মাত্র 4500 টাকায় দুই ডিসপ্লের Nokia ফোন, পাবেন Spotify-এর ফ্রি সাবস্ক্রিপশনও

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফোন কেনার সময় সেটির ডিজাইনের ওপর গুরুত্ব দেন। আর এরকম পছন্দসই ডিজাইন পেতে গিয়ে হ্যান্ডসেটের পেছনে খরচও বেশি করতে হয়। কিন্তু এই মুহূর্তে যদি আপনি একটি অনন্য ডিজাইনের ফোন কিনতে চান এবং এক্ষেত্রে আপনার বাজেট হয় ৫,০০০ টাকা, তাহলেও আপনার এই ইচ্ছে সহজেই পূরণ হতে পারে; সৌজন্যে Amazon India। আসলে ব্যাপারটা হচ্ছে যে, এই মুহূর্তে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটিতে ডুয়াল স্ক্রিন এবং দুর্দান্ত ডিজাইন বিশিষ্ট Nokia 2660 Flip 4G ফোন দামের থেকে বেশ খানিকটা ছাড়ে উপলব্ধ হয়েছে। এছাড়াও এই ফোন কেনার ক্ষেত্রে মিলছে ব্যাঙ্ক অফার, ফ্রি সাবস্ক্রিপশন ইত্যাদি সুবিধা। হ্যাঁ ঠিকই পড়েছেন! তো আসুন, এখন Nokia 2660 Flip 4G ফোনে উপলব্ধ অফারসমূহ এক নজরে দেখে নেওয়া যাক।

দুই স্ক্রিনের এই Nokia ফোন লাভজনক অফারে কেনার সুযোগ দিচ্ছে Amazon

নোকিয়া ২৬৬০ ফ্লিপ ৪জি ফোনের মূল্য এমনিতে ৫,৮৯৯ টাকা। তবে এই মুহূর্তে অ্যামাজন কোম্পানি এই ফোনের দামের ওপর ২৫% ছাড় দিচ্ছে, ফলে আগ্রহীরা এটি মাত্র ৪,৪৪৯ টাকায় কিনতে পারবেন। আবার ফোনটি কেনার ক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে অতিরিক্ত ৩৩৪ টাকার ছাড় পাওয়া যাবে, যেখানে অ্যামাজন পে আইসিআইসিআই (Amazon Pay ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে মিলবে ৫% ক্যাশব্যাক। চাইলে এটি নো কস্ট ইএমআই অপশনের মাধ্যমেও কেনা যাবে। মজার ব্যাপার হল, এই নোকিয়া ফোন কিনলে আপনারা বিনামূল্যে ৬ মাসের স্পটিফাই প্রিমিয়াম (Spotify Premium) সাবস্ক্রিপশন পাবেন।

Nokia 2660 Flip 4G ফোনের স্পেসিফিকেশন

নোকিয়া ২৬৬০ ফ্লিপ ৪জি ফোনে আছে ২.৮ ইঞ্চি কিউভিজিএ (QVGA) ডিসপ্লে এবং ১.৭৭ ইঞ্চি কভার ডিসপ্লে; এই কভার ডিসপ্লেটিকে টাচ স্ক্রিন হিসেবে ব্যবহার করা যাবেনা, এটিতে কেবল সময়, তারিখ এবং অন্যান্য নোটিফিকেশন দেখা যাবে। এক্ষেত্রে ফোনটি ইউনিসক টি১০৭ (T107) প্রসেসরের সাহায্যে চালিত হবে, যার সাথে থাকবে ৪৮ এমবি র‌্যাম এবং ১২৮ এমবি স্টোরেজ। এক্ষেত্রে এর ইউজাররা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে মিলবে ১,৪৫০ এমএএইচ ব্যাটারি। সফ্টওয়্যার হিসেবে এটি এস৩০+ ওএস বহন করবে।

এদিকে ফটোগ্রাফির জন্য নোকিয়া ২৬৬০ ফ্লিপ ৪জি ফোন ০.৩ মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা অফার করবে। এছাড়া কানেক্টিভিটির জন্য এতে থাকবে ৩.৫ মিমি হেডফোন জ্যাক, মাইক্রো ইউএসবি পোর্ট এবং ব্লুটুথ ৪.২-এর মত অপশন। ফলে ব্যাকআপ হিসেবে বা অন্য কোনো প্রয়োজনে একটি সস্তা ফোন কিনতে চাইলে আপনারা এই Nokia ফোনটি বেছে নিতেই পারেন।