পাবেন সুপারহিট পারফরম্যান্স, Lenovo IdeaPad 1 ল্যাপটপ ভারতে লঞ্চ হল

Lenovo সম্প্রতি ভারতে লঞ্চ করলো Lenovo IdeaPad 1 ল্যাপটপ। এটি সংস্থার প্রথম ল্যাপটপ, যা লেটেস্ট AMD Ryzen R3 প্রসেসরের সাথে এসেছে। এছাড়া এটির ফিচার তালিকায় সামিল রয়েছে – ১৫ ইঞ্চির FHD অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে, লেটেস্ট উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম, ডলবি অডিও সমর্থিত স্টেরিও স্পিকার সেটআপ এবং ১৪ ঘন্টার পাওয়ার ব্যাকআপ প্রদানকারী শক্তিশালী ব্যাটারি। এছাড়া, ইউজারদের গোপনীয়তা রক্ষার্থে IdeaPad-সিরিজের এই নয়া সংযোজনে প্রাইভেসি ক্যামেরা শাটার যুক্ত একটি HD ওয়েবক্যামও দেওয়া হয়েছে। চলুন Lenovo IdeaPad 1 ল্যাপটপের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে লেনোভো আইডিয়াপ্যাড ১ -এর দাম ও লভ্যতা (Lenovo IdeaPad 1 price and availability in india)

ভারতে লেনোভো আইডিয়াপ্যাড ১ ল্যাপটপকে দুটি ভিন্ন ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে – AMD Ryzen 3 7320U প্রসেসর, ব্লুটুথ ৫.১ এবং ইন্টিগ্রেটেড AMD Radeon 610M গ্রাফিক্স সহ আসা বিকল্পের দাম ৪৪,৬৯০ টাকা ধার্য করা হয়েছে। আর AMD Ryzen 3 3250U প্রসেসর, ব্লুটুথ ৫.০ এবং ইন্টিগ্রেটেড AMD Radeon গ্রাফিক্স সহ আসা ভ্যারিয়েন্টেকে ৩৮,৬৪০ টাকায় পাওয়া যাবে। এটি ক্লাউড গ্রে কালারের একক ভ্যারিয়েন্টে এসেছে।

লভ্যতার কথা বললে, আগামী ৮ই ফেব্রুয়ারি থেকে লেনোভো আনীত এই লেটেস্ট ল্যাপটপকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Lenovo.com), লেনোভো এক্সক্লুসিভ স্টোর, ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon.in) এবং শীর্ষ্ঠস্থানীয় রিটেল স্টোরগুলির মাধ্যমে কেনা যাবে।

লেনোভো আইডিয়াপ্যাড ১ -এর স্পেসিফিকেশন (Lenovo IdeaPad 1 specifications)

নবাগত লেনোভো আইডিয়াপ্যাড ১ ল্যাপটপে ১৫.৬-ইঞ্চির ফুল এইচডি (১৯২০x১০৮০ পিক্সেল) অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ২২০ নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। পারফরম্যান্সের জন্য এটি এএমডি রাইজেন ৩ ৭৩২০ইউ প্রসেসর এবং ইন্টিগ্রেটেড এএমডি রেডিয়ন ৬১০এম গ্রাফিক্স সহ এসেছে। উক্ত মডেলে ৮ জিবি LPDDR5-5500 র‌্যাম এবং ৫১২ জিবি SSD M.2 2242 PCIe 4.0×4 NVMe স্টোরেজ বর্তমান। তবে ইউজাররা ল্যাপটপের স্টোরেজ One M.2 2280 PCIe 3.0 স্লট ব্যবহার করে প্রসারিত করতে পারবেন।

অন্যান্য ফিচারের কথা বললে, Lenovo IdeaPad 1 ল্যাপটপে একটি নন-ব্যাকলিট কী-বোর্ড এবং ৭২০পিক্সেল রেজোলিউশন সমর্থিত একটি এইচডি ওয়েব ক্যামেরা রয়েছে। ইউজারদের গোপনীয়তা বজায় রাখতে এই ফ্রন্ট ক্যামেরাটি একটি প্রাইভেসি শাটার সহ এসেছে৷ অডিও ফ্রন্টের ক্ষেত্রে, এই ল্যাপটপে ডলবি অডিও এবং এইচডি অডিও টেকনোলজির সাপোর্ট সহ দুটি ১,৫ ওয়াটের স্টেরিও স্পিকার সিস্টেম বিদ্যমান।

কানেক্টিভিটি বিকল্প হিসাবে – ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.১, একটি ইউএসবি ২.০ পোর্ট, একটি ইউএসবি ৩.২ জেন ১ পোর্ট, একটি ইউএসবি টাইপ-সি ৩.২ জেন ১ পোর্ট, একটি এইচডিএমআই ১.৪b পোর্ট, একটি কার্ড রিডার, একটি ৩.৫ মিমি জ্যাক এবং একটি পাওয়ার কানেক্টর অন্তর্ভুক্ত। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য Lenovo IdeaPad 1 ল্যাপটপে ৪২Whr ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ ১৪ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ প্রদানে সক্ষম।