Nokia আনল তিনটি ল্যাপটপ, নাম PureBook Fold, PureBook Lite ও PureBook Pro

জার্মানির বার্লিনে আয়োজিত আইএফএ ২০২২ (IFA 2022) ইভেন্টে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স নির্মাতারা তাদের একাধিক নতুন ডিভাইসের ওপর থেকে পর্দা সরিয়েছে। এক্ষেত্রে পিছিয়ে নেই ফিনল্যান্ড-ভিত্তিক জনপ্রিয় ব্র্যান্ড নোকিয়া (Nokia)-ও। আইএফএ ২০২২-এর মঞ্চে নোকিয়ার লাইসেন্সধারী অফগ্লোবাল (OffGlobal) Nokia PureBook ল্যাপটপ সিরিজটটি উন্মোচন করেছে। এই লাইনআপে অন্তর্ভুক্ত রয়েছে Nokia PureBook Fold, Nokia PureBook Lite এবং Nokia PureBook Pro-এই তিনটি মডেল। তার মধ্যে ১৪ ইঞ্চির ডিসপ্লে যুক্ত ‘Fold’ এবং ‘Lite’ মডেল দুটি intel Pentium Silver N6000 প্রসেসর দ্বারা চালিত। তবে বড় ১৫.৬ ‘Pro’ মডেলে ব্যবহার করা হয়েছে Intel Core i3 1220P প্রসেসরটি। ইভেন্টে এই নয়া ল্যাপটপগুলির দামের বিবরণ প্রকাশ করেনি সংস্থা। যদিও, এর প্রায় সকল স্পেসিফিকেশনই প্রকাশ করা হয়েছে।

নোকিয়া পিওরবুক ফোল্ড, পিওরবুক লাইট এবং পিওরবুক প্রো-এর স্পেসিফিকেশন (Nokia PureBook Fold, PureBook Lite এবং PureBook Pro Specifications)

নোকিয়া পিওরবুক ফোল্ড এবং পিওরবুক লাইট-এ ১৪ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, তবে পিওরবুক প্রো এসেছে ১৫.৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে। তিনটি ল্যাপটপই ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৯২০× ১,০৮০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ২৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এছাড়া, পিওরবুক ফোল্ডে একটি টাচ ডিসপ্লেও রয়েছে। ফোল্ড এবং লাইট মডেলগুলি ইন্টেল পেন্টিয়াম সিলভার এন৬০০০ প্রসেসর দ্বারা চালিত হয়, যেখানে প্রো মডেলে রয়েছে উচ্চতর ইন্টেল কোর আই৩ ১২২০পি চিপ। নিম্নস্তরের চিপসেটটি ইন্টেল কোর আই৩-এর চেয়ে আরও সাশ্রয়ী মূল্যের হবে বলে আশা করা যায়। এই মডেলগুলিতে ৮ জিবি র‍্যাম পাওয়া যাবে। মেমরির ক্ষেত্রে, ফোল্ড এবং লাইট মডেলে ১২৮ জিবি এসএসডি স্টোরেজ, আর পিওরবুক প্রো-এ ৫১২ জিবি এসএসডি স্টোরেজ মিলবে।

অপটিক্সের জন্য, Nokia PureBook Pro-এ একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং অ্যালুমিনিয়াম টপ ফ্রেম রয়েছে। আর ছোট মডেলগুলি একটি ১ মেগাপিক্সেলের ক্যামেরা এবং প্লাস্টিকের ফ্রেমের সাথে এসেছে। Nokia PureBook লাইনআপটি ব্লুটুথ ৫.০ সংযোগ এবং ওয়াইফাই ৫ সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য, ডিভাইসগুলিতে অন্তর্ভুক্ত রয়েছে দুটি ইউএসবি-সি ৩.২ পোর্ট, একটি ইউএসবি-এ ৩.২ পোর্ট এবং একটি ৩.২ মিলিমিটারের হেডফোন জ্যাক। নিরাপত্তার জন্য, এই নতুন নোকিয়া ল্যাপটপগুলিতে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও যুক্ত রয়েছে।

এছাড়া, ১৫.৬ ইঞ্চির Nokia PureBook মডেলে ব্যাকলিট কীবোর্ড ফাংশনালিটি উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, PureBook Pro-এ ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫৭ ওয়াটআওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, Lite এবং Fold মডেলগুলি ৪৪ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার এবং ৩৮ ওয়াটআওয়ারের ব্যাটারির সাথে এসেছে। কোম্পানির দাবি, ১৪ ইঞ্চির মডেলগুলি একবার চার্জে ৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করবে। Nokia PureBook সিরিজটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে রান করে। এছাড়া অডিওর জন্য, PureBook Pro একটি কোয়াড-স্পিকার সিস্টেম এবং PureBook Fold এবং PureBook Lite ডুয়েল স্পিকার অফার করবে। PureBook Lite এবং PureBook Fold-এর ওজন যথাক্রমে ১.৪৭ কিলোগ্রাম ও ২.৫ কিলোগ্রাম। তবে Pro মডেলের ওজন মাত্র ২ কিলোগ্রাম।

উল্লেখ্য, সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, নতুন ল্যাপটপগুলি চলতি মাসেই ফ্রান্সের বাজারে পা রাখবে, তবে এগুলির উপলব্ধতার সম্পূর্ণ বিবরণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এমনকি অফগ্লোবাল Nokia PureBook সিরিজের মূল্যের বিবরণও প্রকাশ করেনি।

Anwesha Nandi

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

5 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

5 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

6 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

8 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

8 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

9 hours ago