Airtel গ্রাহকদের জন্য সুখবর, সমস্ত প্ল্যানের থেকে উঠে গেল ডেটা লিমিট, মিলবে Unlimited 5G Data

Reliance Jio ইতিমধ্যেই তাদের 'Jio 5G Welcome' অফারের অধীনে সীমাহীন 5G ডেটা ব্যবহারের সুবিধা প্রদান করছে

ভারতের প্রথমসারির টেলিকম অপারেটিং সংস্থা Airtel সম্প্রতি তাদের প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য ‘আনলিমিটেড 5G ডেটা’ (Unlimited 5G Data) নামের একটি নতুন অফার চালু করেছে। সংস্থাটির ঘোষণা অনুসারে, ২৩৯ টাকা এবং তার অধিক মূল্যের সমস্ত প্ল্যানের জন্য ইন্টারনেট ডেটা লিমিট সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ 5G নেটওয়ার্ক ব্যবহার করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ডেটা লিমিট থাকবে না এবং যত খুশি ইন্টারনেট ব্যবহার করা যাবে। সর্বোপরি এই অফারটি সংস্থার প্রত্যেকটি পোস্টপেইড ও প্রিপেইড প্ল্যান ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। অতএব, আপনারা যদি Airtel গ্রাহক হয়ে থাকেন এবং একই সাথে 5G মোবাইলের মালিক হন, তবে এখন থেকে দৈনিক ডেটা লিমিট বা দৈনিক ডেটা কোটা নিয়ে আর চিন্তা করতে হবে না।

এই অফারটি ঘোষণা করার কারণ ব্যাখ্যা করে এয়ারটেল জানিয়েছে যে – “আনলিমিটেড ৫জি ডেটা অফার করার কারণ হল, এয়ারটেল গ্রাহকেরা যাতে ৫জি পরিষেবা ব্যবহারের অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। এক্ষেত্রে এলিজিবল প্ল্যানের অধীনে যেকোনো এয়ারটেল গ্রাহক, যাদের কাছে ৫জি-এনাবল ডিভাইস রয়েছে এবং যারা কোনো একটি এয়ারটেল ৫জি প্লাস (Airtel 5G Plus) নেটওয়ার্ক সার্কেলের বাসিন্দা, তারা এখন সীমাহীন ৫জি ডেটা উপভোগ করতে পারবেন।”

প্রসঙ্গত আপনাদের অবগতের জন্য জানিয়ে রাখি, এয়ারটেল ৫জি প্লাস (Airtel 5G Plus) বর্তমানে ভারতের প্রায় ২৭০টি শহরে উপলব্ধ। যদিও পরিসংখ্যানের নিরিখে এয়ারটেল, রিলায়েন্স জিওর থেকে অনেকটাই পিছিয়ে আছে। কেননা মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটি ৫জি নেটওয়ার্ক রোলআউট হওয়ার ৬ মাসের মধ্যেই মোট ৩৬৫টি শহরে তাদের ‘ট্রু ৫জি’ (True 5G) পরিষেবা পৌঁছে দিয়েছে। শুধু তাই নয় যে, ২০২৩ সালের মধ্যে সারা দেশের প্রতিটি অঞ্চলে ৫জি পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে জিও। অন্যদিকে এয়ারটেল ঘোষণা করেছে যে, ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে দেশের প্রতিটি কোণায় ৫জি প্লাস পরিষেবার সুবিধা পৌঁছে দেবে।

যাইহোক আপনাদের মধ্যে যারা Airtel সংস্থার গ্রাহক, তারা “আনলিমিটেড ৫জি ডেটা” অফারটির ফায়দা ওঠাতে চাইলে প্রথমেই ‘এয়ারটেল থাঙ্কস’ (Airtel Thanks) অ্যাপটি ওপেন করুন। এবার হোম পেজ সহ অন্যান্য সেকশনেও এই অফারটির জন্য ব্যানার দৃশ্যমান হবে। যেকোনো একটি ব্যানারে ট্যাপ করলেই বিশদ পেয়ে যাবেন। প্রিপেইড গ্রাহকদের জন্য, আনলিমিটেড 5G ডেটা অফারটি রিচার্জ প্যাকের বৈধতা শেষ না হওয়া পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। আর পোস্টপেইড গ্রাহকেরা, তাদের পরবর্তী বিল জেনারেশন পর্যন্ত সীমাহীন 5G ডেটা ব্যবহার করতে পারবেন।

ভারতী এয়ারটেল সংস্থার কনজিউমার বিজনেসের ডিরেক্টর শাশ্বত শর্মা মন্তব্য করেছেন যে – “আমরা আমাদের গ্রাহকদের বেস্ট-ইন-ক্লাস প্রোডাক্ট এবং পরিষেবা দিয়ে আনন্দে রাখতে চাই। এই ইন্ট্রোডাক্টরি অফারটি, গ্রাহকদের ডেটা লিমিট নিয়ে চিন্তা না করেই দুর্দান্ত স্পিডের সাথে ইন্টারনেট ব্যবহার করতে, ভিডিও স্ট্রিম করতে, চ্যাট করতে এবং অন্যান্য সুবিধা উপভোগ করতে দেবে। এই অফারের সাথে আমাদের গ্রাহকরা ওয়ার্ল্ড-ক্লাস এয়ারটেল ৫জি প্লাস পরিষেবার শক্তি উপলব্ধ ও উপভোগ করতে পারবেন এমনটা আমরা আশা রাখছি।”

এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ না করলেই নয়, Reliance Jio ইতিমধ্যেই তাদের ‘Jio 5G Welcome’ অফারের অধীনে সীমাহীন 5G ডেটা ব্যবহারের সুবিধা প্রদান করছে৷ এই অফারটি শুধুমাত্র ২৩৯ টাকা বা তার অধিক মূল্যের প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানগুলির জন্য প্রযোজ্য। প্রসঙ্গত গ্রাহকদের True 5G পরিষেবার আমেজ দেওয়ার জন্য, কয়েক সপ্তাহ আগেই টেলিকম জায়ান্টটি ৬১ টাকা মূল্যের ‘5G Upgrade’ নামের একটি নয়া ডেটা প্ল্যানও চালু করেছিল।