পাবেন দুর্দান্ত সাউন্ড, বাজারে এল Samsung HW-Q990B এবং HW-S800B সাউন্ডবার

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হল স্যামসাংয়ের নতুন দুটি অডিও প্রডাক্ট – Samsung HW-Q990B এবং HW-S800B সাউন্ডবার। সংস্থার প্রিমিয়াম দুটি সাউন্ড বারে রয়েছে ডলবি অ্যাটমস সাপোর্ট। আবার HW-S800B সাউন্ডবারটি আল্ট্রা স্লিম ডিজাইনের সাথে এসেছে। এছাড়া HW-Q990B সাউন্ডবার ১১.৪.১ চ্যানেল স্পিকারের মাধ্যমে থ্রীডি সারাউন্ড সাউন্ড অফার করবে এবং অন্যটি ৩.১.২ চ্যানেল কনফিগারেশন স্পিকারের মাধ্যমে শক্তিশালী সাউন্ড উৎপন্ন করতে সক্ষম। সংস্থাটি দাবি করেছে, HW-Q990B সাউন্ডবার স্যামসাং এর নিউ কিউএলইডি ৮কে টিভির সাথে সামঞ্জস্যপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক নবাগত সাউন্ড বার দুটি দাম, লভ্যতা এবং স্পিসিফিকেশন।

Samsung HW-Q990B এবং HW-S800B সাউন্ডবারের দাম ও লভ্যতা

সাউথ কোরিয়ার বাজারে Samsung HW-Q990B সাউন্ডবারের দাম ধার্য করা হয়েছে ১.৮৯ মিলিয়ন ওন (প্রায় ১,১৭,৪০০ টাকা) এবং HW-S800B সাউন্ডবারের দাম রাখা হয়েছে ৮৯৯,০০০ ওন ( প্রায় ৫৫,৮০০ টাকা)। উভয় সাউন্ডবার হোয়াইট এবং ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।

Samsung HW-Q990B এবং HW-S800B সাউন্ডবারের স্পেসিফিকেশন

আগেই বলেছি, স্যামসাংয়ের HW-Q990B সাউন্ডবারে রয়েছে ১১.১.৪ চ্যানেল স্পিকার কনফিগারেশন, যার মাধ্যমে এটি থ্রীডি সারাউন্ড সাউন্ড অফার করে। শুধু তা-ই নয় এটি ডলবি অ্যাটমস এবং উন্নততর কিউ সিম্ফোনি টেকনোলজি যুক্ত। সংস্থার মতে, এই টেকনোলজির মাধ্যমে একদিকে যেমন সাউন্ডবার থেকে সাউন্ড শোনা যাবে ঠিক একইভাবে টিভির স্পিকার থেকেও উন্নততর সাউন্ড আসবে। এমনকি এই সাউন্ডবারে রয়েছে স্পেসিফিক সাউন্ড এবং অটো ইকিউ ফাংশন।

এছাড়াও এটি মেটাল ফিনিশ এবং এলইডি ডিসপ্লের সাথে এসেছে। এই সাউন্ড সিস্টেমের কানেক্টিভিটি অপশনে শামিল হয়েছে ওয়াইফাই এবং এইচডিএমআই পোর্ট। সাউথ কোরিয়ান কোম্পানিটি জানিয়েছে, এই সাউন্ড ডিভাইসটিকে যখন স্যামসাংয়ের নিও কিউ এলইডি ৮কে টিভির সাথে যুক্ত করা হবে তখন বাইশটি চ্যানেলের ( ১৬টি চ্যানেল সাউন্ড বারের এবং ৬টি চ্যানেল টিভির) মাধ্যমে এটি স্টেরিও ফনিক্স সাউন্ড উৎপন্ন করবে।

এবার আসা যাক HW-S800B সাউন্ড বারের প্রসঙ্গে। প্রথমেই বলব এটি আল্ট্রা স্লিম ডিজাইনের সাথে এসেছে। এর উচ্চতা ৩৮ এমএম এবং পুরুত্ব ৪০ এমএম। অডিও প্রোডাক্টির নজরকাড়া বৈশিষ্ট্য হলো এর ব্রাউন এবং টিক কালারের কভার স্কিন। এছাড়া এটি ৩.১.২ চ্যানেল স্পিকারের মাধ্যমে ডলবি অ্যাটমস সারাউন্ডস সাউন্ড অফার করবে।