একটানা চলবে 35 ঘন্টা, AMOLED স্ক্রিনের দুর্দান্ত ল্যাপটপ লঞ্চ করল Samsung

ফোন এবং ট্যাবলেট লঞ্চের ক্ষেত্রে স্যামসাং এই বছরটা ব্যস্ততার সাথে কাটিয়েছে। Samsung Galaxy S22 সিরিজ, Galaxy Z Fold 4 এবং Galaxy Tab S8 সিরিজ সহ দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি বিভিন্ন দামের পরিসরে বেশ কিছু ডিভাইস লঞ্চ করেছে। স্যামসাং বিভিন্ন বিভাগে বহু পণ্যও উন্মোচন করেছে। আর এখন কোম্পানি Samsung Galaxy Book2 Pro 360 ল্যাপটপের লঞ্চের মাধ্যমে বছর শেষ করলো। তবে জানিয়ে রাখি, এই ল্যাপটপটি এবছরের শুরুতেও লঞ্চ হয়েছিল। আজ্ঞে হ্যাঁ, কোম্পানি ২০২২ সালের ফেব্রুয়ারিতে Intel 12th gen প্রসেসর সহ Galaxy Book2 Pro 360 লঞ্চ করে। আর এবার স্যামসাং Qualcomm Snapdragon চিপসেট সহ ল্যাপটপটির আরেকটি ভ্যারিয়েন্ট বাজারে এনেছে৷ চলুন তাহলে Galaxy Book2 Pro 360-এর নয়া সংস্করণটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Book2 Pro 360-এর Qualcomm Snapdragon সংস্করণের স্পেসিফিকেশন

নতুন স্যামসাং গ্যালাক্সি বুক২ প্রো ৩৬০-এর ভিতরে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮সিএক্স জেন ৩ চিপসেট রয়েছে। এটি উইন্ডোজ-অন-এআরএম ডিভাইসের জন্য প্রথম ৫ ন্যানোমিটার-ভিত্তিক প্রসেসর। কিন্তু, চিপসেটটি নতুন নয়, কারণ এটি বেশ কিছুদিন ধরেই বাজারে উপলব্ধ। স্ন্যাপড্রাগন ৮সিএক্স জেন ৩ চিপটি ৮৫ শতাংশ পর্যন্ত ভাল মাল্টি-কোর সিপিইউ পারফরম্যান্স এবং ৬০ শতাংশ উন্নত জিপিইউ পারফরম্যান্স প্রদান করে বলে দাবি করা হয়েছে।

তবে, প্রসেসর ছাড়া নতুন Galaxy Book2 Pro 360-এর বাকি হার্ডওয়্যার ইন্টেল দ্বাদশ প্রজন্মের চিপসেট যুক্ত সংস্করণটির মতোই। এই “২-ইন-১” ল্যাপটপে ১৩.৩ ইঞ্চির স্ক্রিন রয়েছে। এর অ্যামোলেড (AMOLED) ডিসপ্লেটি ৩৬০ ডিগ্রি ফ্লিপ করে ট্যাবলেট হিসাবে ব্যবহার করা যেতে পারে। এটি স্যামসাংয়ের এস পেন (S Pen) স্টাইলাসও সাপোর্ট করে। স্ক্রিনটির সর্বোচ্চ উজ্জ্বলতা ৫০০ নিট।

আবার, ইন্টেল ভ্যারিয়েন্টের তুলনায় কোয়ালকম স্ন্যাপড্রাগন যুক্ত Samsung Galaxy Book2 Pro 360 ল্যাপটপটি প্রায় দ্বিগুণ ব্যাটারি লাইফ অফার করে বলে দাবি করা হয়েছে। স্যামসাং জানিয়েছে যে, কোয়ালকম স্ন্যাপড্রাগন-চালিত মডেলটি ৩৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। তুলনায়, ইন্টেল ভ্যারিয়েন্টটি একবার চার্জে ২১ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম। এই নতুন Galaxy Book2 Pro 360 ল্যাপটপে ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক সহ একাধিক পোর্ট রয়েছে৷ এর ওজন প্রায় ১.০৪ কেজি এবং ১১.৫ মিলিমিটার পাতলা৷ এটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে রান করে এবং মাইক্রোসফ্টের সিকিউরড-কোরড পিসি স্ট্যান্ডার্ড মেনে চলে।

Samsung Galaxy Book2 Pro 360-এর Qualcomm Snapdragon সংস্করণের দাম

দক্ষিণ কোরিয়ায় স্যামসাং গ্যালাক্সি বুক২ প্রো ৩৬০-এর স্ন্যাপড্রাগন চিপসেট যুক্ত ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ১৮,৯০,০০০ ওযন (প্রায় ১,২৩,৮০০ টাকা)। তুলনায়, ইন্টেল ভ্যারিয়েন্টটি ভারতে ১,১৫,৯৯০ টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ করা হয়েছিল।

উল্লেখযোগ্যভাবে, অতিরিক্ত মূল্যের বিনিময়ে ব্যবহারকারীরা গ্যালাক্সি বুক২ প্রো ৩৬০-এ ইন-বিল্ট ৫জি এবং ওয়াই-ফাই ৬ই সাপোর্ট সহ উচ্চতর সংযোগ পেতে পারেন। তবে, স্ন্যাপড্রাগন-চালিত গ্যালাক্সি বুক২ প্রো ৩৬০ ভারতের বাজারে কবে আসবে, সেসম্পর্কে এখনও কিছু নিশ্চিতভাবে জানায়নি স্যামসাং।