দুর্দান্ত সেল ফ্লিপকার্ট – অ্যামাজনের, 15 হাজার টাকা কমে Redmi, Realme, Samsung এর 5G ফোন

উল্লেখিত ফোনগুলি জনপ্রিয় ই-কমার্স সাইট Flipkart এবং Amazon থেকে ১৫,০০০ টাকার কমে কেনা যাবে

4G-এর জমানা এখন কার্যত অতীত, কারণ গত বছরের অক্টোবর মাসের গোড়ার দিকে ভারতে রোলআউট হয়ে গিয়েছে 5G পরিষেবা। তাই স্মার্টফোন কোম্পানিগুলি বাজারে একের পর এক এই নেক্সট জেনারেশন নেটওয়ার্ক সাপোর্টের ফোন নিয়ে হাজির হচ্ছে। সেক্ষেত্রে যারা ভাবছেন যে এই নতুন প্রযুক্তির হ্যান্ডসেট কিনতে হলে পকেটের উপর বেশ ভালোরকম চাপ পড়বে, তাদেরকে বলি, এই ধারণা সম্পূর্ণ ভুল; কারণ চলতি সময় মার্কেটে এমন অনেক 5G স্মার্টফোন উপলব্ধ রয়েছে, যেগুলির দাম ১৫,০০০ টাকারও কম! আজ্ঞে হ্যাঁ! ইদানীংকালে iQOO Z6 Lite 5G, Redmi 11 Prime 5G, Samsung Galaxy F23 5G, Realme 9i 5G-এর মতো ফোনগুলি জনপ্রিয় ই-কমার্স সাইট Flipkart এবং Amazon থেকে ১৫,০০০ টাকার কমে কেনা যাবে। তাই আপনাদের মধ্যে যারা হালফিলে একটি নয়া 5G হ্যান্ডসেট কিনতে আগ্রহী, তাদের জন্য আজ আমরা উল্লিখিত স্মার্টফোনগুলির দাম এবং স্পেসিফিকেশন এই প্রতিবেদনে জানাতে চলেছি।

iQOO Z6 Lite 5G

আইকোর এই স্মার্টফোনটির ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি চলতি সময়ে অ্যামাজন থেকে কিনতে হলে ক্রেতাদের ১৩,৯৯৯ টাকা খরচ করতে হবে। ডিভাইসটিতে রয়েছে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে, যা ২,৪০৮ x ১,০৮০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। স্ন্যাপড্রাগন ৪ জেন (Snapdragon 4 Gen 1) চিপসেট দ্বারা চালিত এই হ্যান্ডসেটে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ভিত্তিক ফানটাচ ওএস ১২ (FunTouch OS 12) কাস্টম স্কিন। ফটো ও ভিডিওগ্রাফির জন্য ডিভাইসটিতে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Redmi 11 Prime 5G

রেডমি ১১ প্রাইম ৫জি ফোনে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০৮ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ (MediaTek Dimensity 700) প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। ক্যামেরার কথা বললে, ডিভাইসটির পিছনে দেখা যাবে ডুয়াল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য হ্যান্ডসেটটির সামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমির এই ডিভাইসে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, এবং এটিকে চার্জ করার জন্য ফোনের বক্সের ভিতরে ২২.৫ ওয়াট চার্জার মজুত রয়েছে৷ বর্তমানে অ্যামাজনে হ্যান্ডসেটটির ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৪৯৯ টাকা।

Samsung Galaxy F23 5G

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি ফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ইনফিনিটি-ইউ ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি (Qualcomm Snapdragon 750G) অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জেএন১ (Samsung ISOCELL JN1) প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এছাড়া, সেলফি ও ভিডিও চ্যাটের জন্য ডিভাইসটির সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্যামসাংয়ের এই ফোনটির ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজযুক্ত মডেলটি বর্তমানে ফ্লিপকার্ট থেকে ১৩,৯৯৯ টাকায় কেনা যাবে।

Realme 9i 5G

রিয়েলমি ৯আই ৫জি স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টে ১৪,৯৯৯ টাকা। ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৪০০ নিটস ব্রাইটনেস অফার করবে। ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ (MediaTek Dimensity 810) প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিন পাওয়া যাবে। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি পোর্ট্রেট শুটার ও একটি ম্যাক্রো ক্যামেরা। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য হ্যান্ডসেটটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।