Samsung Galaxy Book 3: ভারতে শুরু হল স্যামসাংয়ের নতুন ল্যাপটপের প্রি-বুকিং, রয়েছে লোভনীয় অফার

Samsung তাদের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন সিরিজ, Galaxy S23 ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলা ‘Galaxy Unpacked’ ইভেন্ট চলাকালীন উন্মোচন করবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে। আর আজ, দক্ষিণ কোরিয়া ভিত্তিক এই টেক জায়ান্টটি তাদের লেটেস্ট Samsung Galaxy Book 3 নোটবুক সিরিজকেও এই একই দিনে অর্থাৎ ১লা ফেব্রুয়ারি আলোচ্য স্মার্টফোন লাইনআপের পাশাপাশি ভারতে লঞ্চ করতে চলেছে বলে ঘোষণা করলো। আবার ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের এক সপ্তাহ আগেই Samsung তাদের ভারতীয় গ্রাহকদের জন্য আলোচ্য নোটবুক সিরিজের রিজার্ভেশন চালু করেছে। এক্ষেত্রে আসন্ন গ্যালাক্সি ল্যাপটপ প্রি-অর্ডারকারীরা সর্বোচ্চ ৫,০০০ টাকা মূল্যের ভাউচার সহ একাধিক লঞ্চ অফারের লাভ ওঠাতে পারবেন। যদিও এইসকল অফার সীমিত সময়ের জন্যই বৈধ থাকবে। তাই চলুন দেরি না করে এবার Samsung Galaxy Book 3 নোটবুক সিরিজের প্রি-বুকিং অফার এবং সম্ভাব্য ফিচার সম্পর্কে বিস্তারতিভাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Book 3 series এর প্রি-অর্ডার শুরু হল ভারতে

স্যামসাং গ্যালাক্সি বুক ৩ সিরিজের অধীনে আসন্ন ল্যাপটপগুলি বর্তমানে – স্যামসাং ই-স্টোর (Samsung eStore), স্যামসাং স্মার্ট ক্যাফেস (Samsung Smart Cafes), স্যামসাং স্মার্ট প্লাজাস (Samsung Smart Plazas), ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart), অ্যামাজন (Amazon) সহ অন্যান্য রিটেল স্টোরের থেকে প্রি-অর্ডার করা যাবে। কি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, ল্যাপটপগুলির আগাম রিজার্ভেশন প্রক্রিয়া আগামী ৩১শে জানুয়ারি অর্থাৎ লঞ্চ হওয়ার আগের দিন পর্যন্ত বৈধ থাকবে।

লঞ্চ অফার হিসাবে, স্যামসাং ই-স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং অন্যান্য রিটেল আউটলেটগুলির মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি বুক ৩ সিরিজের ল্যাপটপগুলিকে প্রি-বুকিং করলে ৫,০০০ টাকার একটি ই-ভাউচার দেওয়া হবে। এই ই-ভাউচার ল্যাপটপ খরিদ্দারীর তারিখ থেকে ৩১শে মার্চের মধ্যে রিডিম করতে হবে, নতুবা ভাউচারটি এক্সপায়ার হয়ে যাবে। আবার, স্যামসাং স্মার্ট ক্যাফেস এবং স্মার্ট প্লাজার মাধ্যমে আলোচ্য লাইনআপের ডিভাইস আগাম বুকিংকারী ক্রেতারা ৫,০০০ টাকার সমতুল্য ৫,০০০ স্মার্ট ক্লাব পয়েন্ট পেয়ে যাবেন। উল্লেখিত পরিমাণ স্মার্ট ক্লাব পয়েন্ট তিন মাসের জন্য বৈধ থাকবে এবং পরবর্তী কেনাকাটার সময়ে রিডিম করা যাবে।

আবার যেসকল ব্যক্তি স্যামসাং শপ অ্যাপের মাধ্যমে সাইন আপ করে পরবর্তী-প্রজন্মের গালাক্সি ল্যাপটপ প্রি-রিজার্ভ করবেন তারা অতিরিক্তভাবে আরো ২% লয়ালিটি পয়েন্ট পেয়ে যাবেন। এছাড়া, প্রথমবারের জন্য স্যামসাং শপ অ্যাপ ব্যবহার করে কেনাকানা করছে এমন ক্রেতাদের ২,০০০ টাকার ওয়েলকাম ভাউচারও দেওয়া হবে।

Samsung Galaxy Book 3 Series এর সম্ভাব্য স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি বুক ৩ লাইনআপের অধীনে মোট পাঁচটি ল্যাপটপ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই মডেলগুলি – Samsung Galaxy Book 3, Book 3 360, Book 3 Pro, Book 3 Pro 360, এবং Book 3 Ultra নামে বাজারজাত হবে। আসন্ন এই ডিভাইসগুলির মধ্যে, ভ্যানিলা স্যামসাং গ্যালাক্সি বুক ৩ এবং গ্যালাক্সি বুক ৩ ৩৬০ মডেল দুটি ১৫-ইঞ্চির ডিসপ্লে সহযোগে আসতে পারে। গ্যালাক্সি বুক ৩ প্রো মডেলটি সম্ভবত দুটি ভিন্ন স্ক্রিন সাইজ বিকল্পের সাথে লঞ্চ হবে, যথা ১৪-ইঞ্চি এবং ১৬-ইঞ্চি। আবার, স্যামসাং গ্যালাক্সি বুক ৩ প্রো ৩৬০ এবং গ্যালাক্সি বুক ৩ আল্ট্রা ল্যাপটপ দুটি ১৬-ইঞ্চির একক ডিসপ্লে সাইজের সাথে আত্মপ্রকাশ করবে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে, গ্যালাক্সি বুক ৩ প্রো ৩৬০ নোটবুকটি ৩কে (3K) রেজোলিউশন সমর্থিত সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল অফার করবে বলে নিশ্চিত করা হয়েছে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের ক্ষেত্রে, আসন্ন গ্যালাক্সি নোটবুক লাইনআপ দুটি প্রসেসর ভ্যারিয়েন্টের সাথে উপলব্ধ হবে, যথা – ইন্টেল ইভো ১৩তম প্রজন্মের i5-1340P এবং i7-1360 চিপসেট। আর স্টোরেজ হিসাবে এগুলিতে ১৬ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম এবং সর্বোচ্চ ১ টেরাবাইট NVMe SSD PCIe Gen 4 রম পাওয়া যাবে।