ষেত্রে, এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৫০ ওয়াট আওয়ারের ব্যাটারির সাথে আসবে।

টাইপ-সি পোর্ট ছাড়াও, Infinix Inbook X2 Slim-এ একটি ইউএসবি-এ পোর্ট, একটি এইচডিএমআই (HDMI) পোর্ট সহ একাধিক পোর্ট থাকবে। আশা করা যায়, এই ল্যাপটপটি উইন্ডোজ ১১ ওএস-এ চলবে এবং ইনফিনিক্স-এর নিজস্ব কিছু সফ্টওয়্যার টুল সহ আসবে। এছাড়াও, ল্যাপটপে ভিডিও কল এবং মিটিংয়ের জন্য একটি ওয়েবক্যাম এবং একটি ছোট আকারের কীবোর্ড থাকবে। এটি ব্লুটুথ, ওয়াই-ফাই ৬ এবং অন্যান্য কানেক্টিভিটি অপশনগুলির সাথে আসবে। Infinix Inbook X2 Slim পূর্বসূরির মতো লাল, নীল এবং সবুজ-এর একাধিক রঙের বিকল্পে পাওয়া যাবে।

Infinix Inbook X2 Slim-এর প্রত্যাশিত মূল্য

ভারতে Infinix Inbook X1 Slim-এর দাম ৪০,০০০ টাকার নীচে রয়েছে। আশা করা যায়, উত্তরসূরি মডেলটির দামও একই রকম হবে। ল্যাপটপটি ৮ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ-এর মতো বিভিন্ন কনফিগারেশনে আসতে পারে।