Samsung-এর ৭৫ হাজারি প্রিমিয়াম 5G স্মার্টফোন মিলছে ১০,০০০ টাকারও কমে, অফার শেষ আগামীকাল

বর্তমানে মানে বছর শেষের আগে বহু কোম্পানি তথা জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম বিভিন্ন আকর্ষণীয় অফার দিচ্ছে। সেক্ষেত্রে যদি কেউ Samsung ব্র্যান্ডের প্রিমিয়াম ফোন খুব কম দামে কিনতে চান, তাদের জন্য কিন্তু এই মুহূর্তটিই সঠিক সময় হতে পারে। ভাবছেন কীভাবে? আসলে ই-কমার্স জায়ান্ট Amazon India এখন তার প্ল্যাটফর্মে ‘Smartphone Upgrade Days’ সেল দিচ্ছে। আর এই সেলেই Samsung Galaxy S20 FE 5G স্মার্টফোনটি ৬০ শতাংশের কাছাকাছি ফ্ল্যাট ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এছাড়াও Amazon এই ৭৫,০০০ টাকা দামী Samsung ফোনের ওপর ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফারের মত কিছু সুবিধাজনক স্কিমও উপলব্ধ করেছে, যার দরুন আগ্রহীরা এটি ১০,০০০ টাকার কমে পকেটস্থ করতে পারেন। তবে এই বাম্পার ডিল কাজে লাগাতে হলে আপনাদের একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ আগামীকাল অর্থাৎ ১৮ই ডিসেম্বর Amazon Smartphone Upgrade Days সেল শেষ হবে; তারপর আর এত সস্তায় Samsung Galaxy S20 FE 5G ফোনটি কেনার সুযোগ থাকবেনা!

Samsung Galaxy S20 FE 5G স্মার্টফোনে মিলছে বিশাল ডিসকাউন্ট

স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ৫জি স্মার্টফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৭৪,৯৯৯ টাকা হলেও, এখন অ্যামাজন স্মার্টফোন আপগ্রেড ডেজ সেলে এটি মাত্র ৩২,৯৯০ টাকায় কেনার জন্য উপলব্ধ। আসলে এই ফোনটির দামের ওপর ৫৬% ডিসকাউন্ট দিচ্ছে অ্যামাজন। তবে সবচেয়ে মজার ব্যাপার হল যে, এই ফোনের সাথে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে ২৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে, ফলত সম্পূর্ণ এক্সচেঞ্জ অফার কাজে লাগালে এর দাম দাঁড়াবে ৭,৯৯০ টাকায়। কিন্তু মনে রাখবেন, আপনার পুরোনো ফোনের অবস্থা এবং নির্দিষ্ট শর্তাবলীর ওপর এর এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে।

এই প্রসঙ্গে বলে রাখি, যদি কেউ ফেডারেল (Federal) ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা (Kotak Mahindra) ব্যাঙ্ক ইত্যাদি নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই কেনেন, তাহলে তারা আরো কিছু অতিরিক্ত ছাড় পেতে পারেন।

Samsung Galaxy S20 FE-এর স্পেসিফিকেশন

স্যামসাংয়ের গ্যালাক্সি এস২০ এফই তুলনামূলকভাবে পুরনো স্মার্টফোন হলেও এর ফিচার কোনোভাবেই আপনাদের নিরাশ করবেনা। এতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি ফুল-এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল)। অন্যদিকে এটি স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরের সাহায্যে চালিত হয়, যেখানে পাওয়ার ব্যাকআপের জন্য উপলব্ধ ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া, ফটোগ্রাফির জন্য এই স্যামসাং ফোনে থাকবে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এক্ষেত্রে, এটি কিনলে তিন বছরের সফ্টওয়্যার আপডেট পাওয়া যাবে।