Acer Swift X ল্যাপটপে থাকবে Intel Arc GPU, লঞ্চ হল Acer Aspire Vero National Geographic Edition

Acer Swift X ল্যাপটপ সর্বপ্রথম ইন্টেল আর্ক প্রসেসরের সাথে শীঘ্রই বাজারে আসতে চলেছে। ল্যাপটপটি সিইএস ২০২২ (CES 2022)-ইভেন্টে প্রকাশ্যে আনা হবে বলেও মনে করা হচ্ছে। এটি Ryzen 6000 এবং Intel Alder Lake-P- এই দুধরনের প্রসেসরের সাথে পাওয়া যাবে। আবার, আজ ৫ই জানুয়ারি সিইএস ২০২২ (CES 2022)-ইভেন্ট শুরুর আগেই সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, Acer Aspire Vero National Geographic Edition ল্যাপটপটিকে পোস্ট-কনজিউমার রিসাইকেলড (PCR) প্লাস্টিক থেকে তৈরি একটি চ্যাসিস সহ আনা হয়েছে। এটি মূলত কোম্পানির পূর্ববর্তী Acer Aspire Vero ল্যাপটপেরই একটি বিশেষ সংস্করণ, যা এই বছরের শুরুতে লঞ্চ করা হয়েছিল।

Acer Swift X আসছে Intel Arc Alchemist discrete GPU সহ

VideoCardz মারফত উঠে আসা তথ্য থেকে জানা গিয়েছে, আসন্ন এসার সুইফট এক্স প্রথম ল্যাপটপ হিসেবে ইনটেল আর্ক অ্যালকেমিষ্ট জিপিইউ সহ আসতে চলেছে। ল্যাপটপটি তার পূর্বসূরি, এসার সুইফট এক্স এর মতো একই রকম ডিজাইনসহ আসবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি, পূর্ববর্তী এসার সুইফট এক্স মডেলটি ১১ প্রজন্মের ইন্টেল কোর টাইগার লেক এইচ ৩৫ ও এএমডি রাইজেন ৫০০০ইউ প্রসেসরের সাথে লঞ্চ করা হয়েছিল। সাথে ছিল আরটিএক্স ৩০৫০ টিআই জিপিইউ।

Acer Aspire Vero National Geographic Edition দাম ও লভ্যতা

ফ্রান্সে নতুন এসার অ্যাসপায়ার ভেরো ন্যাশানাল জিওগ্রাফিক এডিশন ল্যাপটপটির দাম রাখা হয়েছে ৮৯৯ ইউরো, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭৫,৮০০ টাকার সমান। আবার, চীনে এর দাম ধার্য করা হয়েছে ৫,৪৯৯ ইউয়ান, ভারতীয় মুদ্রার হিসেবে যা প্রায় ৬৪,৫০০ টাকা। ল্যাপটপটি সম্ভবত মার্চ মাস থেকে ফ্রান্সে বিক্রি শুরু করবে। তবে, চীনের বাজারে এটি জানুয়ারি মাস থেকেই উপলব্ধ থাকবে।

এই ল্যাপটপটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একাধিক দেশেও বিক্রি করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। কোম্পানিটির মতে ল্যাপটপটি কিনলে, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির “অন্বেষণ, গবেষণা এবং শিক্ষা” ক্ষেত্রে অনেকাংশে লাভ হবে।

Acer Aspire Vero National Geographic Edition স্পেসিফিকেশন

এই ল্যাপটপে একাদশ জেনারেশনের ইন্টেল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে আছে ইন্টেল আইরিশ এক্সই গ্রাফিক্স। এটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। তবে এসার এখনও তাদের নতুন অ্যাসপায়ার ভেরো ন্যাশানাল জিওগ্রাফিক এডিশন ল্যাপটপের অতিরিক্ত স্পেসিফিকেশন সম্পর্কিত কোনো তথ্য সামনে আনেনি। প্রসঙ্গত, অ্যাকর অ্যাসপায়ার ভিরো ল্যাপটপ ২০২১ সালের ডিসেম্বরে কোয়াড-কোর ইন্টেল কোর আই৫-১১৫৫জি৭ প্রসেসরের সাথে লঞ্চ করা হয়েছিল, যার সাথে ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম এবং ৫১২ জিবি এনভিএমই এসএসডিও যুক্ত ছিল।

যাইহোক, নতুন ল্যাপটপটি পরিবেশবান্ধব ডিজাইন সহ এসেছে। এর সম্পূর্ণ চেসিস জুড়ে ৩০% পিসিআর প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে। একইভাবে, ল্যাপটপের স্ক্রিন এবং কীক্যাপ গুলিতেও যথাক্রমে ৩০% এবং ৫০% পিসিআর প্লাস্টিক ব্যবহার রয়েছে।

এছাড়া, ল্যাপটপটি সহজ সারাই করা যাবে বলে কোম্পানির দাবি। এতে, ১১ টি ফিলিপস-হেড স্ক্রু সহ এসএসডির সহজ প্রতিস্থাপনের বৈশিষ্ট্য যুক্ত রয়েছে। Acer Aspire Vero National Geographic Edition-ল্যাপটপটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে ইউএসবি টাইপ সি, দুটি ইউএসবি ৩.২, জেন ১ টাইপ-এ পোর্ট সহ ওয়াই ফাই ৬ সামিল রয়েছে। কোম্পানির মতে, ল্যাপটপ বন্ধ থাকা অবস্থাতেও এই পোর্টগুলির মধ্যে মোবাইল ডিভাইস চার্জিং এর জন্যও ব্যবহার করা যেতে পারে।

Tech Gup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে…

11 mins ago

স্প্লেন্ডরের দ্বিগুণ! 23 লিটারের ফুয়েল ট্যাংক এই মোটরসাইকেলে, লঞ্চের আগে শুরু বুকিং

BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW…

35 mins ago

8199 টাকা থেকে পাওয়া যাচ্ছে LED Smart TV, 12 হাজার টাকার কমে সেরা 5 টিভি দেখুন

বাজেটের মধ্যে নতুন Smart TV খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা অ্যামাজনে বিক্রি…

1 hour ago

Samsung এর বর্ষার অফার, Galaxy A15 5G পাওয়া যাচ্ছে লোভনীয় অফারে

20 হাজার টাকার মধ্যে অত্যাধুনিক ফিচারের ফোন খোঁজ করলে দারুণ খবর। স্যামসাংয়ের ওয়েবসাইটে, গ্যালাক্সি এ…

2 hours ago

Shakib Al Hasan: সিরিজ ছেড়ে তৎক্ষণাৎ দেশে ফিরতে হবে শাকিবকে, বাংলাদেশ বোর্ডকে নোটিশ দিল ICC

গতকাল বাংলাদেশে একটি হত্যা মামলায় অভিযুক্ত হিসাবে উঠে এসেছে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার শাকিব আল…

2 hours ago

“ক্রিকেটের মাঠ…” অবসর নেওয়ার পর শিখরকে স্পেশাল মেসেজ দিলেন শচীন তেন্ডুলকার

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে…

3 hours ago