Tecno Camon 18: ১৫ হাজার টাকার কমে ১১ জিবি র‌্যামের ফোন এনে চমকে দিল টেকনো

প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ২৩ ডিসেম্বর ভারতের বাজারে লঞ্চ হল Tecno Camon 18। গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করার প্রায় তিন মাসের মাথায় সংস্থাটি তাদের এই লেটেস্ট হ্যান্ডসেটকে ভারতে নিয়ে এল। বাজেট সেগমেন্টের অধীনে আসা এই স্মার্টফোনে একাধিক ক্যামেরা-কেন্দ্রিক ফিচার বর্তমান। যেমন, এতে থাকা ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৪৮ মেগাপিক্সেলের সেলফি সেন্সর, সংস্থার নিজস্ব TAIVOS টেকনোলজি সমন্বিত লো-লাইট ফটোগ্রাফি মোড সহ স্লো মোশান, আই ফোকাস, ভিডিও বেকেহ ইত্যাদি মোড সাপোর্ট করে। এছাড়া এই ফোনটি, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট এবং ৭ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড মেমরি সহ এসেছে। সর্বোপরি, নবাগত এই ফোনে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থন করে বলে সংস্থার দাবি। আসুন Tecno Camon 18 স্মার্টফোনের দাম, লভ্যতা ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

টেকনো ক্যামন ১৮ দাম ও লভ্যতা (Tecno Camon 18 price & availability)

ভারতে টেকনো ক্যামন ১৮ স্মার্টফোনের দাম ১৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। এই দাম ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের। আগ্রহীদের জানিয়ে রাখি, সদ্য লঞ্চ হওয়া এই হ্যান্ডসেটকে আগামী ২৭ ডিসেম্বর থেকে দেশের শীর্ষস্থানীয় অনলাইন স্টোর এবং রিটেল চ্যানেলের মাধ্যমে কেনা যাবে। এটি দুটি কালার অপশনে উপলভ্য, যথা – ডাস্ক গ্রে ও আইরিশ পার্পেল।

অফারের কথা বললে, টেকনো ক্যামন ১৮ স্মার্টফোন খরিদ করলে, সাথে একটি বাডস ২ ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস (Buds 2 true wireless earbuds) সম্পূর্ণ বিনামূল্যে পকেটস্থ করে নিতে পারবেন ক্রেতারা।

টেকনো ক্যামন ১৮ স্পেসিফিকেশন (Tecno Camon 18 Specifications)

ডুয়েল সিমের টেকনো ক্যামন ১৮ স্মার্টফোনে রয়েছে একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪৬০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল স্টাইল এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৩৯৬ পিপিআই পিক্সেল ডেন্সিটি ও ৫০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। আবার, ফাস্ট পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক হাইওএস ৮.০ কাস্টম স্কিনে রান করবে। হ্যান্ডসেটটি ৪ জিবি LPDDR4 র‌্যাম এবং ১২৮ জিবি মেমরি সহ পাওয়া যাবে। পাশাপাশি এতে ৭ জিবি ভার্চুয়াল র‌্যাম ফিচার সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Tecno Camon 18 ফোনে ডুয়েল ফ্ল্যাশ সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও একটি এআই লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৪৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। প্রসঙ্গত, ফোনের রিয়ার ক্যামেরাগুলি, সংস্থার নিজস্ব TAIVOS টেকনোলজি সমর্থিত লো-লাইট ফটোগ্রাফি মোড ও ২কে (2K) টাইম ল্যাপস ফটোগ্রাফি তথা ভিডিওগ্রাফি সাপোর্ট করে। এছাড়া, স্লো মোশান, নাইট ভিডিও মোড, ভিডিও বেকেহ সহ একাধিক ক্যামেরা ফিচারের সুবিধা পাওয়া যাবে নবাগত এই ফোনে। পরিশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Camon 18 ফোনে আছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে বলে টেকনো দাবি করেছে।