গত সপ্তাহে Redmi, Realme, Oppo-র এই নয়টি স্মার্টফোন ও টিভির দাম বেড়েছে, জানুন নতুন মূল্য

সাম্প্রতিক প্যানডেমিক পরিস্থিতি গোটা বিশ্বে সর্বত্র চরম প্রভাব ফেলেছে। এর মধ্যে যেমন রয়েছে দৈনিক জনজীবন, তেমনিই আবার রয়েছে ব্যবসায়িক ক্ষেত্র। ইলেকট্রনিক্স এবং সাপ্লাই চেন বাধাপ্রাপ্ত হওয়ায় উপাদান ঘাটতির দরুন পণ্যের মূল্যবৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। সেজন্য এই সপ্তাহে ভারতীয় ইলেকট্রনিক্স গ্যাজেট প্রেমীদের জন্য রয়েছে একটি মন খারাপ করা খবর, কারণ Xiaomi, Realme, Oppo-র মতো বেশ কয়েকটি ব্র্যান্ড তাদের ফোন এবং অন্যান্য ডিভাইসের দাম বাড়াবার কথা ঘোষণা করেছে। এই প্রসঙ্গে Xiaomi-র একজন মুখপাত্র সম্প্রতি এক বিবৃতিতে বলেন, ব্যাপক ডিম্যান্ড-সাপ্লাই মিসম্যাচের জন্য স্মার্টফোন, স্মার্টটিভি এবং অন্যান্য বৈদ্যুতিন গ্যাজেটগুলিতে ব্যবহৃত বেশিরভাগ উপাদানের (চিপসেট, ডিসপ্লে প্যানেল, ডিসপ্লে ড্রাইভার, ব্যাক প্যানেল, ব্যাটারি ইত্যাদি) দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নীচে উপরিউক্ত কোম্পানিগুলির ৯টি স্মার্টফোন ও টিভি-র কথা উল্লেখ করা হল যেগুলির দাম এই সপ্তাহে বৃদ্ধি পেয়েছে।

Oppo A11k: দাম বেড়েছে ৫০০ টাকা

Oppo A11k-এর ২ জিবি + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ৫০০ টাকা বেড়েছে। তাই আগে ডিভাইসটি ৮,৪৯০ টাকায় পাওয়া গেলেও এখন কেনার জন্য ৮,৯৯০ টাকা ব্যয় করতে হবে। এই স্মার্টফোনটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর দ্বারা চালিত, এবং এতে ৬.২২ ইঞ্চি HD+ ডিসপ্লে ও ১৩ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে।

Oppo A15: দাম বেড়েছে ৫০০ টাকা

Oppo A15 ফোনের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে। যেখানে ২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম আগে ছিল ৮,৯৯০ টাকা, কিন্তু এখন দাম বেড়ে হয়েছে ৯,৪৯০ টাকা। একইভাবে, ৩ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯০ টাকা থেকে বেড়ে এখন হয়েছে ১০,৪৯০ টাকা। এই স্মার্টফোনে আছে মিডিয়াটেক হেলিও পি৩৫ এসওসি, ৬.৫২ ইঞ্চি HD+ ডিসপ্লে, একটি ৪,২৩০ এমএএইচ ব্যাটারি, ও ১৩ এমপি+২ এমপি+২ এমপি ট্রিপল ক্যামেরা সেটআপ।

Oppo A15s: দাম বেড়েছে ১,০০০ টাকা

১,০০০ টাকা মূল্যবৃদ্ধির দরুন Oppo A15s-এর ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে গেলে এখন গ্রাহকদের ১১,৪৯০ টাকার পরিবর্তে ১২,৪৯০ টাকা খসাতে হবে। এই স্মার্টফোনটি মিডিয়াটেক হেলিও পি৩৫ এসওসি দ্বারা চালিত, এবং এতে ৬.৫২ ইঞ্চি HD+ ডিসপ্লে, একটি ৪,২৩০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি পিছনে ১৩ এমপি +২ এমপি +২ এমপি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে।

Oppo A53: দাম বেড়েছে ১,০০০ টাকা

Oppo A53-এর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১৬,৯৯০ টাকায় লঞ্চ হলেও, সম্প্রতি ১,০০০ টাকা দাম বাড়ার পর এটির নতুন দাম হয়েছে ১৭,৯৯০ টাকা। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ এসওসি দ্বারা চালিত এই স্মার্টফোনটিতে ৬.৫ ইঞ্চি HD+ ডিসপ্লে, একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১৩ এমপি +২ এমপি +২ এমপি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

Oppo F19: দাম বেড়েছে ১,০০০ টাকা

Oppo F19 স্মার্টফোনটির কেবলমাত্র একটি, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টই বাজারে উপলব্ধ। এটিকে ১৭,৯৯০ টাকায় লঞ্চ করা হলেও ১,০০০ টাকা দাম বাড়ায় এখন ১৮,৯৯০ টাকায় কিনতে হবে। এই স্মার্টফোনটিতে রয়েছে ৬.৪৩ ইঞ্চি FHD+ অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ এসওসি এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Realme Smart TV SLED 4K: দাম বেড়েছে ২,০০০ টাকা

৪২,৯৯৯ টাকায় লঞ্চ হওয়া এই স্মার্টটিভিটির দাম এখন ২,০০০ টাকা বেড়ে হয়েছে ৪৪,৯৯৯ টাকা। মিডিয়াটেক কোয়াড-কোর প্রসেসর দ্বারা চালিত এই স্মার্টটিভিতে রয়েছে ৫৫ ইঞ্চি 4K সিনেম্যাটিক SLED ডিসপ্লে, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি, ক্রোমা বুস্ট পিকচার ইঞ্জিন। এছাড়াও, টিভিটি স্ট্যান্ডার্ড, স্পোর্ট, গেম, ভিভিড, এনার্জি-এর মতো সাতটি ডিসপ্লে মোড অফার করে।

Realme Smart TV 4K: দাম বেড়েছে ১,০০০ টাকা

সম্প্রতি ১,০০০ টাকা দাম বাড়ায় ৪৩ ইঞ্চির Realme Smart TV 4K কিনতে গেলে এখন ক্রেতাদের ২৭,৯৯৯ টাকার বদলে ২৮,৯৯৯ টাকা ব্যয় করতে হবে। ৬৪ বিট মিডিয়াটেক কোয়াড-কোর প্রসেসর দ্বারা চালিত ও আল্ট্রা বেজেল-লেস ডিজাইনের এই স্মার্টটিভিটি TÜV Rheinland লো ব্লু লাইট সার্টিফিকেশন সহ এসেছে।

Xiaomi Redmi 9 Pro: দাম বেড়েছে ২,০০০ টাকা

Redmi 9 Pro-এর বেস ভ্যারিয়েন্টটির (৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রম) দাম ১,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে ১২,৯৯৯ টাকার এই স্মার্টফোনটি গ্রাহকদের এখন ১৩,৯৯৯ টাকায় কিনতে হবে। অন্যদিকে, ২,০০০ টাকা দাম বাড়ায় ৪ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টটির দাম ১৩,৯৯৯ টাকা থেকে বৃদ্ধি পেয়ে এখন হয়েছে ১৫,৯৯৯ টাকা।

Xiaomi Redmi 9 Pro Max: দাম বেড়েছে ২,০০০ টাকা

১৪,৯৯৯ টাকার Redmi 9 Pro Max-এর বেস ভ্যারিয়েন্টটির (৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রম) দাম ২,০০০ টাকা বাড়ায় এখন এটির দাম হয়েছে ১৬,৯৯৯ টাকা। আবার, ৬ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টটির দাম ১,০০০ টাকা বাড়ায় এখন ১৭,৪৯৯ টাকার বদলে ১৮,৪৯৯ টাকায় গ্রাহকদের এটি কিনতে হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন