LG 4000mAh ব্যাটারির সাথে লঞ্চ করলো তিনটি ফোন, দাম শুরু 8,999 টাকা থেকে

দক্ষিণ কোরিয়ান কোম্পানি LG ভারতে W10, W30 এবং W30 Pro লঞ্চ করলো। এই সমস্ত ফোন ‘মেড ইন ইন্ডিয়া’ অর্থাৎ ভারতেই বানানো হয়েছে। এইসব ফোন বাজেট রেঞ্জে লঞ্চ করা হয়েছে। LG W30 এবং LG W10 এর দাম 8,999 থেকে শুরু করেছে এবং তিনটি ফোনে 4000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। তবে LG W30 Pro এর দাম এখনো জানা যায়নি। LG W30 এবং LG W10 3 জুলাই Amazon থেকে বিক্রি শুরু হবে।

LG W30 Pro ফিচার:

এই ফোনে 6.27 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যার আসপেক্ট রেশিও 19:9 । এই ফোনে 1.8 গিগাহার্টজ অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 632 প্রসেসর ও 4 জিবি র‌্যাম দেওয়া হয়েছে। আবার এতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ক্যামেরার কথা বললে এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এর প্রাইমারি সেন্সর 13 মেগাপিক্সেল, দ্বিতীয়টি 5 মেগাপিক্সেল এবং তৃতীয়টি 8 মেগাপিক্সেল। এছাড়া 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। ফাস্ট চার্জারের সাথে এই ফোনে 4000 এমএএইচ ব্যাটারি আছে।

LG W30 দাম ও ফিচার: 

এই ফোনের দাম 9,999 টাকা। ফোনে 6.26 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডট ফুল ভিশন ডিসপ্লে দেওয়া হয়েছে, যার আসপেক্ট রেশিও 19:9 । এই ফোনে 2 গিগাহার্টজ অক্টা কোর মিডিয়াটেক হেলিও পি 22 প্রসেসর ও 3 জিবি র‌্যাম আছে। এছাড়াও এই ফোনে পাবেন 32 জিবি স্টোরেজ। এই ফোনেও তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর প্রাইমারি সেন্সর 12 মেগাপিক্সেল, দ্বিতীয়টি ওয়াইড এঙ্গেল লেন্সের সাথে 13 মেগাপিক্সেল এবং তৃতীয়টি 2 মেগাপিক্সেল। এছাড়াও পাবেন 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনে ফেস আনলক ফিচার সাপোর্ট করে।

LG W10 দাম ও ফিচার:

এই ফোনের দাম 8,999 টাকা। ফোনটি 6.19 ইঞ্চি এইচডি প্লাস ফুলভিশন ডিসপ্লের সাথে এসেছে। যার আসপেক্ট রেশিও 18:9 । এই ফোনে 2 গিগাহার্টজ অক্টা কোর মিডিয়াটেক হেলিও পি 22 প্রসেসর ও 3 জিবি র‌্যাম আছে। এছাড়াও এই ফোনে পাবেন 32 জিবি স্টোরেজ। এলজির এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যার প্রথমটি 13 মেগাপিক্সেল এবং দ্বিতীয়টি 5 মেগাপিক্সেল। এছাড়াও এই ফোনে 8  মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন।

পড়ুন : 5 টি ক্যামেরার সাথে লঞ্চ হলো LG V40 ThinQ , জানুন ফিচার ও মূল্য

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

টেক ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন – এখানে ক্লিক করুন

সমস্ত খবরের আপডেট পেতে এখানে লাইক দিন!