JioBook Launched: ২০ হাজার টাকার কমে ল্যাপটপ লঞ্চ করল Reliance, এখানে কেনা যাচ্ছে

গতবছরের শুরু থেকে Reliance Jio তাদের প্রথম ল্যাপটপ JioBook এর উপর কাজ করছে বলে খবর সামনে এসেছিল। অবশেষে আজ ইন্ডিয়ান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (India Mobile Congress 2022) ইভেন্টে এই সস্তা ল্যাপটপের উপর থেকে পর্দা সরানো হয়েছে। এমনকি সরকারি ই-কমার্স প্ল্যাটফর্ম, GeM থেকে JioBook এর সেল শুরু হয়ে গেছে। নতুন এই ল্যাপটপে পাওয়া যাবে এইচডি ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর। এছাড়া এটি ৩২ জিবি স্টোরেজ ও জিওএস অপারেটিং সিস্টেম সহ এসেছে।

রিলায়েন্স জিওবুক দাম ও লভ্যতা (Reliance JioBook Price in India, Availability)

ভরতে জিওবুক ল্যাপটপের দাম রাখা হয়েছে ১৯,৫০০ টাকা। আপাতত Government e-Marketplace (GeM) থেকে এটি কেনা যাবে। তবে এখন সরকারি কর্মচারীরা এটি কিনতে পারবে। যদিও দিওয়ালি থেকে সবার জন্য জিওবুক ল্যাপটপ উপলব্ধ হবে বলে টেকগাপ বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছে।

রিলায়েন্স জিওবুক ফিচার ও স্পেসিফিকেশন (Reliance JioBook Features and Specification)

জিওবুক প্ল্যাস্টিক বডি সহ এসেছে। এর কীবোর্ডে জিও ব্র্যান্ডিং সহ উইন্ডোজ কী উপলব্ধ। এই ল্যাপটপে 4G LTE সাপোর্ট করবে। এতে ১১.৬ ইঞ্চি টিএন ডিসপ্লে উপস্থিত, যা এইচডি (১৩৬৬ x ৭৬৮ পিক্সেল) রেজোলিউশন অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অ্যাড্রনো ৬১০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর। জিওবুক ২ জিবি র‌্যাম (LPDDR4X)ও ৩২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এর আর কোনো র‌্যাম ভ্যারিয়েন্ট নেই। ল্যাপটপটি জিওএস অপারেটিং সিস্টেমে চলে।

JioBook ডুয়েল মাইক্রোফোন ও হেডসেটের জন্য টু-ইন-ওয়ান কম্বো পোস্ট সহ ডুয়েল স্পিকার অফার করবে। কানেক্টিভিটির জন্য এতে পাওয়া যাবে ইউএসবি ২.০ পোর্ট, একটি ইউএসবি ৩.০ পোর্ট এবং একটি এইচডিএমআই পোর্ট, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০ এবং মাইক্রো এসডি কার্ড স্লট।