5G লঞ্চ হতেই দাম কমছে 4G ফোনের, মাত্র ৪৮৪৯ টাকা থেকে কিনুন Redmi, itel ব্যান্ডের জনপ্রিয় তিনটি ফোন

Jio ও Airtel ইতিমধ্যেই ভারতে 5G পরিষেবা চালু করেছে। যারপর মানুষ 5G কানেক্টিভিটি যুক্ত ফোন কেনার পরিকল্পনা করছে। এই কারণে 4G ফোনের চাহিদা কমেছে। তাই Redmi, itel এর মতো ব্র্যান্ড স্টক খালি করার জন্য 4G ফোনের দাম কমাচ্ছে। এই প্রতিবেদনে আমরা উল্লেখিত দুটি ব্র্যান্ডের তিনটি ফোনের বিষয়ে বলবো, যেগুলো এখন ৪,৮৪৯ টাকা থেকে পাওয়া যাচ্ছে।

itel A23S

আইটেল এ২৩এস ফোনে আছে ৫ ইঞ্চি ডিসপ্লে, যার রেজোলিউশন ৪৮০ x ৮৫৪ পিক্সেল। এতে কোয়াড কোর প্রসেসর দেওয়া হয়েছে। আর ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলে। ফোনটি ২ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ এবং ৩,০২০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। ফ্লিপকার্টে এই ফোনের দাম রাখা হয়েছে ৪,৮৪৯ টাকা।

Redmi 9 Activ

অ্যামাজনে রেডমির এই ফোনের দাম ৭,২৯৯ টাকা। তবে ব্যাঙ্ক অফারে ফোনটি আরও কমে পাওয়া যাবে। এতে রয়েছে ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। আবার এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

itel Vision 3 Turbo

আইটেলের ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এই ফোনের দাম অ্যামাজনে ৭,৮৫৯ টাকা। তবে মনে রাখবেন, এর ৬ জিবি র‌্যামের মধ্যে ৩ জিবি র‌্যাম ভার্চুয়াল র‌্যাম প্রযুক্তি দ্বারা ডিভাইসে যুক্ত আছে। এছাড়া এই ফোনে পাওয়া যাবে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৮ মেগাপিক্সেল এআই ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৬.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে ও অক্টা কোর প্রসেসর সহ এসেছে।