5G Smartphones under 15000: Flipkart থেকে কিনুন এই ৪টি ফোন, মিলবে দুর্দান্ত ব্যাটারি ও ক্যামেরা

খাদ্য, বস্ত্র, বাসস্থান – মানুষের চিরকালীন প্রয়োজনীয়তা। তবে বর্তমান ডিজিটাল যুগে প্রায় সবারই অন্যতম প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোন। বলতে গেলে, এই খুদে ইলেকট্রনিক্সটি ছাড়া এখন এক মুহূর্ত চলা ভার! মানুষের এই চাহিদার কারণে বাজারে এখন বিভিন্ন রকমের স্মার্টফোন প্রচুর সংখ্যায় উপলব্ধ রয়েছে; এদের দামের বহরও ভিন্ন ভিন্ন। সেক্ষেত্রে আপনি যদি বর্তমানে ১৫,০০০ টাকার কমে একটি 5G স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য আজ রয়েছে কিছু সেরা বিকল্পের সন্ধান। আসলে বেশ কিছু মাস হল দেশে 5G চালু হয়েছে, আর হাতে একটি 5G ফোন থাকলেই ফ্রি-তে ব্যবহার করা যাচ্ছে আনলিমিটেড হাই-স্পিড ইন্টারনেট। এমতাবস্থায় আপনি কম বাজেটে 5G ফিচারের সাথে দুর্দান্ত পারফরম্যান্স এবং শক্তিশালী ব্যাটারি পেতে পারেন, যদি আপনি Poco M4 Pro 5G, iQOO Z6 Lite 5G এবং OPPO A74 5G-র মত ফোনগুলি কেনেন। এই ফোনগুলিতে এখন Flipkart অফার দিচ্ছে।

১৫,০০০ টাকার কমে কিনুন এই স্মার্টফোনগুলি, পাবেন সেরা ফিচার

১. Realme 9i 5G: এই ফোনে ৬.৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে (রেজোলিউশন ১০৭০×২৪৮০ পিক্সেল, রিফ্রেশ রেট ৯০ হার্টজ), অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ইন-বিল্ট অ্যান্ড্রয়েড ১২ সফ্টওয়্যার রয়েছে। সাথে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত (অ্যাপারচার এফ/১.৮) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এই রিয়েলমি স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম এবং ৬৪ স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১৪,৯৯৯ টাকা।

২. Poco M4 Pro 5G: পোকো এম৪ ৫জিতেও ৬.৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে (রেজোলিউশন ১০৭০×২৪৮০ পিক্সেল, রিফ্রেশ রেট ৯০ হার্টজ), অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তবে এটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করে।

পোকো এম৪ প্রো ৫জির ৪ জিবি + ৬৪ স্টোরেজ সংস্করণের দাম পড়বে ১৪,৯৯৯ টাকা।

৩. iQOO Z6 Lite 5G: তালিকার এই তৃতীয় ফোনে আপনারা পাবেন ১২০ হার্টজ রিফ্রেশ রেট বিশিষ্ট ৬.৫৮ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০৮) অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত (অ্যাপারচার এফ/১.৮) ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

এই ফোনের ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ বিশিষ্ট ভ্যারিয়েন্টটি কিনতে গেলে ১৩,৯৯৯ টাকা খরচ হবে।

৪. OPPO A74 5G: ওপ্পো এ৭৪ ৫জি মডেলে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে; সাথে আছে স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

এই ফোনের ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১৫,৪৯০ টাকা।

উল্লেখ্য, এই প্রতিবেদনটি লেখার সময় ফ্লিপকার্টে চারটি ফোনই উল্লিখিত দামে উপলব্ধ ছিল। আর এগুলি কেনার ক্ষেত্রে আগ্রহীরা এক্সচেঞ্জ অফার, ব্যাঙ্ক অফার ইত্যাদির সুবিধা পাবেন।