Realme GT 5: লঞ্চের আগেই রিয়েলমির নতুন স্মার্টফোনের পর্দাফাঁস, অনবদ্য ফিচার্সে বাজার কাঁপাতে আসছে

রিয়েলমির পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 5-কে ঘিরে ইতিমধ্যেই টেক দুনিয়ায় জল্পনা শুরু হয়ে গিয়েছে। চীনের সাংহাইতে আয়োজিত এক প্রদর্শনীতে রিয়েলমির বুথে প্রথম এই হ্যান্ডসেটটির নামটি দেখতে পাওয়ার পর থেকেই সকল জল্পনার সূত্রপাত। ওই ইভেন্টে থেকে Realme GT 5 এর লাইভ ইমেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। যা ফোনটির ডিজাইনের প্রাথমিক আভাস দেয়। তবে, কেসের মধ্যে থাকার কারণে, ছবিতে সম্পূর্ণরূপে দৃশ্যমান হয়টি এটি। প্রসঙ্গত, GT 5 সিরিজে স্ট্যান্ডার্ড মডেলের সাথে Realme GT 5 Pro-ও আসবে। যদিও Realme GT 5 আগস্টে চীনে লঞ্চ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, কিন্তু Pro মডেলটি কয়েক মাস পরে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। Realme GT 5-এর ডিজাইন এবং মূল স্পেসিফিকেশন সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Realme GT 5-এর লাইভ ইমেজ ফাঁস

চায়না জয় ২০২৩ ইভেন্টে, রিয়েলমি গোপনীয়ভাবে রিয়েলমি জিটি ৫ ফোনটি উন্মোচন করেছে, যা দর্শণার্থীদের কাছে আসন্ন স্মার্টফোনের ফার্স্ট লুক প্রদর্শন করেছে। তবে ডিজাইনটি পুরোপুরিভাবে না দেখানোর জন্য মোটা কেসের ভিতরে রাখা হয়েছে ফোনটি।

সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া রিয়েলমি জিটি ৫-এর লাইভ শটগুলি প্রকাশ করেছে যে, ফোনটিতে স্লিম বেজেল সহ পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। এর ডান প্রান্তে একটি ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি অবস্থান করবে। ফোনের পিছনে দুটি ক্যামেরার রিং দেখা গেছে, যা ট্রিপল ক্যামেরা সেটআপের উপস্থিতি নির্দেশ করে। এই ক্যামেরা ইউনিটের সংলগ্ন একটি উল্লম্বভাবে সজ্জিত এলইডি ফ্ল্যাশও দেখা যাবে।

তবে, যে বৈশিষ্ট্যটি ডিজাইনটিকে আলাদা করবে তা হল ফ্ল্যাশের ডানদিকে অবস্থিত একটি আকর্ষণীয় আরজিবি লাইট, যার সাথে Realme GT Neo 5-এর মতো একটি অর্ধ-স্বচ্ছ অংশ রয়েছে। ফোনের পিছনের দিকে একটি লেবেলে RMX3820 মডেল নম্বরটি উল্লেখ করা হয়েছে। এই মডেল নম্বরটি আগে GT Neo 6-এর সাথে যুক্ত বলে অনুমান করা হয়েছিল৷ তবে, এখন স্পষ্ট যে এটি আসন্ন Realme GT 5-এর অন্তর্গত৷

Realme GT 5-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Realme RMX3820/3 ইতিমধ্যেই চীনের টেনার (TENAA) ছাড়পত্র লাভ করেছে। জানা গিয়েছে, Realme GT 5 দুটি ব্যাটারি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর মধ্যে ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি যুক্ত মডেলটি ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে। আর অপর ভ্যারিয়েন্টে মিলবে বিশাল ৫,২০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি, যা অপেক্ষাকৃত কম ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। বাকি স্পেসিফিকেশন দুটি মডেলেই অভিন্ন হবে।

সাম্প্রতিক কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, Realme GT 5-এ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ৬.৭৪ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল থাকবে। ডিভাইসটি কোয়ালকমের ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে সর্বাধিক ২৪ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ থাকবে।

ফটোগ্রাফির জন্য ডিভাইসের রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অবস্থান করবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।

Realme GT 5 Pro স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিয়েলমি এবছরের শেষ নাগাদ বা ২০২৪ সালের প্রথম দিকে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপ সমন্বিত Realme GT 5 Pro ফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এতে পেরিস্কোপ জুম ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যান্য তথ্য আপাতত অজানা।