ভারতে লঞ্চ হবে ফ্ল্যাগশিপ কিলার OnePlus 9R, সাশ্রয়ী দামে পাওয়া যাবে প্রিমিয়াম ফিচার

ইতিমধ্যে প্রিমিয়াম স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাস ঘোষণা করেছে আগামী ২৩ মার্চ ভারত সহ আর্ন্তজাতিক বাজারে OnePlus 9 সিরিজ পা রাখছে। সংস্থাটি যে OnePlus 9 সিরিজের অধীনে বেস মডেল হিসেবে OnePlus 9 এবং আরও প্রিমিয়াম ভ্যারিয়েন্ট OnePlus 9 Pro লঞ্চ করবে তা আমরা কমবেশী সবাই জানি। তবে শুধুমাত্র ভারতীয় বাজারের জন্য ওয়ানপ্লাস বড়োসড়ো চমক নিয়ে অপেক্ষা করছে। News18-র রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওয়ানপ্লাস ভারতে সস্তায় OnePlus 9R ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে। ওয়ানপ্লাসের প্রতিষ্ঠাতা ও সিইও পিট লাউ (Pete Lau) নিজে সংবাদসংস্থার কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

News 18-র রিপোর্ট অনুযায়ী, OnePlus 9R ছাড়াও চলতি বছরে ওয়ানপ্লাসের রোডম্যাপ নিয়ে পিট লাউ (Pete Lau) এবং তাদের মধ্যে কথা হয়েছে। লাউ বলেছেন, OnePlus 9R আপকামিং OnePlus 9 সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন হবে, যেটি আবার ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স ডেলিভার করবে।

স্পেসিফিকেশন ও ফিচারের নিরিখে ওয়ানপ্লাস ৯আর সাধ্যের মধ্যে প্রিমিয়াম ফোন হিসেবে আসবে। এতে স্মুথ স্ক্রোলিং, ইমারসিভ গেমিং কন্ট্রোল, এবং সুপারিওর ভিউয়িং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। আবার এতে 5G কানেক্টিভিটির সাথে শক্তিশালী কোয়ালকম প্রসেসর থাকবে। যদিও ফোনটির ডিসপ্লে সাইজ, ক্যামেরা স্পেসিফিকেশন, স্টোরেজ কনফিগারেশন বা ব্যাটারি ক্যাপাসিটি এখনও অজানা।

ওয়ানপ্লাস ৯আর এর কত দাম হবে তা পিট গোপনই রেখেছেন। গতবছর ওয়ানপ্লাসকে আমরা OnePlus Nord 5G ফোন লঞ্চ করতে দেখেছিলাম। যার দাম শুরু হয়েছিল ২৭,০০০ টাকা থেকে। একই প্রাইস সেগমেন্টে ওয়ানপ্লাস ৯আর লঞ্চ হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন