খুব সস্তায় RedmiBook ল্যাপটপ কেনার সুযোগ দিচ্ছে Flipkart, ছাড় হিসেবে পাবেন একটি স্মার্টফোনের দাম

আপনি কি এই মুহূর্তে একটি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপের সন্ধানে আছেন? কিন্তু আপনার চাই ব্র্যান্ডেড প্রোডাক্ট? তাহলে একটু দাঁড়ান, কারণ আমাদের আজকের প্রতিবেদনে আছে আছে একটি সেরা ল্যাপটপের অফারের সন্ধান। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে জনপ্রিয় ই-কমার্স সাইট Flipkart, Xiaomi-র RedmiBook Pro ল্যাপটপ মডেলে প্রায় ২০,০০০ টাকার বেশি ছাড় দিচ্ছে। এই ল্যাপটপটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কাজের, যদিও কর্মজীবীরাও এটি স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন। আসুন, এখন RedmiBook Pro ল্যাপটপের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নিই।

RedmiBook Pro মডেলে বাম্পার ছাড় দিচ্ছে Flipkart

শাওমির রেডমিবুক প্রো ল্যাপটপের ৮ জিবি/৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৪৯,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এখন এটি বিশেষ অফারে ৩৯,৯৯০ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে, অর্থাৎ কোম্পানি এই ল্যাপটপে ১০,০০৯ টাকা টাকা ছাড় দিচ্ছে। তবে এখানেই অফারের শেষ নয়। নির্বাচিত ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড থেকে রেডমিবুক প্রো কিনলে ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। এর সাথে রয়েছে এক্সচেঞ্জ অফারও, যেখানে আপনারা ১১,৯০০ টাকা পর্যন্ত ভ্যালু পেতে পারেন। অর্থাৎ সমস্ত অফার মিলিয়ে আপনারা এই ল্যাপটপ ৩০,০০০ টাকারও কমে কিনতে পারবেন।
 
RedmiBook Pro ল্যাপটপের স্পেসিফিকেশন

রেডমিবুক প্রো ল্যাপটপে আছে ১৫.৬ ইঞ্চি ফুল-এইচডি অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন, যেখানে বেজেলযুক্ত মাল্টিটাচ ট্র্যাকপ্যাডের সুবিধা আছে। এর সাথে আছে একটি ব্যাকলিট কীবোর্ডও। এক্ষেত্রে ল্যাপটপটির ওয়েবক্যাম বা সামনের ক্যামেরায় ৭২০পি (এইচডি) রেজোলিউশনের ফিচার মিলবে।

এছাড়াও রেডমিবুক প্রো, ১১তম জেনারেশনের টাইগারলেক (TigerLake) ইন্টেল কোর আই৫-১১৩০০এইচ (i5-11300H) প্রসেসরের সাহায্যে চালিত হবে। থাকবে আইরিস এক্সই আইজিপিউ (Iris Xe iGPU), ৮ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজের সুবিধা। অন্যদিকে এটি একবার চার্জে ১০ ঘন্টা চলবে বলে কোম্পানির মত। ল্যাপটপটির ওজন ১.৮ কেজি।