মাত্র 8499 টাকায় কিনুন 39990 টাকার Samsung Galaxy A53, পিছনে রয়েছে চারটি ক্যামেরা

Samsung Galaxy A53 এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন সবচেয়ে কম দামে কেনার সুযোগ রয়েছে। ডিভাইসটি ১৬ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে

Amazon Blockbuster Value Sale: Samsung Galaxy A54 5G লঞ্চের পর এর পূর্বসূরী Samsung Galaxy A53 এর দাম কমানো হয়েছিল। তবে অ্যামাজনের ব্লকবাস্টার ভ্যালু ডে সেলে ফোনটি আরও কম দামে বিক্রি হচ্ছে। অ্যামাজনে উপলব্ধ অফারগুলির লাভ ওঠানো গেলে ৩৯,৯৯০ টাকার Galaxy A53 মাত্র ৮,৪৯৯ টাকায় বাড়ি নিয়ে আসা যাবে। এখানে ডিসকাউন্ট ছাড়াও, ব্যাংক অফার ও এক্সচেঞ্জ অফার উপলব্ধ।

Samsung Galaxy A53 এত কম দামে কীভাবে কেনা যাবে

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন সবচেয়ে কম দামে কেনার সুযোগ রয়েছে। ডিভাইসটি ১৬ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। এই ফোনের এমআরপি ৩৯,৯৯০ টাকা হলেও, অ্যামাজনে এটি এখন ৩৩,৪৯৯ টাকায় তালিকাভুক্ত।

এছাড়াও ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ ডিসকাউন্ট মিলবে। আপনি আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করে ২৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ ভ্যালু ডিভাইসের অবস্থা ও ব্র্যান্ডের উপর নির্ভর করে।

Samsung Galaxy A53 এর স্পেসিফিকেশন ও ফিচার

Samsung Galaxy A53 ফোনের সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫-ইঞ্চি ফুল এইচডি (১,০৮০x২,৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা কোর (২.৪ গিগাহার্টজ + ২.৪ গিগাহার্টজ) প্রসেসর ব্যবহার করা হয়েছে।ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A53 ফোনের ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।