Infinix-zerobook-ultra-ai-launched-in-india-with-intel-core-processor-price-specification

Infinix Zerobook Ultra Ai: ল্যাপটপের জগতে নবজাগরণ, দুর্ধর্ষ ফিচার সহ বাজারে হাজির এআই ল্যাপটপ

আজ ভারতে লঞ্চ হল ইনফিনিক্স জিরোবুক আলট্রা ল্যাপটপ। সংস্থাটি তাদের এই লেটেস্ট মডেলকে ‘সবচেয়ে অ্যাডভান্সড’ ল্যাপটপ বলে সম্বোধন করছে। এদেশে এর দাম শুরু হচ্ছে ৫৯,৯৯০ টাকা থেকে। এটি ইন্টেল কোর আল্ট্রা সিরিজ প্রসেসর দ্বারা চালিত, যা এআই ক্ষমতা এবং উন্নত পারফরম্যান্স অফারে সক্ষম। এছাড়া এতে ১৫.৬-ইঞ্চির ডিসপ্লে, ১ টেরাবাইট পর্যন্ত এসএসডি স্টোরেজ, ওয়াই-ফাই ৬ই, কোয়াড অ্যারে অডিও সিস্টেম,আইস স্টর্ম ডুয়াল ফ্যান কুলিং সিস্টেম, এবং ইন্টেলের এআই বুস্ট প্রযুক্তি দেওয়া হয়েছে। চলুন এবার ইনফিনিক্স জিরোবুক আল্ট্রা ল্যাপটপের দাম, প্রাপ্যতা এবং বিশেষত্ব সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

ভারতে ইনফিনিক্স জিরোবুক আলট্রা এআই ল্যাপটপের দাম ও লভ্যতা

ইনফিনিক্স জিরোবুক আলট্রা এআই ল্যাপটপ মোট তিনটি চিপসেট ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে আলট্রা ৫ + ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজের দাম ৫৯,৯৯০ টাকা রাখা হয়েছে। আবার আলট্রা ৭ + ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ বিকল্পের দাম ৬৯,৯৯০ টাকা রাখা হয়েছে। টপ-এন্ড ৩২ জিবি র‍্যাম + ১ টেরাবাইট স্টোরেজের দাম থাকছে ৮৪,৯৯০ টাকা।

এই ল্যাপটপ আগামী ১০ই জুলাই থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে প্রথমবার এদেশে বিক্রি হবে।

ইনফিনিক্স জিরোবুক আলট্রা এআই ল্যাপটপের স্পেসিফিকেশন

ইনফিনিক্স জিরোবুক আলট্রা ল্যাপটপ মেটাল বডি এবং সিলভার ফিনিশিং যুক্ত স্লিক ইন্টারস্টেলার-অনুপ্রাণিত ডিজাইন সহ এসেছে। এতে ১৫.৬-ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা ১০০% এসআরজিবি কালার অ্যাকুরেসি এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসে ইন্টিগ্রেটেড নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) সহ ইন্টেল কোর আল্ট্রা সিরিজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসর, সিপিইউ, এনপিইউ ও জিপিইউ -এর সমন্বয়ে ৭০% পর্যন্ত দ্রুত এআই পারফরম্যান্স অফার করে। এক্ষেত্রে সেরা পারফরম্যান্স এবং পাওয়ার ম্যানেজমেন্টের জন্য ল্যাপটপের টপ-এন্ড কোর আলট্রা ৯ চিপ ভ্যারিয়েন্টটি ৬টি হাই-পারফরম্যান্স কোর, ৮টি এফিসিয়েন্সি কোর, ২টি লো-পাওয়ার কোর এবং ১৬-কোর আর্কিটেকচার সাপোর্ট করে। এই ল্যাপটপ ১ টেরাবাইট পর্যন্ত এসএসডি স্টোরেজ এবং ৩২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম সহ এসেছে।

ইনফিনিক্স তাদের এই লেটেস্ট ল্যাপটপের সাথে একাধিক অ্যাডভান্স এআই ফিচারের সুবিধা অফার করছে। যেমন এতে ইন্টেলের এআই বুস্ট প্রযুক্তির সাপোর্ট পাওয়া যাবে। দাবি করা হচ্ছে, ডিভাইসে থাকা ইন্টেল এআরসি জিপিইউ এক্সই এসএস ফ্রেম অ্যাক্সেলেরেশন এবং রে ট্রেসিং -এর মত বৈশিষ্ট্য সহ গ্রাফিক্স পারফরম্যান্স উন্নতির করতে সাহায্য করবে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এই ল্যাপটপে রয়েছে – ভিডিও কলিংয়ের জন্য একটি এআই-চালিত বিউটিক্যাম, কোয়াড অ্যারে অডিও সিস্টেম, উন্নত আইস স্টর্ম ডুয়াল ফ্যান কুলিং সিস্টেম (০.২৫ মিমি হাঙ্গর ব্লেড + দুটি ৬৫ মিমি ফ্যান সহ), একটি ওভারবুস্ট সুইচ এবং রিয়ার হিঞ্জ লাইট। অর কানেক্টিভিটির জন্য এতে – লেটেস্ট ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.২ অন্তর্ভুক্ত। আবার অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ডিভাইসের মধ্যে নিরবিচ্ছিন্ন ইন্টিগ্রেশনের জন্য এতে ‘পিসি কানেকশন’ সাপোর্ট করে৷ ইনফিনিক্স জিরোবুক আলট্রা এআই ল্যাপটপ টাইপ-সি পোর্টের মাধ্যমে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।