Lenovo IdeaPad 5i Chromebook নয়া ওয়াইফাই প্রযুক্তি ও ১৬ ইঞ্চি ডিসপ্লে সহ লঞ্চ হল

জনপ্রিয় ল্যাপটপ ও পিসি মেকার লেনোভো আজ (১ সেপ্টেম্বর) গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে Lenovo IdeaPad 5i Chromebook নামে একটি নতুন Chrome OS ল্যাপটপ। বড় আকারের নোটবুকটি গুগল (Google)-এর সফ্টওয়্যার দ্বারা চালিত, যা একটি ডিভাইসে য প্রয়োজন তার প্রায় সবকিছুই অফার করে। IdeaPad 5i Chromebook দুটি সংস্করণে বাজারে উপলব্ধ, যার বেস মডেলটি Intel Pentium 8505 প্রসেসর এবং হাই-এন্ড ভ্যারিয়েন্টটি ১২তম প্রজন্মের Intel Core i3-1215U প্রসেসর সহ এসেছে। এছাড়াও এতে এলসিডি ডিসপ্লে, সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ১,০৮০ পিক্সলের ওয়েবক্যাম রয়েছে। চলুন মূল্য এবং উপলব্ধতা সহ Lenovo IdeaPad 5i Chromebook-এর স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

লেনোভো আইডিয়া প্যাড ৫আই ক্রোমবুক-এর মূল্য এবং লভ্যতা (Lenovo IdeaPad 5i Chromebook Price and Availability)

ইউরোপের বাজারে লেনোভো আইডিয়া প্যাড ৫আই ক্রোমবুক-এর দাম শুরু হয়েছে ৫৪৯ ইউরো (প্রায় ৪৩,৫০০ টাকা) থেকে। ল্যাপটপটি সেপ্টেম্বর মাসেই বাজারে বিক্রির জন্য উপলব্ধ হবে। আইডিয়া প্যাড ৫আই ক্রোমবুক একমাত্র স্টর্ম গ্রে কালার অপশনে পাওয়া যাবে।

লেনোভো আইডিয়া প্যাড ৫আই ক্রোমবুক-এর স্পেসিফিকেশন (Lenovo IdeaPad 5i Chromebook Specifications)

লেনোভো আইডিয়া প্যাড ৫আই ক্রোমবুক দুটি ডিসপ্লে ভ্যারিয়েন্টে এসেছে। তবে দুই মডেলেই ১৬ ইঞ্চির স্ক্রিন, ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও এবং এলসিডি প্যানেল বর্তমান। সস্তা সংস্করণটির ডিসপ্লেতে ফুল এইচডি+ রেজোলিউশন, ৩০০ নিট পিক ব্রাইটনেস, ৪৫% এনটিএসই (NTSC) কালার গ্যামট এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। অন্যদিকে, টপ-এন্ড ভ্যারিয়েন্টে ২.৫কে রেজোলিউশন, ৩৫০নিট ব্রাইটনেস, ১০০% এসআরজিবি (sRGB) কালার গ্যামট এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে।

পারফরম্যান্সের জন্য, Lenovo IdeaPad 5i Chromebook-এর বেস মডেলটি ইন্টেল পেন্টিয়াম ৮৫০৫ প্রসেসর দ্বারা চালিত, আর উচ্চতর সংস্করণে ১২ তম প্রজন্মের ইন্টেল কোর আই৩- ১২১৫ইউ প্রসেসরটি রয়েছে। এই ল্যাপটপে ৪ জিবি/ ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম মিলবে। এছাড়া, ডিভাইসটি চারটি মেমরি অপশনে এসেছে। ইএমএমসি (eMMC) সংস্করণটি ৬৪ জিবি বা ১২৮ জিবি স্টোরেজের সাথে আসে, অন্যদিকে, এসএসডি (SSD) ভ্যারিয়েন্টটি ২৫৬ জিবি বা ৫১২ জিবি স্টোরেজের সাথে আসে। এই লেনোভো ল্যাপটপটিতে একটি ১৮০ ডিগ্রির কব্জা বা হিঞ্জ এবং একটি ১,০৮০ পিক্সেলের ওয়েবক্যাম অন্তর্ভুক্ত৷ অডিওর ক্ষেত্রে, IdeaPad 5i Chromebook ম্যাক্সঅডিও (MaxxAudio)-এর সাপোর্ট সহ ২ x ২ওয়াট স্টেরিও স্পিকার অফার করে।

এছাড়া, নতুন লেনোভো নোটবুকের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.০, দুটি ইউএসবি ৩.১ জেন ২ টাইপ-সি পোর্ট এবং দুটি ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ পোর্ট। আবার, Lenovo IdeaPad 5i Chromebook-এ কম্বো অডিও জ্যাক, একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি কেনসিংটন ন্যানো সিকিউরিটি স্লট উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এই ল্যাপটপটি ১২ ঘন্টা ব্যাটারি লাইফ প্রদান করতে পারে। সবশেষে, IdeaPad 5i Chromebook-এর ওজন মাত্র ১.৮৬ কেজি।