বিক্রি শুরু হল Microsoft Surface সিরিজের প্রথম 5G ল্যাপটপের, দাম ও অফার জেনে নিন

গত ১৩ই অক্টোবর ভারত সহ একাধিক দেশের বাজারে একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা দুটি নতুন ল্যাপটপ লঞ্চ করেছিল আমেরিকা ভিত্তিক বহুজাতিক টেক ব্র্যান্ড Microsoft। নবাগত Microsoft Surface Laptop 5 এবং Surface Pro 9 ল্যাপটপ-দ্বয়কে চলতি মাসের শুরুতে এদেশে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ করা হয়েছিল। আর আজ অর্থাৎ ৩০শে নভেম্বর থেকে উভয় ল্যাপটপকেই একাধিক অনলাইন এবং অফলাইন চ্যানেলের মাধ্যমে প্রথমবার বিক্রির জন্য উপলব্ধ করা হল। এক্ষেত্রে আগ্রহীরা – Amazon, Reliance Digital, Croma, Vijay Sales সহ নির্বাচিত মাল্টি-ব্র্যান্ড অফলাইন রিটেল স্টোর থেকে আলোচ্য ডিভাইসগুলিকে খরিদ করতে পারবেন বলে জানা গেছে। বিশেষত্বের কথা বললে, Surface Laptop 5 পিক্সেলসেন্স সমর্থিত দুটি ভিন্ন ডিসপ্লে সাইজ ও তিনটি প্রসেসর ভ্যারিয়েন্টে এসেছে। অন্যদিকে Surface Pro 9 হল ৫জি কানেক্টিভিটির সাথে আসা সংস্থার প্রথম Surface ডিভাইস, যা ২-ইন-১ কনভার্টেবল ডিজাইন অফার করে।

Microsoft Surface Laptop 5, Surface Pro 9 ল্যাপটপের দাম

মাইক্রোসফ্ট সারফেস ল্যাপটপ ৫ মডেলের বেস ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে ১,০৭,৯৯৯ টাকা (প্রারম্ভিক মূল্য) এবং টপ-এন্ড মডেলটির বিক্রয় মূল্য থাকছে ১,৮৮,৯৯৯ টাকা। অন্যদিকে, সারফেস প্রো ৯ ল্যাপটপের দাম শুরু হচ্ছে ১,০৫,৯৯৯ টাকা থেকে এবং টপ-এন্ড কনফিগারেশনটি কিনতে খরচ করতে হবে ২,৬৯,৯৯৯ টাকা। নিচে দেওয়া চার্টে বিস্তারিতভাবে ল্যাপটপ দুটির দামের বিশদ দেওয়া হল –

Microsoft Surface Laptop 5 Surface Pro

জানিয়ে রাখি, মাইক্রোসফ্ট আনীত সারফেস প্রো ৯ ল্যাপটপের সাথে ‘কমপ্লিমেন্টারি অ্যাক্সেসরিজ’ হিসাবে সারফেস প্রো কী-বোর্ড (ব্ল্যাক কালার) অফার করা হচ্ছে, যা আলাদাভাবে কিনতে গেলে খরচ করতে হতো ১৪,৯৯৯ টাকা। আর প্রত্যেকটি সারফেস ল্যাপটপ ৫ গ্রাহককে ৭,৪৯৯ টাকা মূল্যের একটি সারফেস পপ রেড আর্ক মাউস (Surface Pop red Arc Mouse) দেওয়া হবে।

Microsoft Surface Laptop 5 ল্যাপটপের স্পেসিফিকেশন

মাইক্রোসফ্ট সারফেস ল্যাপটপ ৫ মডেলটি দুটি ভিন্ন ডিসপ্লে সাইজে এসেছে – ১৩.৫ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি। এই ডিসপ্লে – ২,২৫৬x১,৫০৪ পিক্সেল রেজোলিউশন, ৩:২ এসপেক্ট রেশিও, ১৩০০:১ কনট্রাস্ট রেশিও এবং ডলবি ভিশন আইকিউ সাপোর্ট করে৷ ডিভাইসটি উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম চালিত। পারফরম্যান্সের ক্ষেত্রে, ১৩.৫-ইঞ্চি ডিসপ্লে সাইজ মডেলে ইন্টেল কোর আই৫-১২৩৫ইউ / আই৭-১২৫৫ইউ প্রসেসর রয়েছে। আর, ১৫ ইঞ্চির ডিসপ্লে সংস্করণটি ইন্টেল কোর আই৭- ১২৫৫ইউ প্রসেসরের সাথে এসেছে। উভয় ভ্যারিয়েন্টেই ৮ জিবি / ১৬ জিবি / ৩২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি / ৫১২ জিবি / ১ টিবি এসএসডি স্টোরেজ পাওয়া যাবে।

এই ল্যাপটপের কানেক্টিভিটি অপশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে – একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, থান্ডারবোল্ট ৪ পোর্ট, একটি ইউএসবি টাইপ-এ পোর্ট, একটি সারফেস কানেক্ট পোর্ট, একটি ৩.৫ মিমি অডিও জ্যাক, ওয়াই-ফাই ৮০২.১১এএক্স এবং ব্লুটুথ ৫.০। অন্যান্য বিশেষত্বের কথা বললে, আলোচ্য মডেলে উইন্ডোজ হ্যালো ফেস সাইন-ইন, সারফেস পেন সাপোর্ট, ডলবি অ্যাটমস সহ অমনিসনিক স্পিকার সিস্টেম এবং ডুয়েল ফার-ফিল্ড মাইক্রোফোন বিদ্যমান। মাইক্রোসফ্ট আনীত এই নোটবুকের ১৩.৫-ইঞ্চি ভ্যারিয়েন্টটি একটি অ্যালক্যানতারা (Alcantara) কীবোর্ড ফিনিশিং সহ এসেছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Surface Laptop 5 -এর ১৩.৫ ইঞ্চি সংস্করণটি ১৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম এবং ১৫-ইঞ্চি মডেলটি ১৭ ঘন্টা পর্যন্ত ডিভাইসকে সক্রিয় রাখবে।

Microsoft Surface Pro 9 ল্যাপটপের স্পেসিফিকেশন

মাইক্রোসফট সারফেস প্রো ৯ হল একটি ২-ইন-১ কনভার্টেবল ডিভাইস, যা ডিটাচেবল কী-বোর্ড সহ এসেছে। উল্লেখ্য, এই কী-বোর্ডটিতে ব্যাকলিট কী এবং উইন্ডোজ প্রিসিশন-ব্যাকড ট্র্যাকপ্যাড মজুত রয়েছে। প্রসঙ্গত, এটিই হল প্রথম সারফেস ডিভাইস যা ৫জি কানেক্টিভিটি অফার করবে। যাইহোক, সারফেস প্রো ৯ ল্যাপটপকে দুটি প্রসেসর অপশনে পাওয়া যাবে – ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ / আই৭ প্রসেসর এবং মাইক্রোসফট-কোয়ালকম কাস্টম এসকিউ৩ এআরএম (SQ3 ARM) চিপসেট। এক্ষেত্রে বলে রাখি, ল্যাপটপটি প্রসেসর ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে বিভিন্ন কনফিগারেশন অফার করবে। যেমন, ইন্টেল চিপসেট যুক্ত ভ্যারিয়েন্টে ৩২ জিবি এলপিডিডিআর৫ র‌্যাম এবং ১ টেরাবাইট এসএসডি স্টোরেজ সহ উপলব্ধ। অন্যদিকে এসকিউ৩ প্রসেসর ভার্সনটি ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ অফার করে।

এই কনভার্টিবল ল্যাপটপটিতে ১৩-ইঞ্চির পিক্সেলসেন্স (PixelSense) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন আইকিউ টেকনোলজি সাপোর্ট করে। এই মডেলে বিল্ট-ইন কিকস্ট্যান্ড সহ হাই-গ্রেড অ্যালুমিনিয়াম কেসিং বিদ্যমান। এছাড়া, ল্যাপটপটি সারফেস স্লিম পেন (Surface Slim Pen) স্টাইলাস সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এতে – ৫জি, থান্ডারবোল্ট ৪ পোর্ট, দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। আর সংস্থার দাবি অনুসারে, এই ল্যাপটপের ইন্টেল ভার্সনটি ১৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ সরবরাহ করবে। তবে ৫জি ভার্সনটি দীর্ঘ ১৯ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ ডিভাইসকে সক্রিয় রাখতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *