Vivo Y12A ভারতে আসার আগেই লঞ্চ হল এই দুই দেশে, জানুন দাম ও স্পেসিফিকেশন

Vivo Y12A শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছিল। তবে তার আগে এই ফোনটি সিঙ্গাপুর ও থাইল্যান্ডে পা রাখল। এর আগে আমরা এই সিরিজে Vivo Y12, Vivo Y12i, Vivo Y12s, এবং Vivo Y12s 2021 ফোন গুলিকে লঞ্চ হতে দেখেছি। যদিও নতুন Vivo Y12A ফোনটি আসলে Vivo Y12s 2021 এর রিব্র্যান্ডেড ভার্সন। এই ফোনে আছে কোয়ালকম স্ন‌্যাপড্রাগন ৪৩৯ প্রসেসর, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন ভিভো ওয়াই ১২এ ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y12A ফোনের দাম (থাইল্যান্ড)

ভিভো ওয়াই ১২এ ফোনের দাম রাখা হয়েছে ৪,৪৯৯ Baht, যা ভারতে প্রায় ১০,৫৯০ টাকার সমান। এই ফোনটি গ্রিন ও ব্লু কালারে পাওয়া যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই Vivo Y12A ভারতে লঞ্চ হবে।

Vivo Y12A ফোনের স্পেসিফিকেশন

ভিভো ওয়াই ১২এ ফোনে আছে ৬.১ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি। এই ডিসপ্লের পিক্সেল রেজোলিউশন ৭২০ x ১৬০০, আসপেক্ট রেশিও ২০:৯ এবং ডিজাইন টিয়ার ড্রপ নচ। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন‌্যাপড্রাগন ৪৩৯ প্রসেসর। ভিভো ওয়াই ১২এ ফোনটি ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ সহ এসেছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Vivo Y12A ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যার সাথে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য Vivo Y12A ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচ ওএস ১১ অপারেটিং সিস্টেমে চলবে।

ভিভো ওয়াই ১২এ ফোনের অন্যান্য ফিচারের কথা বললে, এতে ডুয়াল সিম সাপোর্ট, ৪ জি ভোল্টি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন