Amazon offer oneplus 11 and oneplus 11r available upto 13000 rs flat discount now

OnePlus প্রেমীদের জন্য সুখবর! এই ব্র্যান্ডের 2টি দামী ফোন মিলছে 13,000 টাকা পর্যন্ত ফ্ল্যাট ছাড়ে

আপনি কি এই মুহূর্তে ২৫ হাজার টাকার বেশি বাজেটে একটি ভালো ফোন কেনার কথা ভাবছেন? আর এর জন্য আপনার পছন্দ OnePlus ব্র্যান্ডটি? তাহলে এই প্রতিবেদন পড়ে আপনার মুখে হাসি ফুটতে বাধ্য। আসলে OnePlus দুটি দামী স্মার্টফোন বর্তমানে বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে – কোনো সেল ছাড়াই আপনি মিড-ফ্ল্যাগশিপ OnePlus 11R মডেল এবং ফ্ল্যাগশিপ OnePlus 11 5G মডেল ১৩ হাজার টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্টে পাবেন, সাথে থাকবে মোটা টাকার এক্সচেঞ্জ অফারও। এর জন্য আপনাকে Amazon India থেকে কেনাকাটা করতে হবে। আসুন বিশদ জেনে নিই…

এখন OnePlus 11 কেনা যাচ্ছে ১৪,০০০ টাকা ছাড়ে

ওয়ানপ্লাস ১১ ৫জির ৮ জিবি ও ১২৮ জিবি এবং ১৬ জিবি ও ২৫৬ জিবি – দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে, যাদের লঞ্চ প্রাইস ছিল যথাক্রমে ৫৬,৯৯৯ টাকা এবং ৬১,৯৯৯ টাকা। তবে এখন অ্যামাজনে ৮ জিবি র‍্যাম মডেলটি মাত্র ৪৫,৯৯৯ টাকায় মিলছে, যেখানে অন্যটি কিনতে ৫০,৯৯৯ টাকা খরচ হবে। মানে এগুলি এখন সরাসরি ১১ হাজার টাকা কমে উপলব্ধ হয়েছে। এছাড়া ব্যাঙ্ক অফারের সুবিধা নিলে, অতিরিক্ত ৩,০০০ টাকা বাঁচানো যাবে। পাবেন ৪৮,৪৪৯ টাকার এক্সচেঞ্জ অফারও।

OnePlus 11R কিনলে সাশ্রয় হবে ফ্ল্যাট ১৩,০০০ টাকা

লঞ্চের সময় ওয়ানপ্লাস ১১আর ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৯,৯৯৯ টাকা, যেখানে ১৬ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশন ৪৪,৯৯৯ টাকায় মিলতো। তবে এই মুহূর্তে অ্যামাজনে স্মার্টফোনটির ৮ জিবি র‍্যাম মডেলটি মাত্র ২৭,৯৯৯ টাকায় এবং ১৬ জিবি মডেলটি মাত্র ৩১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ, এক্ষেত্রে বেস ভ্যারিয়েন্টে ফ্ল্যাট ১২,০০০ টাকা ডিসকাউন্ট মিলছে, যেখানে ১৬ জিবি র‍্যামের মডেলটি লঞ্চ প্রাইসের চেয়ে ফ্ল্যাট ১৩,০০০ টাকা কমে পাবেন।

উল্লেখ্য, এর সাথে ৫০০ টাকার ব্যাঙ্ক অফার এবং ৩০,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে।

OnePlus 11 ও OnePlus 11R-এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ১১ ৫জি ফ্ল্যাগশিপ ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি কিউএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে আছে। এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম ,২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনটিতে বর্তমান ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

অন্যদিকে ওয়ানপ্লাস ১১আর স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৪-ইঞ্চি ফুল-এইচডি+ কার্ভড সুপার ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে আছে। সাথে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ এবং ১০০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এই ফোনটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত (Sony IMX890 সেন্সর) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে।