Acer আনল নয়া কনভার্টেবল ল্যাপটপ ConceptD 3 Ezel, রয়েছে 11th Gen Intel i7 প্রসেসর

Acer তাদের নয়া কনভার্টেবল ল্যাপটপ, ConceptD 3 Ezel Designer Book লঞ্চ করল। গতবছর জুলাই মাসে এর পূর্বসূরীর আত্মপ্রকাশ ঘটেছিল। ছিমছাম দেখতে এই নোটবুকটি ৩৬০ ডিগ্রি…

Acer তাদের নয়া কনভার্টেবল ল্যাপটপ, ConceptD 3 Ezel Designer Book লঞ্চ করল। গতবছর জুলাই মাসে এর পূর্বসূরীর আত্মপ্রকাশ ঘটেছিল। ছিমছাম দেখতে এই নোটবুকটি ৩৬০ ডিগ্রি ইজেল হিঞ্জ ডিজাইনের সাথে এসেছে। নোটবুকটি গ্রাফিক ডিজাইনার এবং শিল্পীদের লক্ষ্য করে তৈরি, তাই এতে AES এবং ERM প্রযুক্তিযুক্ত একটি স্টাইলিস পেন দেওয়া হয়েছে। আসুন Acer ConceptD 3 Ezel Designer Book এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Acer ConceptD 3 Ezel Designer Book দাম ও লভ্যতা

আই৭-১১৮০০এইচ প্রসেসর এবং আরটিএক্স ৩০৫০টি গ্রাফিক্সযুক্ত এসার কনসেপ্টডি ৩ ইজেল ডিজাইনার বুক এখন শুধুমাত্র চীনে লঞ্চ হয়েছে। এর দাম রাখা হয়েছে ১০,৯৯৯ ইউয়ান (প্রায় ১,৩১০০০ টাকা)। তবে বিশ্বের অন্যান্য অঞ্চলে কবে এই ল্যাপটপ লঞ্চ হবে সে বিষয় এখনো পর্যন্ত সংস্থাটি কোনো তথ্য প্রকাশ করেনি। আপাতত কনসেপ্টডি ৩ ইজেল ডিজাইনার বুক একটি সাদা রঙের থিমে উপলব্ধ।

Acer ConceptD 3 Ezel Designer Book ফিচার ও স্পেসিফিকেশন

এসার কনসেপ্টডি ৩ ইজেল নোটবুকটির স্পেসিফিকেশনের কথা বললে, এটি ১৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লের সাথে এসেছে, যা ১০০% অ্যাডোব আরজিবি কভারেজ প্যান্টোন সার্টিফাইড। উপরন্তু, ডিসপ্লের উপরে সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস দেওয়া হয়েছে। এতে রয়েছে ইন্টেল টাইগার লেক কোর আই৭-১১৮০০এইচ প্রসেসর এবং একটি Nvidia GeForce RTX ৩০৫০টিআই গ্রাফিক্স। এছাড়া এই নোটবুকে রয়েছে ১৬ জিবি পর্যন্ত ডিডিআর৪ এসডি র‌্যাম এবং ১ টিবি পর্যন্ত PCIe সলিড-স্টেট ড্রাইভ।

এছাড়া Acer ConceptD 3 Ezel Designer Book এর কানেক্টিভিটি অপশনে সামিল আছে একটি এইচডি ওয়েবক্যাম, দুটি ইউএসবি ৩.২ টাইপ-এ স্লট, এসডি ৭.০ কার্ড রিডার, একটি অডিও কম্বো জ্যাক, থান্ডারবোল্ট ৪ এবং একটি ১.৪ মিনি ডিসপ্লেপোর্ট। এতে এইচডিএমআই ২.০ পোর্টও উপস্থিত।